ENG vs IND: এই মুহুর্তে জমে বেশ উঠেছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। ভারত আর ইংল্যান্ডের মধ্যে এই সিরিজের চারটি টেস্ট ম্যাচ গতবছরই খেলা হয়ে গিয়েছে। ২০২১ সালের এই সিরিজের শেষ ম্যাচটি কোভিডের জন্য স্থিগিত করা হয় সেই সময়। সেই ম্যাচটাই চলাতি মাসের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে বার্মিংহ্যামের এজবাস্টনে। এই সিরোজের বর্তমান ফলাফল ভারতের পক্ষে। চার ম্যাচের মধ্যে, ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচ না হারলেই সিরিজ জয়ের মুকুট উঠবে টিম ইন্ডিয়ার মাথায়। আর ভারত আর ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই সিরিজে শেষ টেস্ট চলাকালীন আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে এমন তিন প্লেয়ারের নাম বলবো যারা এই সিরিজে ম্যান অফ দ্য সিরিজের খেতাব ছিনিয়ে নিতে পারেন।
জসপ্রীত বুমরাহ
চলতি সিরিজের শেষ ম্যাচে নামার আগে কোভিডের কারণে ম্যাচ থেকে ছিটকে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় এই টেস্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। ৩৫ বছর পর কোন ফাস্ট বোলারের আধিনায়কত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলছে ভারত। গোটা সিরিজের দিকে তাকালে জসপ্রীতের পারফরমেন্সের দিকে তাকালে অবশ্যই চমকে যেতে হবে। এই সিরিজে এখনও পর্যন্ত ২১টি উইকেট নিয়েছেন তিনি। ৫/৬৪ হল এই সিরিজে তার সেরা বোলিং পারফরমেন্স। এর পাশাপাশি ব্যাট হাতে শেষ টেস্টে যেভাবে তিনি স্টুয়ার্ট ব্রডের ক্লাস নিলেন, তা তাকে এই সিরিজের সেরা প্লেয়ার হতে অনেকটাই সাহায্য করবে।