IND vs AUS: রঞ্জি খেলার যোগ্য নন তবুও মুম্বাই ইন্ডিয়ান্স কোটায় এই খেলোয়াড় পেয়েছেন টিম ইন্ডিয়ায় খেলার সুযোগ !! 1

IND vs AUS: সদ্য সমাপ্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল। ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়া দল গতকাল আবার মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের (SuryakumarYadav) উপর। প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে বেশ দারুন ফর্মে ছিলেন স্কাই। গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্যাচে টস জেতেন অধিনায়ক সূর্য এবং অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান।

Read More: IND vs AUS: বিশাখাপত্তনমে ব্যাটিং বিক্রম সূর্যকুমারের, ‘ফিনিশার’ রিঙ্কুর সৌজন্যে অস্ট্রেলিয়াকে হারালো ভারত !!

প্রথম ম্যাচ জিতলো ভারত

Ind vs aus,
IND vs AUS | Image: Getty Images

গতকাল ম্যাচের কথা বলতে গেলে, স্টিভ স্মিথ এবং জশ ইংলিসের ব্যাটিং-এ দিশাহারা লেগেছে টিম ইন্ডিয়ার তরুণ বোলারদের। ৫০ বলে ১১০ রান করেন ইংলিশ (Josh Inglish)। পাশাপশি স্টিভ স্মিথ (Steve Smith) ৪১ বলে ৫২ রান বানান যেখানে ২০ ওভারে অজিদের ইনিংস শেষ হয়েছিলো ২০৮ রানে। এই রান তাড়া করতে এসে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ঋতুরাজ এবং দ্রুত রান বানাতে গিয়ে উইকেট হারান যশস্বী জায়স্বল (Yashasvi Jaiswal)। তবে ৩৯ বলে ৫৮ রানের ইনিংস দেখা যায় ঈশান কিষানের (Ishan Kishan) ব্যাট থেকে অন্যদিকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বানান ৮০ রান এবং শেষে রিঙ্কুর ব্যাট থেকে উইনিং শট ভারতকে সিরিজে ১-০ ব্যাবধানে জিতিয়ে দিলো। তবে গতকাল ম্যাচে সবাই ভালো খেললেও চাপের সম্মুখীন হন তিলক ভার্মা (Tilak Varma)।

মুম্বই ইন্ডিয়ান্স কোটায় খেলে থাকেন তিলক

Tilak Varma, ind vs aus
Tilak Varma | Image: Getty Images

গতকাল ম্যাচে (IND vs AUS) ১০ বলে ১২ রান বানান তিলক। তার এই ফ্লপ পারফরমেন্সের পর উঠেছে নানা প্রশ্ন। ভারতীয় দলে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই রয়েছেন, এশিয়া কাপের দলেও সুযোগ পেয়েছিলেন তিলক। ঘরোয়া ক্রিকেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি গত দুই বছর দারুন প্রদর্শন দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিলক ভার্মা তার অভিষেক টি-টোয়েন্টি সিরিজে দারুন পারফরম্যান্স দেখালেও কিন্তু আয়ারল্যান্ড’এর বিরুদ্ধে তিনি ফ্লপ ছিলেন এমনকি গতকাল ম্যাচেও তার প্রদর্শণ বেশ প্রশ্ন চিহ্ন তৈরি করেছেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য হওয়ায় তাকে তুলনামূলক বেশি সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, ঠিক একইভাবে ওডিআই ফরম্যাটে সূর্যকুমার জাদবকে একাধিক সুযোগ দিতে দেখা যায়। আপাতত ১১ ইনিংসে ৩১.১২ গড়ে ২৪৯ রান বানিয়েছেন।

Read More: IND vs AUS: “আজকের প্রাপ্তি রিঙ্কু’র ব্যাটিং…” অস্ট্রেলিয়ায়কে হারিয়ে জয় ভারতের, নেটমাধ্যম মজে কেকেআর তারকায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *