World Cup 2023: অন্তিম লড়াইয়ের প্রহর গুণছে ক্রিকেটদুনিয়া। ২০২৩-এর বিশ্বকাপের (ICC World Cup 2023) বাকি কেবল ফাইনাল ম্যাচ। উত্তেজনায় ভরপুর ৪৭ ম্যাচের শেষে টিকে রয়েছে কেবল দুই শিবির। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইশ গজে বিশ্বজয়ের সংকল্প বুকে নিয়ে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। বারো বছরের অপেক্ষা শেষে খেতাব জিততে মরিয়া টিম ইন্ডিয়া। অপরপক্ষে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নিজেদের বাকি দেশগুলির ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চাইবেন প্যাট কামিন্স ও তাঁর সতীর্থরা।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা চরমে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। ভারতের মাটিতে বসেছে প্রতিযোগিতার আসর। আর পরপর দশ ম্যাচ জিতে ফাইনালে কিনা জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা,বিরাট কোহলিদের নিয়ে সঙ্গত কারণেই উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে। আহমেদাবাদের দর্শকাসনের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। সেই সুবিশাল স্টেডিয়াম’ও ছোটো মনে হতে পারে উৎসাহী দর্শকের ভীড়ে। টিকিট নিয়ে চলছে হাহাকার। ইতিমধ্যেই ভারত-পাক ম্যাচে এই আহমেদাবাদেই কালোবাজারে টিকিটের দাম উঠেছিলো ৫৭ লক্ষ টাকা। ফাইনাল নিয়েও জনমানসে আ আগ্রহ,তাতে তেমন খবর সামনে এলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না।
Read More: World Cup 2023: ‘ওস্তাদের মার শেষরাতে’ ভুল শুধরে নিচ্ছেন রোহিত শর্মা, ফাইনালে এই ‘তুরুপের তাস’কে সুযোগ দিচ্ছে ভারত !!
থাকছে জমজমাট সমাপ্তি অনুষ্ঠান-

সাধারণত বিশ্বকাপ বা অন্য কোনো বড় ক্রীড়া প্রতিযোগিতার শুরু এবং শেষটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই করা হয়ে থাকে। কেবল ক্রিকেট নয়, ফুটবল এমনকি এশিয়ান গেমস বা অলিম্পিকের মত প্রতিযোগিতাতেও সূচনা এবং সমাপ্তি অনুষ্ঠান দেখা যায়।তবে এবারের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) কোনোরকম উদ্বোধনী অনুষ্ঠান চোখে পড়ে নি। প্রথা মেনে আয়োজক দেশ ভারতও প্রথম ম্যাচ খেলে নি। নিতান্ত সাদামাটা ভাবেই নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিলো টুর্নামেন্ট।কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে এক বিশেষ কার্যক্রম রেখে ছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সেখানে গান গাইতে শোনা গিয়েছিলো অরিজিৎ সিং,শঙ্কর মহাদেবণদের৷ আদৌ কি কোনো সমাপ্তি অনুষ্ঠান থাকবে? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে মুখে।
সংবাদমাধ্যম মারফত আগেই জানা গিয়েছিলো যে ফাইনাল শুরুর আগে চমক দিতে পারেন আয়োজকরা। হঠাৎ-ই শোনা গিয়েছিলো আন্তর্জাতিক পপ তারকা দুয়া লিপা (Dua Lipa) গাইবেন ফাইনালে,শেষমেশ তা না হলেও দর্শকদের মনোরঞ্জনে অভাব সম্ভবত হবে না। বিশেষ ‘এয়ার শো’ হতে পারে প্রধান আকর্ষণ। আহমেদাবাদের আকাশে গত কয়েকদিন ধরেই মহড়া দিতে দেখা গিয়েছে বেশ কিছু যুদ্ধবিমানকে। আজ বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ এয়ার শো দেখা যাবে খেলা শুরুর আগে। প্রথম ইনিংসের জলপানের বিরতিতে আদিত্য গাধ্বী’র পারফর্ম্যান্স থাকবে। দুই ইনিংসের মাঝের বিরতিতে অনুষ্ঠান করবেন প্রীতম, জোনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, তুষার জোশির মত শিল্পীরা। দ্বিতীয় ইনিংসের জলপানের বিরতিতে দর্শকদের জন্য থাকছে বিশেষ ‘লেসার ও লাইট’ শো।
গ্যালারিতে থাকছে চাঁদের হাট-

বারো বছর পর বিশ্বকাপ (ICC World Cup) ফাইনালে ভারত। রয়েছে তৃতীয় ট্রফির হাতছানি। এছাড়াও প্রথম দল হিসেবে দেশের মাঠে দুইবার বিশ্বকাপ জেতার নজিরও গড়ে তুলতে পারেন রোহিত শর্মা,বিরাট কোহলিরা। এই ঐতিহাসিক ম্যাচ চাক্ষুস করার সুযোগ হাতছাড়া করতে রাজী নন সাধারণ সমর্থক থেকে সেলিব্রিটি ব্যক্তিত্বরাও। আহমেদাবাদের মাঠে রবিবার দুপুরে একপ্রকার চাঁদের হাট বসতে চলেছে। আয়োজকদের তরফে ‘গোল্ডেন টিকিট’ পেয়েছিলেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। বলিউড এবং দক্ষিণী সিনেমার দুই সুপারস্টারই থাকবেন মাঠে।
অমিতাভ এবং রজনীকান্ত ছাড়াও মাঠে থাকছেন কমল হাসান,নাগার্জুন, মোহনলাল৷ ভেঙ্কটেশের মত সিনেমা জগতের ‘হুজ হু’রা। থাকবেন ‘RRR’ খ্যাত রামচরণ’ও। একই সাথে ক্রিকেটদুনিয়ার নামী মুখেরাও উপস্থিত থাকতে পারেন গ্যালারিতে। এখনও অবধি ডেকান হেরাল্ড সূত্রে জানা গিয়েছে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের দিন আহমেদাবাদে থাকবেন শচীন তেন্ডুলকর,যুবরাজ সিং,বীরেন্দ্র শেহবাগ,হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চাহালের মত মহাতারকারা।আয়োজক আইসিসি’র তরফে সকল বিশ্বজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন ভারতের কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। মাঠে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।