যুবরাজ সিং ও কিম শর্মা
ভারতীয় অলরাউন্ডার এবং ছক্কার রাজা যুবরাজ (Yuvraj Singh) ৪ বছর ধরে কিম শর্মার (Kim Sharma) সাথে ডেট করেছেন বলে জানা গেছে। দুজনেই একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু যুবরাজের মা এই সম্পর্ক নিয়ে মোটেও খুশি ছিলেন না। তাই তাদের ব্রেক আপ হয়। যুবরাজ পরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেন। এ বছর তিনি এক ছেলের বাবাও হয়েছেন।