IPL 2025: আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন জসপ্রীত বুমরাহ, দুশ্চিন্তা বাড়লো মুম্বই ইন্ডিয়ান্সের !! 1

IPL 2025: সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট ম্যাচ চলাকালীন পিঠে আঘাত পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় ইনিংসে হাত ঘোরাতে পারেন নি তিনি। দেশে ফিরে কোহলি, রোহিতরা রঞ্জি ট্রফি খেললেও বিশ্রামেই ছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে, আশাবাদী ছিলেন অনুরাগীরা। অধিনায়ক রোহিত ও মুখ্য নির্বাচক অজিত আগরকার আইসিসি টুর্নামেন্টের জন্য যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন, সেখানেও নাম ছিলো বুমরাহ’র। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় নি তাঁর। মেলে নি মাঠে নামার সবুজ সংকেত। বুমরাহকে ছাড়াই দুবাই উড়ে যায় ভারত। আইপিএলে (IPL) মাঠে দেখা যেতে পারে ডান হাতি ফাস্ট বোলারকে, খবর মিলেছিলো সংবাদমাধ্যম সূত্রে। কিন্তু যত দিন যাচ্ছে কমছে সেই সম্ভাবনাও। কবে পুরোপুরি সুস্থ হয়ে বোলিং রান-আপে ফিরতে পারবেন তিনি? এই মুহূর্তে স্পষ্ট তথ্য নেই কারও কাছেই।

Read More: IPL 2025 RCB vs GT: বাদ পড়ছেন দেবদত্ত পাডিক্কাল, গুজরাতের বিরুদ্ধে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বেঙ্গালুরু !!

নিশ্চিত নয় প্রত্যাবর্তনের দিনক্ষণ-

Shane Bond and Jasprit Bumrah | Image: Getty Images
Shane Bond and Jasprit Bumrah | Image: Getty Images

গত আইপিএলে (IPL) ২০টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এবার ১৮ কোটি টাকায় তাঁকে ‘রিটেন’ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তারকা পেসারকে ছাড়াই আইপিএল (IPL) অভিযান শুরু করতে হয়েছে তাদের। এখনও অবধি টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেছে ফ্র্যাঞ্চাইজি। একটিতেও মাঠে দেখা যায় নি দলের সেরা পেস অস্ত্রকে। ঠিক কবে তাঁকে পাওয়া যেতে পারে সে সম্পর্কেও পুরোপুরি অন্ধকারে মুম্বই থিঙ্কট্যাঙ্ক। আহমেদাবাদে দিনকয়েক আগে সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিলো বুমরাহ’র প্রত্যাবর্তনের ব্যাপারে। তিনি বল ঠেলেছেন বিসিসিআই-এর কোর্টেই। জানান, “ও (বুমরাহ) একনিষ্ঠ ভাবে যাবতীয় নিয়ম মেনে চলছে প্রত্যেক দিন। এখনও পর্যন্ত সব ঠিকঠাক চলছে। কিন্তু এনসিএ এখনও আমাদের (প্রত্যাবর্তনের) দিনক্ষণ কিছু জানায় নি। সুতরাং অপেক্ষা করা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই।”

সংবাদমাধ্যম সূত্রে খবর যে এনসিএ-তে হাল্কা বোলিং অনুশীলন শুরু করেছেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এখনই তাঁকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়ার কোনো ভাবনাই যে কর্মকর্তাদের। আগামী জুন মাসে ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ, ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ’ও। সেদিকে তাকিয়ে বুমরাহকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে রাজী নয় বিসিসিআই। ২০২২-এ তড়িঘড়ি তাঁকে মাঠে ফেরাতে গিয়ে হিতে বিপরীত হয়েছিলো। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য এক বছরের বেশী সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন পেস তারকা। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করাই এখন বোর্ডের লক্ষ্য। অন্তত আরও দুই সপ্তাহ পর্যবেক্ষনে থাকতে হবে তাঁকে। তারপর মিলতে পারে প্রত্যাবর্তনের সুযোগ।

মুম্বইয়ের নতুন তারা অশ্বিনী কুমার-

Ashwani Kumar | IPL | Image: Getty Images
Ashwani Kumar | IPL | Image: Getty Images

বুমরাহ কবে ফের মুম্বই ইন্ডিয়ান্স জার্সি গায়ে চাপাতে পারবেন তা স্পষ্ট নয়। বাধ্য হয়েই বিকল্পের খোঁজে ফ্র্যাঞ্চাইজি। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের আশা দেখাচ্ছেন পাঞ্জাবের অশ্বিনী কুমার। ২৩ বর্ষীয় বাম হাতি পেসার গত সোমবার ওয়াংখেড়েতে কার্যত একাই গুঁড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং লাইন-আপ’কে। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। সাজঘরে ফিরিয়েছেন অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেলের মত হেভিওয়েট ব্যাটারদের। হার্দিক পান্ডিয়া, রিস টপলি, দীপক চাহার, ট্রেন্ট বোল্টরা থাকলেও আপাতত মুম্বইয়ের পেস বিভাগের মুখ তিনিই। এছাড়াও অষ্টাদশতম আইপিএলের শুরুতে কেরলের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরকেও আত্মপ্রকাশের মঞ্চ গড়ে দিয়েছে মুম্বই। চেন্নাইয়ের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন তিনি।

Also Read: IPL 2025: PBKS’র বিপক্ষে বিতর্কিত সেলিব্রেশনের জের, বিপুল টাকার জরিমানা LSG’র দিগ্বেশ রাঠির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *