MS Dhoni: আগামী ৩ বছর ভারতীয় ক্রিকেটে মস্ত বড় পরিবর্তন হতে চলেছে। ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতে। তবে গম্ভীর দলের দায়িত্ব তুলে নিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে একেরপর এক পরিবর্তন দেখা গিয়েছে। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সিনিয়র রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও ওডিআই সিরিজে খেলতে হচ্ছে। তবে গম্ভীরের উপর বদলা নিতে কোমর বেঁধে লড়াই করবে এমএস ধোনি (MS Dhoni)।
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হতে চলেছেন এমএস ধোনি (MS Dhoni)। ২০২৫ সালে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে টিম ইন্ডিয়ার মেন্টর হতে চলেছেন এমএস ধোনি। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে জাতীয় দলের মেন্টরের ভূমিকা দেওয়া হয়েছিল। তবে, ধোনির দায়িত্বে ভারতীয় ফলের পারফর্মেন্স স্বভাবসিদ্ধ ছিল না।
Read More: ক্যারিয়ার শেষ রবীন্দ্র জাদেজার, এই ২ অলরাউন্ডারকে তুরুপের তাস বানাবেন গম্ভীর !!
ধোনিকে ভারতীয় দলের মেন্টর করবেন জয় শাহ
ভারতীয় দলের হয়ে গৌতম গম্ভীর কে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে আগামী ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত গম্ভীর দলের সঙ্গে বিরাজমান থাকবেন এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ড সচিব জয় শাহ মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের মেন্টর করতে চলেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী ২০২৫ সালে আইপিএলের পর বিদায় নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই আইপিএল শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মহেন্দ্র সিং ধোনিকে বড় দায়িত্ব দেবেন বোর্ড সচিব।
গৌতম গম্ভীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা লড়াই চলতে থাকে মাঠের বাইরে এবং মাঠের ভিতরেও ভারতীয় দলের দুই কিংবদন্তি দুটো বিশ্বকাপ জয়ের অন্যতম ভূমিকা পালন করেছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি এবং ওডিআই ফরমাটে যে বিশ্বকাপ জয় করেছে সেখানে ফাইনালের মঞ্চে গৌতম গম্ভীরের প্রদর্শন ছিল অসাধারণ।
গৌতম টক্কর দেবেন ধোনি
২০০৭ সালের বিশ্বকাপে ফাইনালে গম্ভীর ৭৫ রান বানিয়েছিলেন এবং ২০১১ সালের বিশ্বকাপে গম্ভীর ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তবে দুই ফাইনালে সেরা পুরস্কার গম্ভীর কে দেওয়া হয়নি। পাশাপাশি বিশ্বকাপ জয়ের একমাত্র কৃতিত্ব ক্যাপ্টেন ধোনিকেই দেওয়া হয়, যেটি কোনো মতেই মানতে পারেন না গম্ভীর। ধোনিকে দলের মেন্টর করার পর দুই কিংবদন্তির মধ্যে আবার ঠান্ডা লড়াই লক্ষ করা যাবে।