champions-trophy-pant-bhuvi-to-return

Champions Trophy 2025: ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ এসে গিয়েছিলো ভারতীয় দলের সামনে। দাপটের সঙ্গে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু শেষমেশ সেই স্বপ্ন আর সফল হয় নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তৃতীয় বার বিশ্বকাপ জয়ের নজির গড়া হয় নি ভারতীয় দলের। শেষ যখন আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত, তখন অধিনায়কের নাম ছিলো মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এরপর বিরাট কোহলি (Virat Kohli) জমানা এসেছে। রোহিত শর্মাকে (Rohit Sharma)  অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে-কিন্তু সাফল্যের মুখ আর দেখে নি ভারত। এক দশক ট্রফিহীন থাকার পর আগামী বছরের টি-২০ বিশ্বকাপ ও ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিকে (Champions Trophy 2025) পাখির চোখ করছে ‘মেন ইন ব্লু।’

আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজনের দায়িত্ব পেতে পারে পাকিস্তান। লম্বা সময় কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায় নি ভারতের প্রতিবেশী দেশ। ২০২৩-এর এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজিত হওয়ার কথা থাকলেও সুরক্ষা বিষয়ে প্রশ্ন তুলে যেতে রাজী হয় নি ভারতীয় শিবির। মাত্র চারটি ম্যাচ আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। এসিসি আয়োজিত প্রতিযোগিতার ক্ষেত্রে যে অবস্থান নিয়েছিলো বিসিসিআই, আইসিসি’র ক্ষেত্রেও জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা (Roger Binny) সেই একই অবস্থান নেন কিনা সেই দিকে নজর থাকবে। আপাতত পাকিস্তানকেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে ধরে এগোতে চাইছে ক্রিকেটদুনিয়া। বছর দেড়েক পরের টুর্নামেন্টে কেমন হবে ভারতীয় স্কোয়াড, আলোচনা চলছে তা নিয়ে।

Read More: টিম ইন্ডিয়া থেকে সরছেন রোহিত শর্মা, IPL কেরিয়ারের মেয়াদ নিয়েও থাকছে প্রশ্ন !!

সরছেন রোহিত, নেতৃত্ব পাচ্ছেন KL রাহুল-

KL Rahul | Champions Trophy 2025 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে পরাজয়ের পরে রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারের মেয়াদ নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগেই টি-২০ ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন হিটম্যান। আপাতত পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। খেলেন নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ। বর্তমানে রোহিতের (Rohit Sharma) বয়স ৩৬। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)  চলাকালীন তাঁর বয়স ৩৮ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই রোহিত ভারতীয় বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি-২০তে তাঁকে বাদ দেওয়া হলে আপত্তি নেই তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও আপাতত ৫০ ওভারের হওয়ার সম্ভাবনা। তবুও ৩৮ বছর পেরিয়ে যাওয়ার পর রোহিত আর সীমিত ওভারের ফর্ম্যাটে মাঠে নামবেন না বলেই ধারণা বিশেষজ্ঞমহলের।

একদিনের আন্তর্জাতিক ফর্ম্যাটে রোহিত শর্মার (Rohit Sharma) স্থায়ী উত্তরসূরি হতে পারেন কে এল রাহুল। চলতি বছরের গোড়ায় সহ-অধিনায়কত্ব থেকে রাহুলকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) জায়গা দেওয়া হয়েছিলো। রোহিতের অবর্তমানে বেশ কিছু ম্যাচে নেতৃত্বও দেন হার্দিক। কিন্তু বছরের শেষের দিকে ফের অধিনায়কের ভূমিকায় ফেরেন রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচে নেতৃত্ব দেন। জয়ও পায় ভারত। এছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারানোর বিরল কৃতিত্বও অর্জন করেন তিনি। দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে ওডিআই জেতেন কে এল রাহুল। সেই সাফল্যের পুরষ্কারস্বরূপ হার্দিক নয়, বরং কে এল রাহুলকেই ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025)  দলের দায়িত্ব দিতে পারে বিসিসিআই।

দলে ফিরতে পারেন পন্থ, ভুবনেশ্বেরের মত তারকা-

Bhuvneshwar Kumar | Champions Trophy 2025 | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারত। এরপর ২০১৭ সালে ফাইনাল খেললেও খেতাবের মুখ আর দেখা হয় নি। আইসিসি ট্রফিতে সেরার শিরোপা নেই দশ বছরেরও বেশী সময়। আগামী বছরের টি-২০ বিশ্বকাপ জিততে না পারলে আরও বাড়বে সেই অপেক্ষার প্রহর। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ঘরের মাঠে। ফলে জয়ের তাগিদ আরও বেশী থাকবে টিম ইন্ডিয়ার (Team India)। শক্তিশালী দল নিয়েই ওয়াঘা সীমান্ত পার করতে চাইবে তারা। রোহিতের বদলি হিসেবে শুভমান গিলের (Shubman Gill) সঙ্গী হতে পারেন যশস্বী জয়সওয়াল। ১৫ সদস্যের স্কোয়াডে বিকল্প ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়’ও। মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিং-কে ভরসা যোগাতে পারেন বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল।

চোটের কারণে ক্রিকেট থেকে লম্বা সময় দূরে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারেন তিনি। উইকেটরক্ষক হিসেবে পন্থের সাথে সাথে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকেও। দুই অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব। ভারতীয় পেস বিভাগে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ থাকছেন। সাম্প্রতিক কালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ সেরা হওয়া আর্শদীপ সিং হতে পারেন তৃতীয় পেসার। এছাড়াও দলে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ২০২২-এর পর ওডিআই ক্রিকেট খেলেন নি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফর্ম করে জাতীয় দলের দরজায় ফের কড়া নাড়ছেন তিনি। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পারে ভারতীয় দল।

Champions Trophy-তে সম্ভাব্য ভারতীয় দল-

শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

Also Read: SA vs IND: ধোনির সুপারিশেই টেস্ট দলে এই অযোগ্য খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন রোহিত, ফল ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *