এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা নিয়ে বাড়ছে প্রত্যাশার পারদ। দশ বছর আইসিসি ট্রফির স্বাদ না পাওয়া টিম ইন্ডিয়া কি পারবে বিশ্বকাপের (ICC World Cup) খেতাব জিতে খরা কাটাতে? এবারের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাফল্যের আশায় প্রার্থনা করছেন দেশের ১৪০ কোটি জনতা। গত বছর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিলো। মাস দুয়েক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জুটেছিলো হার। সেই হতাশার চিত্রকে পিছনে সরিয়ে সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া ভারতীয় দলও। এখন থেকেই চলছে প্রস্তুতি।
বিশ্বকাপকে (ICC World Cup)_ মাথায় রেখে সেরা এগারো বেছে নেওয়ার প্রয়াস চালাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। একদিনের ক্রিকেটে তাই দল নিয়ে চলছে পরীক্ষানিরীক্ষাও। ঘুরিয়ে ফিরিয়ে সকলকে দেখে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাই অভিজ্ঞ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাইরে রেখে ক্রিকেটের বাইশ গজে এগিয়ে দিয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), সঞ্জু স্যামসনদের।
ক্যারিবিয়ান সফরের পর ওডিআই ফর্ম্যাটে সরাসরি এশিয়া কাপ (Asia Cup) খেলবে ভারত। বিশ্বকাপের (ICC World Cup) এক মাস আগে ফের টিম ম্যানেজমেন্ট সুযোগ পাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। কারা বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’র জার্সি পেতে চলেছেন, অভিজ্ঞতা নাকি তারুণ্য কিসের ওপর ভরসা রাখবে ভারত? ক্রিকেটমহলে ঘুরছে এমন সব প্রশ্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন মহম্মদ কাইফ। বিশ্বকাপের দলে জসপ্রীত বুমরাহকে অবশ্যই দরকার বলে মনে করছেন তিনি।
Read More: Asia Cup 2023: ভারতীয় ভক্তদের জন্য দুঃসংবাদ, এশিয়া কাপ থেকে পড়ছেন এই দুই ম্যাচ উইনার ক্রিকেটার !!
বুময়াহ’র হয়ে সওয়াল করলেন কাইফ-

সম্প্রতি একটি বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। অবধারিত ভাবে সেখানে উঠলো বিশ্বকাপ প্রসঙ্গ। একই সাথে ভারতের সম্ভাবনা কতটুকু, তাও জিজ্ঞাসা করা হয় তাঁকে। উত্তরে কাইফ গত বছরের টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে এনে জানান, “টি-২০ এবং পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে পার্থক্য রয়েছে। এই মুহূর্তে কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহদের মত তারকারা দলের বাইরে রয়েছেন। তাঁদের অভাব ভারত অনুভব করছে।”
বিশ্বকাপের (ICC World Cup) দল গঠন সম্পর্কে প্রাক্তন সতীর্থ দ্রাবিড়ের উদ্দেশ্যে পরামর্শও দিয়েছেন কাইফ (Mohammad Kaif)। তিনি জসপ্রীত বুমরাহকেই (Jasprit Bumrah) ট্রাম্প কার্ড মনে করছেন। বলেন, “জসপ্রীত বুমরাহ আমাদের খেতাবের দাবিদার বানাতে পারে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ওর পরিসংখ্যান ভালো। আইসিসি টুর্নামেন্টেও ও বরাবর ভালো খেলে। যদি ও (বুমরাহ) মাঠে ফিরতে না পারে, তাহলে আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আমাদের কাছে এখনও ওর কোনো বিকল্প নেই। যদি জসপ্রীত বুমরাহ না খেলতে পারে তাহলে হয়ত আমরা বিশ্বকাপ জিততে পারবো না।”
মাঠে ফিরতে চলেছেন বুমরাহ-

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) । গত বছর ইংল্যান্ডে একদিনের সিরিজ খেলার সময় আঘাত পান তিনি। ছিটকে যান ২০২২ এর এশিয়া কাপ থেকে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে পিঠের চোট আরও গুরুতর হয়ে ওঠে তাঁর। বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয় টি-২০ বিশ্বকাপ থেকে। এরপর আর ক্রিকেট মাঠে দেখা যায় নি তাঁকে। চোটের কারণে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেন নি। খেলেন নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি, একদিনের সিরিজও। আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা ছিলো তাঁর, কিন্তু সেই স্বপ্নও পূরণ হয় নি। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালেও ছিলেন না বুমরাহ (Jasprit Bumrah) ।
সম্প্রতি আশার খবর শোনা গিয়েছে তাঁকে নিয়ে। নিউজিল্যান্ডে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছিলো তাঁর। দিনকয়েক আগেই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই জানিয়েছিলো পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। চোট সারিয়ে অনুশীলন ম্যাচে তাঁর বোলিং-এর ভিডিও সামনে এসেছিলো। তা ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। এরপর বোর্ডের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে ‘বুম-বুম’ বুমরাহ’র মাঠে ফেরার দিনক্ষণ। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টি-২০ ক্রিকেট দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি। ডাবলিনে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে বুমরাহকে (Jasprit Bumrah) । এশিয়া কাপ এবং বিশ্বকাপের (ICC World Cup) আগে বুমরাহ’র প্রত্যাবর্তন নিঃসন্দেহে খুশির খবর টিম ইন্ডিয়ার কাছে।