টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মিটতেই চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) অপেক্ষায় প্রহর গোণা শুরু করেছেন উৎসাহী ক্রিকেটজনতা। আগামী বছর আয়োজিত হওয়ার কথা এই টুর্নামেন্ট। অংশ নেবে গত ওডিআই বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল। আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা পাকিস্তানের। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তারা। খবর মিলেছে যে প্রায় ১২৬০ কোটি টাকা খরচ করে আধুনিক করে তোলা হচ্ছে স্টেডিয়াম ও অন্যান্য যাবতীয় পরিকাঠামো। দীর্ঘ সময় পর পাকিস্তানের মাঠে বহুদলীয় কোনো হাইপ্রোফাইল টুর্নামেন্টের আসর বসার কথা, আয়োজনে ত্রুটি রাখতে চায় না পিসিবি। পরিকল্পনা মেনে বাকি সব কিছু মসৃণ গতিতে এগোলেও জটিলতা রয়েছে ভারতের অংশগ্রহণ নিয়ে।
Read More: IND vs ZIM, 4th T20i: শিবম দুবের খেলা নিয়ে সংশয়, সিরিজ জিততে দুর্দান্ত চাল দিতে পারে টিম ইন্ডিয়া !!
পাকিস্তান যাবে ভারত? রয়েছে ধোঁয়াশা-
গত বছর এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। কিন্তু বেঁকে বসেছিলো টিম ইন্ডিয়া (Team India)। কোনো অবস্থাতেই পড়শি দেশে ক্রিকেটারদের পাঠাতে রাজী হয় নি নিয়ামক সংস্থা বিসিসিআই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) দফায় দফায় আলোচনায় বসলেও মিলছিলো না কোনো সমাধানসূত্র। একটা সময় মনে করা হচ্ছিলো যে বাতিলই হতে পারে এশিয়া কাপ। শেষমেশ তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজম শেঠির (Najam Sethi) সৌজন্যে কাটে জট। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন তিনি। তা অনুযায়ী এশিয়া কাপের চারটি ম্যাচ আয়োজিত হয় পাকিস্তানে। আর ভারতের ম্যাচ ও নক-আউট পর্বের খেলাগুলি হয় শ্রীলঙ্কাতে।
২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে ফের একই সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব। আরও একবার পাকিস্তান যাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গত ২৯ জুন টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন পাক বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। তিনি আইসিসি’র কাছে খসড়া সূচি ও গ্রুপ বিন্যাস জমা করেছেন। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় রয়েছে পিসিবি। অন্যান্য দল সবুজ সংকেত দিলেও এখনও কোনো রকম নিশ্চয়তা মেলে নি ভারতের থেকে। বিসিসিআই জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর নির্ভর করছে সবকিছু। তবে তাদের চূড়ান্ত উত্তর নেতিবাচক হবে বলেই ধারণা বিশেষজ্ঞমহলের।
সংবাদমাধ্যমের উপর চটলেন রাজীব শুক্লা-
গত বছর এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন বোর্ড সভাপতি ও সহ-সভাপতি রজার বিনি (Roger Binny) ও রাজীব শুক্লা। কিন্তু পাঠানো হয় নি ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি হবে বিসিসিআই-এর অবস্থান তা এখনও স্পষ্ট নয়। কোনো ঘোষণা আসার আগেই অবশ্য সংবাদমাধ্যমে চলছে নিত্য হইচই। বিভিন্ন সংবাদমাধ্যম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ওয়াঘা সীমান্ত যাতে না পেরোতে হয় তা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। তারা আইসিসি’কে চাপ দিচ্ছে হাইব্রিড মডেল মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজন করতে। নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহী বা শ্রীলঙ্কায় খেলতে চায় তারা।
বোর্ডের তরফে কোনো সরকারী অবস্থানের কথা ঘোষণা না করা হলেও যেভাবে সংবাদমাধ্যম একপ্রকার নিদান দিয়েই দিচ্ছে যে ভারত যাবে তা পাকিস্তান, তা অপছন্দ হয়েছে সহ-সভাপতি রাজীব শুক্লা’র (Rajiv Shukla)। সম্প্রতি তাঁকে জিজ্ঞেস করা হয়েছিলো এই নিয়ে। তিনি উত্তরে বলেন, “আমি জানি না আপনারা কোথা থেকে এসব তথ্য পান। বিসিসিআই এখনও এই নিয়ে কোনো তথ্যই প্রকাশ করে নি।” সহ-সভাপতির এহেন মন্তব্য’কে পাক ক্রিকেটমহলের অনেকে বিসিসিআই-এর নমনীয় অবস্থান হিসেবে দেখতে চাইলেও দ্বিমত রয়েছে এই নিয়ে। বিতর্ক এড়াতেই এমন কথা বলেছেন তিনি, মত ক্রিকেটবোদ্ধাদের অধিকাংশের। ভারত হাইব্রিড মডেলের জন্য চাপ দিলেও মাথা নোয়াতে রাজী নয় পাকিস্তান। এই যুদ্ধ যে সহজে থামবে না, তা নিশ্চিত।