bumrah-will-be-vice-captain-in-ct-2025

CT 2025: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরেছিলো টিম ইন্ডিয়া। এরপর অস্ট্রেলিয়া সফরেও জুটেছে ব্যর্থতা। এক দশক পর হাতছাড়া হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। জোড়া ধাক্কা সামলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ঘুরে দাঁড়াতে মরিয়া ‘মেন ইন ব্লু।’ আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি আয়োজিত টুর্নামেন্ট। প্রধান আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি পড়শি দেশে নয় বরং হবে দুবাইতে। ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করছেন রোহিত-কোহলিরা। এরপর ২৩ তারিখ রয়েছে মহারণ। চিরপ্রতিন্দ্বী পাকিস্তানের মুখোমুখি টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে আইসিসি ট্রফি খরা কাটিয়েছে ভারতীয় শিবির। ২০২৫-এ ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ তাদের সামনে।

Read More: “দেখব ক’জন রঞ্জি খেলে…” টিম ইন্ডিয়ার তারকাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গাওস্কর, কড়া হতে নির্দেশ গম্ভীরকে !!

হার্দিক বা শুভমান পাচ্ছেন না সহ-অধিনায়কত্ব-

Hardik Pandya and Shubman Gill | CT 2025 | Image: Twitter
Hardik Pandya and Shubman Gill | Image: Twitter

গত বছরের জুন মাসে যখন টিম ইন্ডিয়া (T20 World Cup) টি-২০ বিশ্বকাপ জিতেছিলো তখনই বিসিসিআই-এর তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছিলো যে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) রোহিত শর্মা’ই (Rohit Sharma) নেতৃত্ব দেবেন দলকে। ব্যাট হাতে গত কয়েকটি ম্যাচে রান পান নি তিনি। অফ ফর্মের কারণে সম্প্রতি সিডনি টেস্ট থেকে রোহিত সরে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মত মেগা আসরে তার পুনরাবৃত্তি সম্ভবত দেখা যাবে না। অধিনায়কত্ব ছাড়ার কোনো ইঙ্গিত দেন নি রোহিতও। নেতৃত্ব নিয়ে বিশেষ ধোঁয়াশা না থাকলেও সহ-অধিনায়ক কে হবেন তা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। একাধিক তারকার নাম ঘোরাফেরা করছে বিশেষজ্ঞদের মুখে। শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে নজর থাকবে সেইদিকে।

২০২৩-এর এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে ২০২৪-এ পদ হারান তিনি। শ্রীলঙ্কা সফরের জন্য যখন দল ঘোষণা করা হয়তখন বড়সড় চমক দিয়েছিলো বিসিসিআই। তরুণ তুর্কি শুভমান গিল’কে (Shubman Gill) সীমিত ওভারের দুই ফর্ম্যাটের জন্যই সহ-অধিনায়ক ঘোষণা করা হয়। নতুন কোচ গৌতম গম্ভীর আগামীর নেতা হিসেবে দেখছেন শুভমানকে। রোহিত বা সূর্যকুমারের সংস্পর্শে থেকে যাতে ‘ক্যাপ্টেন্সি’ শিখতে পারেন পাঞ্জাবের তরুণ তা নিশ্চিত করতেই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তাঁকে। সেই সময় খবর মিলেছিলো বোর্ড সূত্রে। মাসখানেকের মধ্যেই অবশ্য ১৮০ ঘুরে যাচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) হার্দিক বা শুভমানের মধ্যে কেউই পাচ্ছেন না সহ-অধিনায়কত্ব।

CT 2025-এ টিম ইন্ডিয়ার সূচি-

          ম্যাচ      তারিখ ভেন্যু সময় (IST)
ভারত বনাম বাংলাদেশ ২০/০২/২০২৫ দুবাই দুপুর ২:৩০
ভারত বনাম পাকিস্তান ২৩/০২/২০২৫ দুবাই দুপুর ২:৩০
ভারত বনাম নিউজিল্যান্ড ০১/০৩/২০২৫ দুবাই দুপুর ২:৩০

রোহিতের ‘ডেপুটি’ হচ্ছেন বুমরাহ-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। ২০২৩-এর বিশ্বকাপ (ICC World Cup) ফাইনালের পর একটিও একদিনের ম্যাচ খেলেন নি তারকা পেসার। প্রায় দেড় বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) দিয়েই তিনি ফিরতে চলেছেন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। দুর্ধর্ষ ছন্দে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টে ১৩.০৬ গড়ে তিনি নিয়েছেন ৩২ উইকেট। শেষ টেস্টে পিঠের পেশীতে টান ধরায় খানিক উৎকন্ঠা রয়েছে তাঁকে নিয়ে। তবে আশা করা হচ্ছে ফেব্রুয়ারির ২০ তারিখের আগে সেরে উঠবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু বুমরাহ নয়, মহম্মদ শামিকে (Mohammed Shami) পাওয়ার ব্যাপারেও আশাবাদী টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে বাম হাতি পেসার আর্শদীপ সিং-ও রয়েছেন নির্বাচকদের ভাবনায়।

Also Read: IND vs AUS: বিরাট-রোহিতদের জন্য অর্জিত সম্মান হারালেন সুনীল গাওস্কর, অস্ট্রেলিয়ার মাটিতে হলেন ‘অপমানিত’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *