bhuvneshwar-kumar-to-play-for-nepal

সাম্প্রতিক কালে ভারতের অন্যতম সেরা ‘স্যুইং বোলার’দের তালিকায় উপরের দিকেই থাকবে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) নাম। রঞ্জি ট্রফির ম্যাচে ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায় জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর টিম ইন্ডিয়াতে (Team India) ডাক পেতে বেশী সময় লাগে নি তাঁর। অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে একটা সময় ভারতীয় দলে নিয়মিতও হয়ে উঠেছিলেন তিনি। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ‘মেন ইন ব্লু’র বোলিং লাইন-আপ’কে। বর্ণময় কেরিয়ার হওয়া সত্ত্বেও আপাতত খানিক ব্যাকফুটেই রয়েছেন তিনি। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর দেশ ছাড়ার কথা ভাবতে পারেন ভুবি (Bhuneshwar Kumar) ।

Read More: IND vs SL, 2nd T20i Toss Report in Bengali: টস জিতলো টিম ইন্ডিয়া, সিরিজে সমতা বজায় রাখতে শ্রীলঙ্কা দলে হলো বড় পরিবর্তন !!

জাতীয় দলে ব্রাত্য ভুবনেশ্বর-

Bhuvneshwar Kumar | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

২০২২-এর পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায় নি ভুবনেশ্বর কুমারকে (Bhuneshwar Kumar) । টি-২০ বিশ্বকাপে ১০ উইকেট নেওয়ার পরেও সেমিফাইনালে হারের দায় চাপানো হয় তাঁর কাঁধেই। কুড়ি-বিশের বিশ্বকাপের ঠিক পরে নিউজিল্যান্ড সফরে জায়গা পেয়েছিলেন ঠিকই, কিন্ত তারপর ছেঁটে ফেলা হয় তাঁকে। প্রায় দুই বছর কেটে গেলেও আর খোলে নি টিম ইন্ডিয়ার দরজা। উত্তরপ্রদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে এরপর দারুণ পারফর্ম করেছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি (SMAT) ট্রফিতে কর্ণাটকের মত তারকাখচিত দলের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট। এমনকি ২০২৪-এর আইপিএলেও (IPL) কঠিন পরিস্থিতিতে একাধিক ম্যাচে ভালো পারফর্ম করেছেন তিনি। কিন্তু ফেরানো হয় নি তাঁকে। অদূর ভবিষ্যতে ভুবি’র (Bhuneshwar Kumar)  প্রত্যাবর্তনের তেমন কোনো সম্ভাবনাও দেখছেন না বিশেষজ্ঞরা। বাধ্য হয়েই অচেনা পথে পা বাড়াতে পারেন তিনি।

নেপালের হয়ে খেলবেন ভুবনেশ্বর কুমার?

Bhuvneshwar Kumar | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

বর্তমানে ৩৪ বছর বয়স ভুবনেশ্বর কুমারের (Bhuneshwar Kumar) । ফিটনেস বা ফর্ম সমস্যা না থাকলেও টিম ইন্ডিয়াতে জায়গা পাচ্ছেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে দেশ ছাড়তে পারেন তিনি। এর আগে ডার্ক ন্যানেস, রওলফ ফান দার মারওয়ে, ইওন মর্গ্যান (Eoin Morgan), টিম ডেভিডের (Tim David) মত ক্রিকেটার একাধিক দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সেই পথেই পা বাড়াতে পারেন ভুবনেশ্বর কুমার। এই মুহূর্তে উপমহাদেশীয় ক্রিকেটের নবতম শক্তি হয়ে ওঠার পথে নেপাল। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছে তারা। ২০২৬-এর কুড়ি-বিশের বিশ্বকাপকে নজরে রেখে শক্তিশালী দল গঠনের কথা ভাবছে এভারেস্টের দেশ। ভুবনেশ্বর (Bhuneshwar Kumar)  চাইলে তাদের হয়ে মাঠে নামতে পারেন। এমনকি তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখে ভুবি’কে অধিনায়কও করা হতে পারে। যদিও এই সম্ভাবনা খুবই ক্ষীণ।

ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক কেরিয়ার-

Bhuvneshwar Kumar | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটান ভুবনেশ্বর কুমার (Bhuneshwar Kumar) । উত্তরপ্রদেশের ক্রিকেটার ওডিআই ও টি-২০, দুই ফর্ম্যাটেই কেরিয়ারের প্রথম ওভারে উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে চেন্নাইয়ের চিপকে কেরিয়ারের প্রথম ডেলিভারিটিতেই সাফল্য ছিনিয়ে নেন তিনি। ২০১৩ সালে খেলেন প্রথম টেস্ট। এক দশক বিস্তৃত কেরিয়ারে তিনি খেলেছেন ২১টি টেস্ট, ১২১টি ওডিআই, ৮৭টি টি-২০। টেস্টে ৬৩টি, একদিনের ক্রিকেটে ১৪১টি ও টি-২০তে ৯০টি উইকেটের মালিক তিনি। কুড়ি-বিশের খেলায় ভারতের দ্বিতীয় সফলতম বোলার ভুবনেশ্বর (Bhuneshwar Kumar) । আইপিএলেও একাধিক মরসুমে পার্পল ক্যাপ জেতার নজির রয়েছে তাঁর।

Also Read: “কারো সাহস নেই …”, স্টিং অপারেশনে গোপন তথ্য ফাঁস KL রাহুলের, BCCI কে নিয়ে করলেন চাঞ্চল্যকর মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *