আজ আবার লড়াই করবেন বিরাট-গম্ভীর, ম্যাচ শুরুর আগেই রহস্য ফাঁস করলেন দীনেশ কার্তিক !! 1

একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই চলতি আইপিএলের (IPL 2024) নয়’টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আপাতত পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে বিরাজমান রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। ঘরের মাটিতেই প্রতিটি ফ্রাঞ্চাইজি জয় সুনিশ্চিত করেছে। আজকের দশম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুই দলের ইতিহাস আইপিএলের জনপ্রিয়তাকে দ্বিগুন করে তোলে। দুই দলের মধ্যে বেশ কিছু চিরপ্রতিদ্বন্দ্বী রয়েছেন, যার খোলাসা করলেন প্রাক্তন নাইট ও বর্তমান রয়্যাল চ্যালেঞ্জার্স দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

আজকের মেগা ইভেন্টে এই ৩ ফেস অফ হবে দেখার মতন

দুই দলের কথা বলতে গেলে, আপাতত চলতি আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে দুই দল। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তবে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবকে পরাস্ত করে ঘরের মাটিতে তারা কামব্যাক করে। অন্যদিকে কলকাতা নাইট বাহিনীর কথা বলতে গেলে, রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে তারা। আজকের ম্যাচটি ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামীতে অনুষ্ঠিত হতে চলেছে আর এই মাঠে শেষ ৬ বার কলকাতা নাইট রাইডার্সই বাজি মেরেছে।

আজকের মেগা ম্যাচের আগে স্টারস্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন কার্তিক। তিনি মন্তব্য করে বলেছেন, আজকের ম্যাচের সেরা তিন প্রতিযোগিতা। প্রথমে তিনি বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের নাম নিয়েছেন, দ্বিতীয়ত গ্লেন ম্যাক্সওয়েল বনাম তার অজি সতীর্থ মিচেল স্টার্ক’এর নাম নিয়েছেন এবং তৃতীয়ত তিনি নিজের সঙ্গে টক্কর দেওয়ার জন্য বরুণ চক্রবর্তীকে বেছে নিয়েছেন।

গৌতম গম্ভীর করলেন বড় খোলাসা

Gautam Gambhir and Virat Kohli, ipl 2024
Gautam Gambhir and Virat Kohli | Image: Getty Images

অন্যদিকে আজকের ম্যাচের জন্য প্রস্তুত গম্ভীর, তিনিও একটি সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে স্বপ্নের মধ্যেও তিনি RCB’কে পরাস্ত করতে চান। স্টার স্পোর্টস কে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছেন, “আমি সর্বদা রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে পছন্দ করতাম। আইপিএলে তারা অন্যতম সেরা দল। তাদের বিরুদ্ধে জেতার আনন্দটাই অন্যরকমের, স্বপ্নের মধ্যেও আমি তাদেরকে হারাতে চাই। আমি মনে করি কলকাতার সব থেকে বড় তিনটি জয় এসেছে তাদের বিরুদ্ধেই, আইপিএলের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাকুলামের ইনিংস আরসিবির বিরুদ্ধে এসেছিল। এরপর ৪৯ রানে তারা অলআউট হয়েছিল আমাদের বিরুদ্ধেই, আর তাদের বিরুদ্ধে ক্রিস লিন এবং সুনীল নারায়ন ৬ ওভারে ১০০ রান বানিয়েছিল, যা এখনো পর্যন্ত একটি রেকর্ড হয়ে রয়েছে। বেঙ্গালুরু সবসময় আক্রমণাত্মক ব্যাটিং দল হিসেবে পরিচিত ক্রিস গেইল, বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স যে দলে থাকে সে দলের বিরুদ্ধে জয়ের আনন্দটা ভিন্ন। তাই আমি বারবারই তাদের বিরুদ্ধে মাঠে নামতে চাই এবং তাদেরকে পরাস্ত করতে চাই।

আরও পড়ুন | IPL 2024: লাইভ ম্যাচে আম্পায়ারের সঙ্গে চললো পন্টিং ও গাঙ্গুলীর সংঘর্ষ, দুই কিংবদন্তির উপর বোর্ড নিলো এই পদক্ষেপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *