CT 2025

CT 2025: আশঙ্কাই সত্যি হলো শেষমেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে ছিটকেই গেলেন জসপ্রীত বুমরাহ। নয়া বছরের একদম গোড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন দেশের সেরা পেস অস্ত্র। দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেন নি তিনি। দেশে ফিরে এরপর ছিলেন একটানা বিশ্রামে। কোহলি, রোহিত, যশস্বী বা শুভমানের মত তারকারা রঞ্জি ট্রফি খেললেও বুমরাহকে (Jasprit Bumrah) দেখা যায় নি ঘরোয়া ক্রিকেটের আসরে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বা একদিনের সিরিজের স্কোয়াডেও রাখা হয় নি তাঁকে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে চলছিলো তাঁর রিহ্যাব। যোগাযোগ করা হয়েছিলো নিউজিল্যান্ডেরপ্রখ্যাত শল্যচিকিৎসক রোয়ান শাউটেনের সঙ্গেও। কিন্তু শেষরক্ষা হলো না আর। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বুমরাহ’র ছিটকে যাওয়ার খবর জানায় বিসিসিআই।

Read More: IND vs ENG 3rd ODI: “এক ম্যাচেই দম শেষ…” ফের ব্যর্থ রোহিত, ভারত অধিনায়ককে চরম কটাক্ষ নেটজনতার !!

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) হাত ধরেই এগারো বছরের আইসিসি ট্রফি খরা কেটেছিলো ‘মেন ইন ব্লু’র। গত বছর টি-২০ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন তিনি। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) বুমরাহকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু চোট দাঁড়ালো ‘পথের কাঁটা’ হয়ে। তারকা পেসার ছিটকে যাওয়ার পরেই হতাশা, আশঙ্কা ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দুষেছেন বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ‘বুমরাহকে প্রয়োজনের অতিরিক্ত বোলিং করিয়ে নিজের পায়েই কুড়ুল মারলো দল,’ লিখেছেন এক নেটিজেন। ‘বুমরাহ’র না থাকার ফল ভুগতে হবে ভারতকে,’ মন্তব্য আরেকজনের।

‘বুমরাহ না থাকা মানে বোলিং শক্তিতে অনেকটা পিছিয়ে পড়া,’ হতাশা স্পষ্ট হয়েছে এক নেটনাগরিকের ট্যুইটে। ‘বোলিং নয় ভারতকে ট্রফি জেতাতে পারে কেবল ব্যাটিং-ই,’ আক্ষেপ অন্য এক জনের। গতকাল বিসিসিআই-এর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে কিছু রদবদলের ঘোষণা করা হয়েছে। বুমরাহ’র বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে তরুণ হর্ষিত রাণা’কে। আর যশস্বী জয়সওয়ালকে সরিয়ে সুযোগ দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। দু’জনেই কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের ‘ছাত্র’ ছিলেন। জাতীয় দলের কোচ হওয়ার পর গম্ভীরের ‘কেকেআর’ প্রীতির অভিযোগ আগেও উঠেছে। হর্ষিত-বরুণের ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’র পর এই নিয়ে ফের একবার সুর চড়িয়েছেন নেটিজেনরা। ‘যোগ্যতা নয়, এখন কোচের ‘গুড বুক’-এ থাকলে দলে সুযোগ পাওয়া যায়,’ সিরাজ বা করুণ নায়ার’রা হতে পারতেন যোগ্য দাবীদার, মত অনেকেরই।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025: ওপেনিং-এ গিল ও রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে ঠাঁই হলো না কোহলির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *