এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার যে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তা নিয়ে দ্বিমত নেই কোনো। তাঁর পারফর্ম্যান্সও নজরকাড়া। কিন্তু তা সত্ত্বেও তাঁকে নিয়ে স্বস্তিতে নেই বিসিসিআই। নেপথ্যে বুমরাহ’র চোটপ্রবণতা। ২০২২ সালে ইংল্যান্ড সফর চলাকালীন পিঠে চোট লেগেছিলো তাঁর। তড়িঘড়ি মাঠে ফেরার চেষ্টায় হিতে বিপরীত হয়। স্ট্রেস ফ্র্যাকচারের জন্য এক বছরেরও বেশী সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। একটানা খেলার ধকল যে তাঁর শরীর সহ্য করতে পারছে না তার প্রমাণ মিলেছিলো চলতি বছরের গোড়াতেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে পঞ্চম টেস্ট চলাকালীন ফের পিঠেই চোট লাগে তাঁর। তিন মাস মাঠে নামতে পারেন নি দেশের সেরা পেস অস্ত্র। বাধ্য হয়েই তাই বুমরাহ’কে (Jasprit Bumrah) নিয়ে সতর্কতা অবলম্বন করতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড’কে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হচ্ছে মাঠে।
Read More: ভারত বয়কট করায় WCL’এ অপমানিত পাকিস্তান দল, PCB নিলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত !!
বুমরাহ নিয়ে নীতি বদল বোর্ডের-

ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে মাত্র খেলতে পেরেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি কোন ম্যাচগুলি খেলবেন, কোনগুলিতেই বা বিশ্রাম নেবেন তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিলো তাতে স্ট্র্যাটেজি তৈরিতে সমস্যা হচ্ছে, মতামত টিম ম্যানেজমেন্টের। বুমরাহ’র ফিটনেস সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাইছে তারা। সেই কারণেই হয়ত নয়া নীতি নিতে পারে বিসিসিআই। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে আগামীতে যে কোনো সিরিজের দল নির্বাচনী বৈঠকের আগে তারকা পেসারের পূর্ণাঙ্গ ফিটনেস রিপোর্ট চেয়ে পাঠানো হতে পারে। তিনি সম্পূর্ণ সিরিজ বা টুর্নামেন্টের জন্য ফিট থাকলে একমাত্র তখনই তাঁকে স্কোয়াডে সামিল করার কথা ভেবে দেখবেন নির্বাচকেরা। নচেৎ মাঠের বাইরেই রাখা হবে বুমরাহ’কে (Jasprit Bumrah)।
বুমরাহবিহীন (Jasprit Bumrah) ভারতীয় পেস ব্যাটারি তৈরির দিকে ইতিমধ্যেই নজর দিয়েছেন টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীর। মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণাদের নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে লাল বলের ক্রিকেটে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন বা ওভালে সাফল্যও পেয়েছেন তাঁরা। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদেরকেই প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু সম্ভবত থাকবে না। সীমিত ওভারের দুই ফর্ম্যাটেও নিয়মিত নন বুমরাহ (Jasprit Bumrah)। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে একটিও একদিনের ম্যাচে মাঠে নামেন নি জসপ্রীত বুমরাহ। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর ভারতের জার্সিতে একটিও কুড়ি-বিশের ম্যাচও খেলেন নি তিনি। কবে ফের সাদা বল হাতে তুলে নেবেন তা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর।
মাঠে ফিরছেন মহম্মদ শামি-

ওয়ান ডে বিশ্বকাপের পর চোটে ভুগছেন মহম্মদ শামিও। প্রায় এক বছর রিহ্যাব চলেছিলো তাঁর। শেষমেশ গত বছরের নভেম্বরে মাঠে ফেরেন। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন কিছু ম্যাচ। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য ভাবা হয় নি তাঁর কথা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ও ওয়ান ডে খেলেন। অংশ নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তারপর ফের চোটের কবলে পড়েন তিনি। সুযোগ পান নি ইংল্যান্ড সফরে। তবে এখনও যে বছর ৩৩-এর পেসার রয়েছেন বিসিসিআই-এর ভাবনায় তার প্রমাণ মিলেছে দলীপ ট্রফির পূর্বাঞ্চল স্কোয়াডে তাঁর সুযোগ পাওয়া থেকে। গতকাল স্কোয়াড ঘোষণা করেছে পূর্বাঞ্চল। ঈশান কিষণের নেতৃত্বাধীন স্কোয়াডে পেসার হিসেবে শামির সঙ্গে রয়েছেন আকাশ দীপ, মুকেশ কুমার ও সুরজ সিন্ধু জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে ফের জাতীয় দলের দরজা খুলতে পারে শামির জন্য।