fissures-behind-pak-exit-from-t20-wc

চলছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এই বছরের টুর্নামেন্টের আসর বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।  গ্রুপ পর্বের খেলা শেষের পথে। ক্রিকেটজনতা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সুপার এইট পর্বের। ২০ দলকে নিয়ে অনেক বড় আকারে এবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজনের কথা ভেবেছে আইসিসি। তথাকথিত হেভিওয়েট দলগুলির সাথে অংশ নিতে দেখা গিয়েছে নেপাল (NEP), কানাডা, উগান্ডা, পাপুয়া নিউ গিনির (PNG) মত দেশকেও। পাকিস্তানকে (PAK) হারিয়ে সাড়া ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), দক্ষিণ আফ্রিকার সাথে সেয়ানে সেয়ানে লড়াই করেছে নেপাল। ‘অঘটন’-এ ভরপুর এই কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে সকলকে চমকে দিয়ে প্রাথমিক পর্বেই ছিটকে গিয়েছে পাকিস্তান ও নিউজল্যান্ডের (NZ) মত দল।

অন্যতম ফেভারিট হিসেবে প্রতিযোগিতা শুরু করেছিলো নিউজিল্যান্ড। সি-গ্রুপের শীর্ষ বাছাই হিসেবে পেয়েছিলো C1 সিডিং-ও। কিন্তু শুরুতেই মুখ থুবড়ে পড়ে তারা। আফগানিস্তানের (AFG) বিরুদ্ধে হেরে বসে ৮৪ রানের বিশাল ব্যবধানে। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গিয়েছিলো ৭৫ রানে। দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের (WI) বিরুদ্ধে ১৩ রানের ব্যবধানে হার টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তাদের। উগান্ডার (UGA) বিরুদ্ধে ৯ উইকেটের ব্যবধানে বড় জয়’ও আর পরবর্তী পর্বের টিকিট উপহার দিতে পারে নি কিউইদের। গত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালিস্টরা এভাবে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ায় বিমর্ষ অনুরাগীরা। তাঁদের যন্ত্রণা আরও বাড়িয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)।

Read More: টিম ইন্ডিয়ার অন্দরে অশান্তির কালো মেঘ, বাদ পড়েই রোহিতকে ‘অপমান’ শুভমান গিলের !!

টি-২০’কে বিদায় জানাচ্ছেন বোল্ট-

Trent Boult | T20 World Cup | Image: Getty Images
Trent Boult | Image: Getty Images

বাম হাতি পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult) বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। নিখুঁত নিয়ন্ত্রণ ও স্যুইং-এর জাদুতে বহু ম্যাচের মোড় একাই ঘুরিয়েছেন তিনি। দেশের জার্সিতে ২০১৯ ওডিআই বিশ্বকাপ ও ২০২১-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল খেলেছেন। জিতেছেন ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৩৪ বর্ষীয় তারকা জানিয়ে দিয়েছিলেন যে এবারের কুড়ি-বিশের বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়াবেন তিনি। তিন বছর আগে ট্রফিজয়ের খুব কাছে এসেও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার (AUS) বিরুদ্ধে হেরে রানার্স-আপের তকমা জুড়েছিলো তাঁর ভাগ্যে। চেয়েছিলেন ট্রফি জিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানাতে, কিন্তু দুর্ভাগ্য তাড়া করলো নিউজিল্যান্ডকে। দলের ব্যর্থতার বোঝা ঘাড়ে নিয়েই সরতে হচ্ছে বোল্টকেও।

গ্রুপ-সি’তে তিন ম্যাচ খেলেছে কিউইরা। ১৭ জুন তাদের শেষ ম্যাচ রয়েছে পাপুয়া নিউ গিনি’র (PNG) বিরুদ্ধে। ‘ব্ল্যাক ক্যাপস’দের হয়ে টি-২০’র আসরে সেটাই হতে চলেছে বোল্টের শেষ ম্যাচ। কুড়ি-বিশের কেরিয়ারে ৬০টি ম্যাচ খেলেছেন বোল্ট (Trent Boult)। তাঁর উইকেট সংখ্যা ৮১। বোলিং গড় ২১.৭৫। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিং করেও ইকোনমি কেবল ৭.৭৫। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টেও উজ্জ্বল তিনি। নিউজিল্যান্ড টানা দুই হারের ধাক্কায় বিপর্যস্ত হয়ে ছিটকে গেলেও জাত চিনিয়েছেন বোল্ট। প্রথম ম্যাচে আফগানিস্তানের (AFG) বিরুদ্ধে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। উগান্ডার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ৭ রান খরচ করে ২ সাফল্য তাঁর ঝুলিতে। সোমবার বিদায়বেলাতেও জ্বলে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।

Also Read: T20 World Cup: ইতিহাস থেকে মাত্র ১ রান দূরে থামলো নেপাল, রুদ্ধশ্বাস লড়াইতে জয়ী দক্ষিণ আফ্রিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *