চোটপ্রবণ জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) নিয়ে চিন্তায় বিসিসিআই। ২০২২-এ ইংল্যান্ড সফর চলাকালীন পিঠে চোট লেগেছিলো তাঁর। তড়িঘড়ি মাঠে ফিরতে গিয়ে হিতে বিপরীত হয়। স্ট্রেস ফ্র্যাকচারের জন্য এক বছরেরও বেশী সময় তাঁকে থাকতে হয় মাঠের বাইরে। এরপরেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছিলো বোর্ড। বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। ফের একবার বিপত্তি দেখা যায় ২০২৪-২৫ মরসুমের অস্ট্রেলিয়া সফরে। সিডনিতে শেষ টেস্টটি চলাকালীন পিঠে চোট বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেন নি। তিন মাসের জন্য ছিটকেও যান মাঠ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে পায় নি ভারত। বুমরাহ আইপিএলেরও প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি পিঠের চোটের কারণে। ইংল্যান্ডে আর কোনো ঝুঁকি নেয় নি ক্রিকেট নিয়ামক সংস্থা। পাঁচটি নয় বরং তিনটি টেস্টে খেলানো হয়েছে তাঁকে।
Read More: চলতি টেস্টে গম্ভীরের দাদাগিরি, দল থেকে ছেঁটে ফেললেন জসপ্রীত বুমরাহকে !!
বদলাচ্ছে বুমরাহ’র ওয়ার্কলোড নীতি-

ইংল্যান্ড সফরে পরিকল্পনামাফিক তিনটি টেস্টই খেলানো হয়েছে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। লিডসে খেলেছিলেন তিনি। এরপর এজবাস্টনে বিশ্রাম নেন। লর্ডস ও ম্যাঞ্চেস্টারে পরপর দু’টি ম্যাচে মাঠে নামতে দেখা গিয়েছিলো তারকা পেসার’কে। দলের প্রয়োজনে ওভালে শেষ ম্যাচটি কি খেলবেন তিনি? খেলা শুরুর দিন অবধি তা নিয়ে ধোঁয়াশা ছিলো। কিন্তু শেষমেশ বুমরাহকে (Jasprit Bumrah) না খেলানোর সিদ্ধান্তই নিয়েছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। তারকা পেসারকে আজ স্কোয়াড থেকে ‘রিলিজ’ও করে দেওয়া হয়েছে। তবে তাঁর এই বেছে বেছে ম্যাচ খেলার নীতি নিয়ে বোর্ড আদৌ বিশেষ খুশি নয় বলেই খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। দীর্ঘ সিরিজে কোন ম্যাচগুলি তিনি খেলবেন, কোনগুলিই বা খেলবেন না সে সম্পর্কে স্পষ্টতা না থাকলে স্ট্র্যাটেজি সাজাতে অসুবিধা হচ্ছে, অভিযোগ এসেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড নিয়ে তাই নীতি বদলের কথা ভাবছে বিসিসিআই। সূত্রের খবর যে আগামীতে প্রত্যেকটি নির্বাচনী বৈঠকের আগে বুমরাহ’র সম্পূর্ণ মেডিক্যাল রিপোর্ট তলব করতে পারেন নির্বাচকেরা। তিনি গোটা সিরিজ খেলার মত ফিট হলে একমাত্র তবেই ভেবে দেখা হবে তারকা পেসারকে দলে সামিল করার কথা। “প্রত্যেক খেলোয়াড়ের ওয়ার্কলোডের মাপকাঠি স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচেরা ঠিক করতে পারেন। কিন্তু বুমরাহ’র উপলব্ধতা ওর ফিটনেসের উপর নির্ভর করবে। যেটা কিনা খতিয়ে দেখবে মেডিক্যাল টিম,” জানিয়েছেন এক বিসিসিআই কর্তা। পরবর্তী দুই বছরে কোনো পাঁচ টেস্টের সিরিজ নেই ভারতীয় দলের। চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের দু’টি সিরিজ খেলবে তারা। বুমরাহ’কে (Jasprit Bumrah) স্কোয়াডে রাখার আগে তাঁর ফিটনেসের দিকে নজর রাখবে বোর্ড।
বুমরাহকে দুষতে চান না দুশখাতে-

সবক’টি টেস্ট খেলছেন না বুমরাহ (Jasprit Bumrah)। তবে তাঁর জন্য পেস তারকাকে দুষতে রাজী নন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। ওভাল টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি। প্রাক্তন ডাচ অলরাউন্ডার বলেন, “বুমরাহ’র সমস্যাটা বেশ জটিল। অবশ্যই আমরা চাই সবক’টা ম্যাচে ওকে খেলাতে। কিন্তু ওর শরীরকে সম্মান করতেই হবে। সেই কারণেই আমরা মনে করেছি যে ওকে (ওভালের) স্কোয়াডে রেখে লাভ নেই। বুমরাহ বেছে বেছে খেলছে, সেটা বলা সঠিক হবে না। ও বলেইছিলো যে তিনটে ম্যাচ খেলবে। কিন্তু কোনগুলো খেলবে সেই সিদ্ধান্তটা আমাদের উপরেই ছেড়েছিলো। আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। এটা আদর্শ নয়। কিন্তু যাঁরা ১৮ সদস্যের স্কোয়াডে থেকেও বিশেষ খেলার সুযোগ পাচ্ছেন না তাদের দিকেও খানিক নজর দেওয়া আমার মতে গুরুত্বপূর্ণ।”