CT 2025: আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। দীর্ঘ সময় পর বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে তারা। ইতিমধ্যেই ১২৬০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে পরিকাঠামোর জন্নয়নের জন্য। প্রায় এক বছর সময় থাকলেও দ্রুত গতিতে যাবতীয় পরিকল্পনা সেরে ফেলতে চাইছে পিসিবি (PCB)। তবে তোড়জোড়ের মাঝেও কাঁটার মত বিঁধছে টুর্নামেন্ট অন্য কোথাও সরে যাওয়ার সম্ভাবনা। নেপথ্যে ভারতের অসন্তোষ। প্রতিবেশী রাষ্ট্রে দল পাঠানো নিয়ে অনীহা প্রকাশ করেছে বিসিসিআই। পাকিস্তানের তরফে টিম ইন্ডিয়াকে বিশেষ সুযোগসুবিধা দেওয়ার অঙ্গীকার করা হলেও মেলে নি বরফ গলার ইঙ্গিত। এই ক্রিকেটীয় শক্তির কূটনীতির লড়াইতে যখন আবহাওয়া উত্তপ্ত, তখন পাকিস্তানের সমস্যা আরও বাড়িয়েছে আফগানিস্তান।
Read More: ভিডিও: “কোনো প্রয়োজন নেই…” চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কে মুখ খুললেন হরভজন, পাকিস্তানকে নিলেন একহাত !!
আগেই আপত্তি জানিয়েছে ভারত-
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজন নিয়ে আগেই আপত্তি জানিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারা পড়শি যেতে যে রাজী নয় তাও স্পষ্ট করা হয়েছে বিসিসিআই-এর তরফে। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জয় শাহ, রজার বিনি’রা। পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারত সরাসরি সংঘাতে যেতেও প্রস্তুত বলে মনে করা হচ্ছে। দিনকয়েক আগে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল দেখতে বার্বাডোজে হাজির হয়েছিলেন পিসিবি প্রধান মহসীন নকভি। সেই সময়েই আইসিসি’র কাছে খসড়া সূচি ও প্রস্তাবিত গ্রুপ বিন্যাস জমা দিয়েছেন তিনি। সাথে অংশগ্রহণকারী দেশগুলির থেকে সবুজ সংকেত আদায়ের প্রচেষ্টাও ছিলো তাঁর। সংবাদসংস্থা পিটিআই’কে আইসিসি সূত্র জানিয়েছে যে ভারত জানিয়ে দিয়েছে তারা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারবে না।
ক্রিকেটমহলের ধারণা কোহলি, রোহিতদের ওয়াঘা সীমান্তের পশ্চিম পারে পাঠাতে রাজী হবে না নরেন্দ্র মোদীর সরকার। তা আন্দাজ করেই হাইব্রিড মডেলের জন্য আগে থেকেই আইসিসি’র কাছে তদ্বির করছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। সূত্রের খবর যে ভারত ইতিমধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে নয়, বরং নিজেদের ম্যাচগুলি তারা খেলতে চায় অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে। পাক ক্রিকেট সংস্থার তরফে নিরাপত্তার জন্য ভারতের ম্যাচ গুলি কেবল লাহোরে আয়োজনের চেষ্টা চলছে। তবে বিসিসিআই-এর তরফে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কার নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর। গত বছর এশিয়া কাপেও ভারত নিজেদের ম্যাচগুলি খেলেছিলো শ্রীলঙ্কাতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) জল কোন দিকে গড়ায়, সকলের নজর এখন সেদিকে।
পাকিস্তান যেতে রাজী নয় আফগানিস্তানও-
যে প্রস্তাবিত সূচি আইসিসি’র হাতে তুলে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি, তা অনুযায়ী ২১, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার কথা আফগানিদের।করাচী, লাহোর ও রাওয়ালপিন্ডী, টুর্নামেন্টের তিন ভেন্যুতেই ম্যাচ রাখা হয়েছে তাদের। তবে পাকিস্তানের স্থানীয় এক সংবাদসংস্থা TheWirePak.com-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিদের দেশের ক্রিকেট সংস্থাও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছে। পাকিস্তান নয় বরং কোনো নিরপেক্ষ দেশে নিজেদের ম্যাচগুলি খেলতে চেয়ে সওয়াল করেছে তারাও। আফগানিস্তানের উদ্বেগ যে ভারত’কে সুবিধা এনে দেবে তা নিশ্চিত। দুই দেশের আপত্তিতে হয়ত পাকিস্তান থেকে সরতেও পারে টুর্নামেন্ট।