Ranji Trophy: একই রাজ্য থেকে দুটি ভিন্ন দল, ক্রিকেট ইতিহাসে ঘটলো প্রথম এমন ঘটনা !! 1

শুরু হয়ে গিয়েছে রঞ্জি ট্রফি (Ranji Trophy), তবে এই ট্রফির শুরুতেই দেখা গেল অঘটন। একই দলের দুই টিম হাজির হলো খেলতে, এমন দুর্লভ ঘটনা আগে কখনও ঘটেনি, তবে এবার প্রথম বারের জন্য ঘটতে দেখা গেল। অজিঙ্কা রাহানের মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে একই রাজ্য থেকে দুটি ভিন্ন দল আসার কারণে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। মাঠের মধ্যে শুরু হয় হট্টগোল, আর এই হট্টগোলে এক অফিসারের মাথা পর্যন্ত ফেটে গিয়েছে। মইনুল হক স্টেডিয়ামে বিহারের বিরুদ্ধে অভিযান শুরু করার কথা ছিল মুম্বাইয়ের। তবে একটি দলের জায়গায় দুটি দল মুম্বাইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে স্টেডিয়ামে পৌঁছেছে।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাসপেন্ড সেক্রেটারি কর্তৃক নির্বাচিত দুটি দলই নিজেদের বিহারের দল বলে দাবি করেছেন। এ কারণে বেশ তর্কাতর্কি চলতে থাকে। দীর্ঘক্ষণ ধরে বিতর্ক চলতে থাকে এবং অনেক হৈ চৈ করার পর সভাপতির নির্বাচিত দল মাঠে নামে।

ক্রিকেট ফিরেছে বিহারে, লম্বা সময় পর রাজধানী পাটনায় অনিষ্ঠিত হচ্ছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। তবে আজকের ম্যাচে বিহারে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে বর্ণনা করে সম্প্রতি বিসিএ-এর মুখপাত্র সঞ্জীব কুমার মিশ্র রাকেশ তিওয়ারির পক্ষ নিয়ে জানান যে তাঁর নির্বাচিত দলই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে। তিনি জানান বিহার ক্রিকেটের সঙ্গে অমিত কুমারের কোনও সম্পর্ক নেই। এমনকি অমিত কুমারকে বিহার ক্রিকেট এসোসিয়েশন সাসপেন্ড করেছে, ফলে তার কোনো দাবি মানবে না বিহার বোর্ড। প্রসঙ্গত, অমিত কুমার ছিলেন সচিব। আর দল তৈরিতে সচিবের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। যে কারণেই বিহারের দুই দল মাঠে নামে।

Read More: Ranji Trophy: রঞ্জি খেলার যোগ্য নন তবুও মুম্বাই ইন্ডিয়ান্স কোটায় এই খেলোয়াড় পেয়েছেন টিম ইন্ডিয়ায় খেলার সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *