বিতর্কের কেন্দ্রে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আইসিসি আয়োজিত এই প্রতিযোগিতার আসর বসার কথা আগামী বছর। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানকে। আর এখানেই সূচনা বিতর্কের। পাকিস্তান যাওয়া নিয়ে ইতিমধ্যেই নিজেদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা পাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। ফলে নিজেদের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কার মত কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার উপর চাপ বাড়াতে চাইছেন জয় শাহ, রজার বিনি’রা। গত বছর এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যেতে রাজী হয় নি ভারত। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ হাইব্রিড মডেলে হয় প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ভবিতব্যও সেদিকে এগোয় কিনা, তা নিয়েই এখন ভাবনা বিশেষজ্ঞমহলের।
আয়োজনের অধিকার ছাড়তে রাজী নয় পাকিস্তানও। এশিয়া কাপের (Asia Cup 2023) মত হাইব্রিড মডেল চায় না তারা। সম্পূর্ণ টুর্নামেন্টই যাতে দেশে হয়, সেই চেষ্টাই চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। গত ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ছিলো টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেখানে উপস্থিত ছিলেন নকভি। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) খসড়া সূচি ও গ্রুপ বিন্যাস ইতিমধ্যেই আইসিসি’র দফতরে জমা করে দিয়েছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট সম্পূর্ণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে লাহোর, রাওয়ালপিণ্ডী ও করাচীকে। পাক বোর্ড চটজলদি প্রস্তুতি সেরে ফেলতে চাইলেও এখুনি জটিলতা যে মিটবে না সে সম্পর্কে নিশ্চিত সকলে। অংশগ্রহণ নিয়ে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহ নয়া মোড় নিলো হরভজন সিং-এর (Harbyhajan Singh) মন্তব্যে।
Read More: IND vs ZIM, 5th T20i, Preview: ‘চাপমুক্ত’ ভারতের লক্ষ্য ব্যবধান বাড়ানো, নিয়মরক্ষার লড়াই জিতে সান্ত্বনার সন্ধানে জিম্বাবুয়ে !!
পাকিস্তান না যাওয়ার পক্ষে সওয়াল ভাজ্জির-
গত বছর এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার সভাপতি রজার বিনি (Roger Binny) ও সহ-সভাপতি রাজীব শুক্লা পাকিস্তানে পা রেখেছিলেন। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছিলো ক্রিকেটমহল। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে বোর্ড প্রেসিডেন্টের পাক সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে সহজ করবে বলে মনে করা হয়েছিলো। কিন্তু বিষয়টি যে আদৌ তেমন নয় তা বোঝা গেলো সম্প্রতি। এর আগে রজার বিনি (Roger Binny) জানিয়েছিলেন যে যাওয়া-না যাওয়া পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের উপর। সূত্রের খবর মোদী সরকারও পাকিস্তানে কোহলি-রোহিতদের মত মহাতারকাদের পাঠানোর ঝুঁকি নিতে রাজী নয়। ফলত হাইব্রিড মডেলের দাবী জোরদার করাই আপাতত ফোকাসে বিসিসিআই-এর।
বোর্ডের অবস্থানকে সমর্থনই জানালেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। নিরাপত্তার বিষয়টিকে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিৎ তা সোজাসাপ্টা জানিয়ে দেন তিনি। এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেন যে ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভারতীয় দলের। পাকিস্তানী সাংবাদিকের সাথে কথা বলার সময় রীতিমত উত্তেজিত হয়ে পড়তে দেখা গেলো ‘টার্বুনেটর’কে। পড়শি দেশকে নিশানা করে তিনি বলেন, “আমাদের ক্রিকেটাররা যদি পাকিস্তানে নিরাপদ না হন, তাহলে আমরা দল পাঠাবো না। আপনারা (পাকিস্তান) যদি খেলতে চান তাহলে খেলুন, না হলে খেলতে হবে না। ভারতীয় ক্রিকেট পাকিস্তানকে ছাড়াই টিকে থাকতে পারবে। আপনারা যদি পারেন ভারতকে ছাড়া টিকে থাকতে, তাহলে তাই করুন।” স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হরভজন (Harbhajan Singh)।
দেখে নিন হরভজনের মন্তব্য-
Harbhajan Singh said, “If our players are not safe in Pakistan, we won’t send the team. If you want to play, play; if not, don’t. Indian cricket can still survive without Pakistan. If you guys can survive without Indian cricket, then do it.” pic.twitter.com/tJaywUqUQV
— Vipin Tiwari (@Vipintiwari952) July 13, 2024