chris-gayle-fiery-knock-in-wcl-vs-sa-c

১৯৯৯ সালে প্রথমবার আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন ক্রিস গেইল (Chris Gayle)। জাতীয় দলের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন ২০২১ সালে। দুই দশকেরও বেশী সময় চার-ছক্কার ঝড় তুলে গেইল মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ক্রিকেটজনতাকে। কখনও টেস্টের প্রথম বলেই ছক্কা হাঁকানো, আবার কখনও আইপিএলের (IPL) আসরে ১৭৫ রান করে হইচই ফেলে দেওয়া, গেইল (Chris Gayle) মানেই যে বিনোদন তা অস্বীকার করার উপায় নেই এক মুহূর্তের জন্যই। ‘মেন ইন মেরুন’-এর হয়ে প্রায় ১৯০০০ রানের মালিক প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছর হলো। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, পিএসএল, সিপিএল-এর মত ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতেও আর দেখা যায় না তাঁকে। তবে ব্যাটিং-এর বিস্ফোরক ভঙ্গি যে ভোলেন নি তার প্রমাণ মিললো গতকাল এজবাস্টনে।

Read More: IND vs ZIM: শতকের মাইলফলক ছুঁয়েই গুরু’র আশীর্বাদ নিলেন অভিষেক শর্মা, ভাইরাল মন ভালো করা ভিডিও !!

গেইল স্টর্মে বিধ্বস্ত হলো প্রোটিয়ারা-

Chris Gayle | Image: Twitter
Chris Gayle | Image: Twitter

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলের হয়ে খেলছেন ক্রিস গেইল (Chris Gayle)। প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে চেনা ছন্দে দেখা যায় নি। খানিক গুটিয়েই ছিলেন ব্যাট হাতে। কিন্তু গতকাল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দলের বিরুদ্ধে হাত খুললেন তিনি। সহজাত দক্ষতায় একের পর এক বলকে পাঠালেন বাউন্ডারির বাইরে। ওপেন করতে নেমেছিলেন জামাইকার বিখ্যাত বাঁ-হাতি। ডেইল স্টেইন, কার্ল ল্যাঙ্গভেল্ডের বিপক্ষে সমস্যায় পড়তে দেখা গিয়েছিলো সঙ্গী ওপেনার ডোয়েন স্মিথকে। কিন্তু গেইল (Chris Gayle) ছিলেন সাবলীল। শুরু থেকেই বড় শট মারতে দেখা যায় তাঁকে। প্রথমে ডোয়েন স্মিথের সাথে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৬৫ রান। এরপর চ্যাডউইক ওয়াল্টনের সাথেও ৫৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। শেষমেশ এলবিডব্লু হওয়ার আগে মাত্র ৪০ বলে তিনি করেন ৭০ রান। মারেন ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা।

দেখুন গেইলের ঝোড়ো ব্যাটিং-

দক্ষিণ আফ্রিকাকে হারালো ওয়েস্ট ইন্ডিজ-

WI-C vs SA-C | Image: Twitter
WI-C vs SA-C | Image: Twitter

ক্রিস গেইলের (Chris Gayle) ঝোড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দল। গতকাল বার্মিংহ্যামের মাঠে টস জিতেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তিরাই। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন তাঁরা। শূন্য রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দল। এরপর রিচার্ড লেভি, জ্যাক ক্যালিস (Jacques Kallis), অ্যাশওয়েল প্রিন্স-রা কার্যকরী ইনিংস খেলেন। আট নম্বরে নেমে ১৭ বলে ৪৪* করেন ডেন ভিলাস। ২০ ওভারে ১৭৪ রান স্কোরবোর্ডে তুলে ছিলো সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এরপর মারমুখী গেইলের সামনে গুটিয়ে রইলেন তাদের বোলাররা। জোনাথন কার্টার ও অ্যাশলি নার্সের উইকেট তুলে একটা সময় ম্যাচ জমিয়ে দিয়েছিলেন ভার্নন ফিল্যান্ডার। কিন্তু চ্যাডউইক ওয়াল্টনের (Chadwick Walton) ২৯ বলে ৫৬* রানের ঝোড়ো ইনিংস ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেয় ক্যারিবিয়ানদের।

Also Read: প্রকাশ্যে আসলো চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’এর সময় সূচি, এই বিখ্যাত মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *