bumrah-on-getting-fifer-at-lords

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নজর কেড়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে যদিও উইকেটশূন্য ছিলেন তিনি। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হারে টিম ইন্ডিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এজবাস্টনে দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামেন নি ভারতের সেরা পেস অস্ত্র। তাঁর শূন্যস্থান পূরণ করেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। অনবদ্য বোলিং করেন দু’জনেই। লর্ডসের মাঠে ফিরেই বোলিং বিভাগের দায়িত্ব ফের একবার কাঁধে তুলে নিতে দেখা গেলো বুমরাহ’কে (Jasprit Bumrah)। টেস্টের প্রথম দিন পেয়েছিলেন এক উইকেট। দ্বিতীয় দিন আরও চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ভাঙেন ডান হাতি ফাস্ট বোলার। গতকাল টেস্ট কেরিয়ারের ১৫তম ফাইফারটি নিলেন তিনি। SENA দেশে তাঁর ফাইফারের সংখ্যা দাঁড়ালো ১৩তে।

Read More: “একেবারেই ফিট নন..”, লর্ডসে ক্যাচ মিস করায় কেএল রাহুলকে যোগরাজ সিংয়ের তীব্র আক্রমণ !!

 চর্চা নিয়ে চিন্তিত নন বুমরাহ-

Jasprit Bumrah Picked Another Fifer | IND vs ENG | Image: Getty Images
Jasprit Bumrah Picked Another Fifer | IND vs ENG | Image: Getty Images

এতদিন SENA দেশে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশী ফাইফার বা ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিলো জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও কপিল দেবের (Kapil Dev) যৌথ মালিকানায়। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে কিংবদন্তি ‘হরিয়ানা হারিকেন’কে পিছনে ফেললেন ৩১ বর্ষীয় তারকা। জায়গা করে নিলেন ‘ক্রিকেটের মক্কা’ লর্ডসের ‘অনার্স বোর্ডে।’ দিনকয়েক আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এজবাস্টন টেস্ট না খেলায় যে সব ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর সমালোচনা করছিলেন, তাঁরাই এই মুহূর্তে ব্যস্ত বুমরাহ (Jasprit Bumrah) বন্দনায়। সমালোচনা-প্রশংসা কিছুই গায়ে মাখতে নারাজ ভারতীয় পেসার। গতকাল খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি। ঘুরিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের কটাক্ষই করতে শোনা গেলো বুমরাহ’কে।

মহম্মদ নিসার, অমর সিং, লালা অমরনাথ, বিষেণ সিং বেদী’দের মত কিংবদন্তি বোলাররা ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নাম তুলেছেন লর্ডসের অনার্স বোর্ডে। রয়েছে ভুবনেশ্বর কুমার, ঈশান্ত শর্মা’দের নাম’ও। গতকাল ১৫তম ভারতীয় বোলার হিসেবে এই বিরল কৃতিত্ব স্থাপন করলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অনুভূতি কেমন? সাংবাদিক সম্মেলনে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। আবেগে ভাসতে যে তিনি রাজী নন তা স্পষ্ট করে পেস তারকা জানান, “অনার্স বোর্ডে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার। আমি জানি এটা নিয়ে আলোচনা তো হবেই। অনেকে দেখবেন, সাবস্ক্রাইবার বাড়বে-আজকাল সমাজটাই এমন। সবারই চাঞ্চল্যকর কোনো খবর চাই। ঠিক আছে, আমায় ভাঙিয়ে লোকজন রোজগার করছে। অন্তত শুভেচ্ছা তো জানাবে।”

কি বললেন বুমরাহ? দেখে নিন-

ছেলেকে গল্প শোনাতে চান বুমরাহ-

Jasprit Bumrah Shines At Lord's | IND vs ENG | Image: Getty Images
Jasprit Bumrah Shines At Lord’s | IND vs ENG | Image: Getty Images

লর্ডসে মাঠে ফিরেই তুলে নিলেন পাঁচ উইকেট। পারফর্ম্যান্সে তৃপ্ত জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। গতকাল খেলা শেষে জানিয়েছেন, “আমি সত্যিই ক্লান্ত ছিলাম। ২১ বছর বয়সী কারও মত আর লাফিয়ে বেড়ানো সম্ভব নয় আমার পক্ষে। দলের জন্য কার্যকরী ভূমিকা রাখতে পেরে আমি খুশি। আমার নাম যে অনার্স বোর্ডে উঠেছে তাতে ভালো লাগছে। আমার ছেলে বড় হলে ওকে গল্প শোনাতে পারব।” এই মুহূর্তে চর্চায় রয়েছে লর্ডসের ‘স্লোপ’ । তা নিয়ে মোটেই চিন্তিত ছিলেন না, জানিয়েছেন বুমরাহ। বলেন, “গতবারের সফরে আমি এই ঢালটা নিয়ে ভেবেছিলাম। তাতে বিশেষ সাফল্য পাই নি। এবার ওটাকে পুরোপুরি মাথা থেকে বের করে দিতে চেয়েছিলাম। তাতেই সাফল্য এসেছে। এই গরমে নতুন বল থেকে যথাসম্ভব ফায়দা তোলার চেষ্টাই করতে হয়। আগের সফরে পরিস্থিতি এমন ছিলো না। সেটাই বড়সড় পরিবর্তন।”

Also Read: IND vs ENG 3rd Test: লর্ডসেও ‘ফাইভ স্টার’ জসপ্রীত বুমরাহ, রাহুলের অর্ধশতকে লড়াই জারি টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *