CT 2025: সদ্যই শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। বার্বাডোজের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারত (Team India)। জিতেছে দ্বিতীয় কুড়ি-বিশের বিশ্বখেতাব। জমজমাট টুর্নামেন্ট মন ভরিয়েছে ক্রিকেটজনতার। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন পরবর্তী বহুদেশীয় আইসিসি (ICC) টুর্নামেন্টের। সৌভাগ্যক্রমে দীর্ঘ হচ্ছে না তাদের প্রতীক্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। মাঝে শোনা গিয়েছিলো যে সম্প্রচারকারী সংস্থার তরফে অনুরোধ করা হয়েছে ফর্ম্যাট বদলের। কিন্তু সংবাদমাধ্যম জানাচ্ছে যে ওডিআই ফর্ম্যাট থেকে সরতে রাজী হয় নি আইসিসি। আরও জানা গিয়েছে যে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে পাক বোর্ড। আয়োজন দেশের তরফে জানানো হয়েছে প্রস্তাবিত গ্রুপ বিন্যাসও।
Read More: SL vs IND: দায়িত্বে নতুন অধিনায়ক, শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে দলগঠনে চমক BCCI-এর !!
ভারত-পাক একই গ্রুপে, জানাচ্ছে মিডিয়া-
সম্প্রতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল দেখতে বার্বাডোজের কেনসিংটন ওভালে হাজির ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi)। জানা গিয়েছে যে তখনই ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সূচি ও গ্রুপ বিন্যাস আইসিসি’র (ICC) কাছে জমা দিয়েছেন তিনি। সংবাদসংস্থা পিটিআই-এর (PTI) রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অংশগ্রহণকারী ৮ দল’কে এ ও বি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তাদের সাথে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (PAK), আরেক উপমহাদেশীয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড (NZ) ও বাংলাদেশ (BAN)। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি চার দল-অস্ট্রেলিয়া (AUS), ইংল্যান্ড (ENG), আফগানিস্তান (AFG) ও দক্ষিণ আফ্রিকার (SA) ঠাঁই হয়েছে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে। মোট ১৫টি ম্যাচ আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্টে।
ভারতের পাকিস্তান যাত্রা নিয়ে জটিলতা যে এখনও রয়েছে তাও জানানো হয়েছে পিটিআই (PTI) প্রকাশিত রিপোর্ট। আইসিসি (ICC) সূত্র সংবাদসংস্থা’কে জানিয়েছে যে, “অংশগ্রহণকারী সব দেশের বোর্ড প্রধানরা মহসীন নকভিকে আশ্বস্ত করেছেন। তবে ভারত জানিয়েছে তারা দেশের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।” টিম ইন্ডিয়াকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। প্রস্তাবিত সূচি অনুযায়ী লাহোর, করাচী ও রাওয়ালপিণ্ডিকে বেছে নেওয়া হয়েছে সম্ভাব্য ভেন্যু হিসেবে। ৭টি ম্যাচ হবে লাহোরে, ৫টি রাওয়ালপিণ্ডিতে ও ৩টি করাচীতে। নিরাপত্তাজনিত কারণে ভারতের সবক’টি ম্যাচই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। চিঁড়ে ভেজে কিনা এখন দেখার সেটাই।
গ্রুপ A- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড
গ্রুপ B- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান
পাক সফরে যাবে ভারত? থাকছে প্রশ্ন-
গত বছর এশিয়া কাপ (Asia Cup) আয়োজনের কথা ছিলো পাকিস্তানের (PAK)। কিন্তু পড়শি দেশে যেতে কোনো মূল্যেই রাজী ছিলো না টিম ইন্ডিয়া। বিসিসিআই-এর তরফে স্পষ্ট জানানো হয় যে কোনো নিরপেক্ষ দেশে টুর্নামেন্ট আয়োজন হোক, চায় তারা। এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভা উত্তপ্ত হয়েছিলো বারবার। সমাধানসূত্রের অভাবে একটা সময় মনে হচ্ছিলো যে বাতিল হয়ে যেতে চলেছে গোটা টুর্নামেন্টই। শেষমেশ জট ছাড়াতে উদ্যোগী হন তৎকালীন পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi)। তিনি এক হাইব্রিড মডেল প্রস্তাব করেন। অংশগ্রহণকারী সব দেশ মেনে নেয় তা। এই হাইব্রিড মডেল অনুসারে মাত্র ৪টি ম্যাচ আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। এছাড়া ভারতের (Team India) ম্যাচগুলি ও নক-আউট পর্বের মোট ৯টি ম্যাচ আয়োজিত হয় শ্রীলঙ্কায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্যও পাকিস্তান যেতে নারাজ বিসিসিআই। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কর্মকর্তারা। ভারতের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর’ও (Anurag Thakur) জানিয়েছিলেন যে পাকিস্তান যাবেন না কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা (Rohit Sharma)। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের জল্পনাই ভাসছিলো ক্রিকেটমহলে। তবে এবার পাক ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোরকম হাইব্রিড মডেলে রাজী নয় তারা। সম্পূর্ণ টুর্নামেন্ট নিজেদের দেশেই আয়োজন করতে চায় পিসিবি। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পয়লা মার্চ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) মেগা ম্যাচ আয়োজনের তোরজোড়’ও শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় বিসিসিআই (BCCI) কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে সকলে। কৌতূহল রয়েছে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি’র (ICC) ভূমিকা নিয়েও।