IPL নিলামে চলবে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি, এই খেলোয়াড়ের জন্য গম্ভীরের সাথে হবে টক্কর !! 1

আর মাত্র একটাই দিন, এরপর শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় আইপিএল লীগ আইপিএলের (IPL 2024) নিলাম। নিলামে দেখা যাবে কোটি কোটি টাকার বৃষ্টি। তবে আসন্ন নিলামে দেখা যাবে দিল্লি বনাম কলকাতার লড়াই। তবে, লড়াইটা হতে চলেছে একটু ব্যাক্তিগত। প্রথমত, দিল্লির ছেলে গম্ভীর (Gautam Gambhir) হয়েছেন কলকাতার মেন্টর ও কলকাতার ছেলে সৌরভ (Sourav Ganguly) হলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। দুজনের মধ্যে হতে চলেছে টক্করের লড়াই। নিলামের আগে ৩২.৭ কোটি টাকা রয়েছে কলকাতার কাছে আর ২৮.৯৫ কোটি টাকা রয়েছে দিল্লির কাছে। এই মূল্য দিয়েই কিনতে হবে পর্যাপ্ত প্লেয়ার। তবে, আসন্ন আইপিএলে এমন এক প্লেয়ারের জন্য টক্কর হবে যার জন্য মোরিয়া হয়ে নিলামের মঞ্চে লড়াই করবেন সৌরভ ও গম্ভীর।

আরও পড়ুন- IPL 2024: হার্দিকের সাথে বদলা পূরণ করছেন রোহিত, গুজরাট দলে নিচ্ছেন এন্ট্রি !!

সৌরভ ও গম্ভীরের মধ্যে চলবে টক্কর

Sourav vs gambhir, ipl 2024
Sourav Ganguly and Gautam Gambhir | Image: Twitter

এবার নিলামের মঞ্চে নাম লেখাতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিতের ক্যাপ্টেন্সিতে হাতেখড়ি হয়েছিল মুম্বই দলেই। আর মুম্বইকে ৮ বছরের মধ্যে ৫ ট্রফি জেতানো রোহিতকে এবার আইপিএলে ক্যাপ্টেনের ভূমিকায় যাবে না দেখা। রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ম্যানেজমেন্ট। দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। ২ বছর গুজরাট দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার পালা এসেছে পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে আসার। পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরে এসেই দলের ক্যাপ্টেন হয়ে গেলেন হার্দিক। তবে, রোহিতের হাতে গড়া দলটি এভাবে অন্য একজন লিড করবেন তা ভাবাটাই দুঃস্বপ্নের। তবে, সূত্রের খবর অনুযায়ী এবার নিলামে নাম লেখাতে চলেছেন রোহিত। নিলামে নাম লেখানোর পরেই তিনি যোগ দেবেন অন্য ফ্রাঞ্চাইজিতে।

রোহিতকে নিতে চাইবেন দুই কিংবদন্তি

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) তার দায়িত্ব পদ খোয়ালেও তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা এবং তার ব্যাটিং পারদর্শীকতা কেউ অস্বীকার করতে পারবে না। এই বিশ্বকাপে রোহিত দেখিয়ে দিয়েছে কেন তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ার। তবে, নিলামে রোহিতকে দেখা গেলে দিল্লি আর কলকাতা দল তাকে কিনতে চাইবে। প্রসঙ্গত, গম্ভীর যখন কলকাতা দলের ক্যাপ্টেন ছিলেন তখন তিনি রোহিতের খুবই প্রশংসা করতেন এবং রোহিতকে দলে চাইতেন। একবার তিনি মন্তব্য করে বলেও ছিলেন, “গেইল, এবি বা বিশ্বের অন্য কোনো প্লেয়ার নয় কেবলমাত্র রোহিত শর্মা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।” অন্যদিকে সৌরভ গাঙ্গুলি রোহিত শর্মার ক্যাপ্টেন্সির ভক্ত। ভারতীয় দলের প্রেসিডেন্ট থাকাকালীন রোহিতকে ক্যাপ্টেন করেন সৌরভ, কিছুদিন আগে হার্দিককে কেনার পরেই মুম্বই ম্যানেজমেন্টের কাছে রোহিতকে দলে নেওয়ার আর্জি জানায় দিল্লি। তবে মুম্বই তা নাকচ করে দেয়। তবে আসন্ন নিলামে রোহিত নাম লেখালে গম্ভীর ও সৌরভের মধ্যে চলবে লড়াই।

আরও পড়ুন – IPL 2024: এই ৩ ম্যাচ উইনার খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করলো পাঞ্জাব, ট্রফি জয়ের আশার ঘটেছে সলীল সমাধি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *