bumrah-no-longer-vice-captain-of-india

Jasprit Bumrah: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচ। শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে খানিক অপ্রত্যাশিত ভাবেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের (WTC) অংশ। ফাইনালের রাস্তা সুগম করতে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জয় একান্ত জরুরী টিম ইন্ডিয়ার (Team India) জন্য। দিনকয়েক আগেই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ফলে হোয়াইটওয়াশ করেছেন টাইগার্সরা। তাই পরিসংখ্যানের বিচারে অনেক এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ ভারতীয় শিবির। প্রথম টেস্টের জন্য ষোল সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। প্রত্যাশামতই দলে ফিরেছেন কোহলি, ঋষভ পন্থরা। চমক বলতে কেবল জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) সহ-অধিনায়কত্ব হারানো।

Read More: “লজ্জা লাগা উচিত…” আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ভেস্তে যেতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে BCCI !!

বুমরাহকে ভবিষ্যতে দেওয়া হবে না নেতৃত্ব –

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

এর আগে একাধিক সিরিজে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে একটি টেস্টে নেতৃত্ব’ও দিয়েছেন বিদেশের মাঠে। তারকা পেসারকে গত দক্ষিণ আফ্রিকা সফর ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও দেখা গিয়েছিলো সহ-অধিনায়ক হিসেবে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, সেখানে তাঁর নামের পাশ থেকে উধাও সেই তকমা। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) থাকলেও কোনো সহ-অধিনায়কই রাখা হয় নি স্কোয়াডে। হঠাৎ’ই কেন পদ ছাড়তে হলো বুমরাহ’কে? দল ঘোষণার পর থেকেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা। কোচ গম্ভীর (Gautam Gambhir) নাকি নির্বাচক প্রধান আগরকার, কার সুপারিশে সরানো হলো তাঁকে? উঠছে প্রশ্ন।

বিসিসিআই-এর অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন কর্মকর্তারা। এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার বুমরাহ। অতীতে ফিটনেস সমস্যা ভুগিয়েছে তাঁকে। তাই সেরা অস্ত্র’কে রেখেঢেকে ব্যবহার করতে চাইছে দল। সব টেস্টে হয়ত খেলানো হবে না তাঁকে। সহ-অধিনায়ক পদে টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছেন যিনি মোটামুটি সবক’টি টেস্ট ম্যাচই খেলতে পারেন। বুমরাহ’কে যেহেতু মাঝেমধ্যে বিশ্রামে পাঠানো হবে তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে সহ-অধিনায়ক পদ থেকে। এই সিদ্ধান্তের পাশাপাশি পরিষ্কার বোঝা গিয়েছে যে রোহিত পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে দৌড়ে নেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সম্ভবত অস্ট্রেলিয়া সফরের আগে নতুন সহ-অধিনায়ক বেছে নেওয়া হবে।

কারা হতে পারেন পরবর্তী সহ-অধিনায়ক?

KL Rahul and Shubman Gill | Image: Getty Images
KL Rahul and Shubman Gill | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) গদি হারানোর পর কে হবেন নতুন সহ-অধিনায়ক? বিশেষজ্ঞদের মতে দৌড়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও শুভমান গিল (Shubman Gill)। এর আগে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে কে এল রাহুল’কে। এমনকি বেশ কিছু টেস্টে অধিনায়কত্ব’ও করেছেন তিনি। ২০২২-এ তাঁর নেতৃত্বে বাংলাদেশে সিরিজ জেতে ভারত। ২০২৩-এর বর্ডার-গাওস্কর ট্রফিতে খারাপ পারফর্ম্যান্সের পর সহ-অধিনায়ক পদ খোয়ান তিনি। ফেরানো হতে পারে তাঁকে। আগামীর অধিনায়ক হিসেবে বিসিসিআই-এর রেডারে রয়েছেন শুভমান গিল’ও। ইতিমধ্যেই ওডিআই ও টি-২০তে সহ-অধিনায়ক হয়েছেন তিনি। টেস্টেও তাঁর হাতে তুলে দেওয়া হতে পারে। সম্প্রতি দলীপ ট্রফিতেও (Duleep Trophy) ভারত-এ দলের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তাঁকে। কোন পথে এগোয় ঘটনাপ্রবাহ, নজর এখন সেদিকেই।

Also Read: AFG vs NZ: তৃতীয় দিনেই পরিত্যক্ত আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট, মুখ পুড়লো ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *