CT 2025: বিতর্কের কেন্দ্রে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আইসিসি ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা টুর্নামেন্ট। অংশ নেওয়ার কথা আট দলের। কিন্তু সংশয় রয়েছে ভারতকে নিয়ে। গত বছরের ওডিআই বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় যোগ্যতা অর্জনে কোনো সমস্যাই হয় নি টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা যথেষ্ট নয়, এই অভিযোগ তুলে পাকিস্তান যেতে অসম্মত হয়েছে বিসিসিআই। গত বছর এশিয়া কাপ খেলতেও পাকিস্তান যেতে রাজী হয় নি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) শেষমেশ রাজী হয় হাইব্রিড মডেলে। এবারও নিজেদের ম্যাচগুলি ভারত চাইছে শ্রীলঙ্কা, দুবাই বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। শোনা গিয়েছে যে টিম ইন্ডিয়ার দাবীকে সমর্থন জানিয়ে পাকিস্তান যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে আফগানিস্তানও। কোথাকার জল কোথা অবধি গড়ায়, নজর সকলের এখন সেইদিকেই।
Read More: IND vs SL: সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খেলো দল, চোটের কারণে ছিটকে যাচ্ছেন পেস অস্ত্র !!
বিশেষ সুযোগ-সুবিধা ভারতের জন্য-
প্রস্তাবিত গ্রুপ বিন্যাস অনুযায়ী টিম ইন্ডিয়া (Team India) রয়েছে গ্রুপ-এ’তে। সঙ্গে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আইসিসি’র কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) যে খসড়া ও সূচি জমা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB), সেখানে ভারতের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতীয় দলের ম্যাচগুলি কেবল গদ্দাফি স্টেডিয়ামেই আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ১ মার্চ, ভারতের তিনটি গ্রুপ ম্যাচই আয়োজন করা হবে লাহোরে। এমনকি ভারত সেমিফাইনালে উঠতে সেই ম্যাচটিও করাচী বা রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে লাহোরে আনা হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। মহসীন নকভি’রা চেষ্টা করলেও টিম ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও মেলে নি সবুজ সংকেত। ভারতকে পাকিস্তানে যেতে রাজী করানোর দায়িত্ব তাই আইসিসি’র উপরেই ন্যস্ত করেছে পিসিবি।
মতামত ব্যক্ত করলেন রোহিত শর্মা-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশ নিতে ভারতের প্রতিবেশী দেশে পা রাখা উচিৎ নাকি অনুচিত এই নিয়ে গোটা ক্রিকেটবিশ্ব বর্তমানে তোলপাড়। ক্রিকেটাররা কি ভাবছেন এই মুহূর্তে? এই প্রশ্নেরই এখন জবাব খুঁজছেন সকলে। এহেন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে রোহিত শর্মা’র (Rohit Sharma) একটি পুরনো ভিডিও। ২০২২-এর এশিয়া কাপ চলাকালীন পাকিস্তান যাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো ভারত অধিনায়ককে। কোনোরকম দ্বিধা ছাড়াই তখন তিনি জানান, “আমাদের এই বিষয়ে কিছুই করার নেই। বোর্ড থেকে অনুমতি দেওয়া হলে আমরা যাবো।” তখন ২০২৩-এর এশিয়া কাপ প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছিলো রোহিতকে। মাঝে প্রায় দুই বছর কেটে গেলেও পরিস্থিতির বিশেষ উন্নতি যে হয় নি তা বলাই বাহুল্য। ক্রিকেটারদের ওয়াঘা সীমান্ত পেরোনোর ব্যপারে বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের অবস্থান এখনও নেতিবাচক বলেই মনে করা হচ্ছে।
দেখে নিন রোহিতের মন্তব্য-
If Cricket Board Allow us to play in Pakistan then we will play, Is main kya hai: Rohit Sharma pic.twitter.com/BkwDJx4aCq
— ٰImran Siddique (@imransiddique89) July 24, 2024
এখনই অবস্থান স্পষ্ট করছে না বিসিসিআই-
ভারতীয় ক্রিকেট বোর্ড যে পাকিস্তান যাওয়ার পরিপন্থী, তা এক প্রকার স্পষ্ট। জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা আইসিসি’র কাছে তদ্বিরও করেছেন হাইব্রিড মডেল চেয়ে। কিন্তু ক্রিকেট নিয়ামক সংস্থার তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কোনো রকম সরকারী অবস্থান সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চাইছে না বোর্ড। দিনকয়েক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। তাঁকে যখন পাকিস্তান যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়, উত্তরে হেঁয়ালি জিইয়ে রাখেন তিনি। বলেন, “আমি জানি না আপনারা কোথা থেকে এসব তথ্য পান। বিসিসিআই এখনও এই নিয়ে কোনো তথ্যই প্রকাশ করে নি।” সহ-সভাপতি এড়িয়ে গেলেও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) অবশ্য স্পষ্ট বলেছেন, পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার।