world-cup-2023-ind-POSSIBLE XI vs-nz

বিশ্বকাপের আসরে তীরে এসে তরী ডুবেছে টিম ইন্ডিয়ার (Team India)। ফাইনালে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঘরের মাঠে খেতাব জয়ের কাছাকাছি এসেও খালি হাতে ফিরতে হওয়ায় বেশ বড়সড় ধাক্কা খেয়েছে ‘মেন ইন ব্লু’।  আহমেদাবাদের বিপর্যয়ের এক সপ্তাহ কাটার আগেই অবশ্য মাঠে ফিরতে দেখা গিয়েছে দলকে। চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। বিশাখাপত্তনমের মাঠে প্রথম ম্যাচ জিতেওছে ভারত৷ নজর কেড়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রিঙ্কু সিং-রা। কিন্তু এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেখা যাচ্ছে না মাঠে। বিশ্রামে বুমরাহ (Jasprit Bumrah), রাহুল, কোহলি’রা (Virat Kohli)। পূর্ণশক্তির ভারতীয় দল মাঠে ফিরবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে।

১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা সফর। তিনটি টি-২০, তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচে প্রোটিয়া শিবিরের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। বিশ্বকাপের পর রোহিত-বিরাটরা মাঠে ফিরে কেমন পারফর্ম করেন সেইদিকেই নজর রয়েছে সকলের। ১৯ নভেম্বরের পর সাদা বলের ক্রিকেটে সিনিয়র তারকাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে ক্রিকেটমহলের অন্দরে। যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচন কমিটি দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড ঘোষণা করলেই। এখনও অবধি বিসিসিআই সূত্রে যা খবর,তা অনুযায়ী বলা চলে যে সাদা বলের খেলায় নতুন অধিনায়ক পেতে চলেছে ভারত।

Read More: IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর, ২ বছর পর আবার MI শিবিরে ফিরছেন হার্দিক পান্ডিয়া, হতে চলেছেন নয়া ক্যাপ্টেন !!

রোহিত নন, নতুন অধিনায়কে আস্থা ভারতের-

KL Rahul and Shreyas Iyer | Team India| Image: Getty Images
KL Rahul and Shreyas Iyer | Image: Getty Images

বিশ্বকাপের (ICC World Cup 2023) পর ভারতের কোচ এবং অধিনায়ক পদে কাদের দেখা যাবে সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। চুক্তি ফুরিয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। বিসিসিআই তাঁর সাথে চুক্তি নবীকরণের প্রচেষ্টা চালালেও শোনা যাচ্ছে রাজী নন দ্রাবিড়। তিনি ফিরতে পারেন আইপিএলের দুনিয়ায়। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। জটিলতা দেখা গিয়েছে অধিনায়ক পদ নিয়েও। টেস্টে দায়িত্বে বহাল থাকতে আগ্রহী রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু সাদা বলের ফর্ম্যাটে সরে যেতে চাইছেন তিনি। অন্তত এমনটাই দাবী সংবাদমাধ্যম সূত্রে। অবসরের কানাঘুষো’ও শোনা গিয়েছে মাঝেমধ্যে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ওডিআই’তে খেলা চালিয়ে গেলেও অধিনায়ক থাকতে আর রাজী নন হিটম্যান।

সাদা বলের খেলায় টিম ইন্ডিয়ার (Team India) পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু গোড়ালির চোটে বাইরে থাকায় নেতা হওয়া হচ্ছে না তাঁর। একদিনের ক্রিকেট থেকে রোহিত সরলে দায়িত্ব পেতে পারেন কে এল রাহুল (KL Rahul) বা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিশ্বকাপে হার্দিক আহত হওয়ার পর সহ-অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিলো রাহুলকে। ভারতকে বেশ কিছু ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। অন্যদিকে বয়সে তরুণ শ্রেয়সকে ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই তৈরি করা হতে পারে বলেও শোনা যাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে কান পাতলেই। শেষমেশ রাহুল বা শ্রেয়স, কে হন অধিনায়ক, সেদিকে থাকবে নজর।

সম্ভাব্য ওডিআই দল-

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর।

*রাহুল বা শ্রেয়স হতে পারেন অধিনায়ক

টি-২০তে নেতৃত্ব দিতে পারেন জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | Team India | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টি-২০ ক্রিকেট থেকে ২০২২-এর টি-২০ বিশ্বকাপের পরেই অব্যাহতি নিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলি, কে এল রাহুলদের মত সিনিয়র তারকারাও খেলেন নি কুড়ি-বিশের ক্রিকেট। গত এক বছর হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলেছেন দল। মনে করা হয়েছিলো ওডিআই বিশ্বকাপ শেষ হলে দলে ফিরবেন রোহিত-বিরাট’রা। আরও একবার নেতৃত্বভার উঠবে রোহিতেরই কাঁধে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর যে বিসিসিআই-কে রোহিত জানিয়ে দিয়েছেন টি-২০ ক্রিকেটে তাঁকে আর ভাবা না হলেও, তাঁর সমস্যা নেই। হার্দিক আহত, রোহিত মাঠে নামতে রাজী নন। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকা সফরে নতুন অধিনায়ক বেছে নেওয়া ছাড়া উপায় নেই টিম ইন্ডিয়ার (Team India)।

অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি নির্বাচিত টি-২০ স্কোয়াডের নেতা হিসেবে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার সারিয়ে মাসখানেক আগে মাঠে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে করেছেন অধিনায়কত্ব’ও। এরপর এশিয়া কাপ (Asia Cup 2023) এবং একদিনের বিশ্বকাপে (ICC World Cup 2023) অনবদ্য পারফর্ম্যান্স করেছেন। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে ভারতের অন্যতম সম্পদ হতে চলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় সেই আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা ভেবেই দল সাজাবে ভারত। বুমরাহ’র (Jasprit Bumrah) নেতৃত্বে ডি কক, ক্লাসেনদের বিপক্ষে জয়ের সন্ধানেই মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’

সম্ভাব্য টি-২০ দল-

শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), মুকেশ কুমার, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব।

Also Read: World Cup 2023: বিশ্বকাপ ট্রফিতে পা দিয়ে এবার আইনি জটিলতায় মিচেল মার্শ, পুলিশে দায়ের হলো অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *