ভারতীয় দলের কোচ বাছাই নিয়ে জটিলতা অব্যাহত। রাহুল দ্রাবিড় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই সরছেন জানিয়ে দিয়েছেন। উত্তরসূরি হিসেবে এতদিন দৌড়ে ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স মেন্টর হিসেবে ট্রফি জিতেছেন তিনি। যেভাবে দল সামলেছেন, সুনীল নাইরানের (Sunil Narine) মত অফ ফর্মে থাকা তারকার থেকে আদায় করে নিয়েছেন সেরা পারফর্ম্যান্স, তার তারিফ করতে বাধ্য হয়েছেন ক্রিকেটজনতা। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো ট্রফি জেতে নি টিম ইন্ডিয়া। মরা গাঙে বান আনতে গম্ভীরই আদর্শ ব্যক্তি, বলে মনে করেছিলেন তাঁরা।
আইপিএলের ফাইনালের দিন গম্ভীর (Gautam Gambhir) ও জয় শাহের (Jay Shah) একান্ত আলোচনা থেকেও অনেকে নিশ্চিত ছিলেন যে দায়িত্ব পাচ্ছেন তিনিই। কিন্তু সাক্ষাৎকারের দিন জানা যায় যে প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হয়েছেন প্রাক্তন বাম হাতি ওপেনার। কোচের পদের লড়াইতে তাঁর বিরুদ্ধে আসরে নেমেছেন অভিজ্ঞ প্রশিক্ষক ডব্লু ভি রামন’ও (WV Raman)। গত মঙ্গলবার ও বুধবার দুই দফায় বোর্ডের কাছে ‘ইন্টারভিউ’ দিয়েছেন দুজনে। ফল প্রকাশিত হলেই বোঝা যাবে কে পাচ্ছেন দায়িত্ব। এই সভায় কোচ বাছাইয়ের সাথে সাথে আলোচনা হয়েছে নির্বাচকমণ্ডলীর নতুন সদস্য বাছাইয়ের ব্যপারেও। শোনা যাচ্ছে সলীল আঙ্কোলার (Salil Ankola) ছেড়ে যাওয়া আসনে বসতে চলেছেন মিঠুন মানহাস (Mithun Manhas)।
Read More: T20 World Cup, IND vs AFG: বদলে যাচ্ছে বোলিং লাইন-আপ, আফগানিস্তানের বিপক্ষে ভারতের ‘এক্স-ফ্যাক্টর’ এই ক্রিকেটার !!
‘ইন্টারভিউ দেন গম্ভীর ও রামন-
বিনা প্রতিদ্বন্দ্বীতায় কি ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব হাতে পাবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)? এই প্রশ্নই মুখে মুখে ঘুরছিলো গত কয়েকদিন। জল্পনার অবসান হয় গত মঙ্গলবার। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে একা গম্ভীর নন, সাথে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির মুখোমুখি হয়েছিলো প্রাক্তন ক্রিকেটার উরিকারি রামন’ও (WV Raman)। গম্ভীর ছিলেন না মুম্বইতে। তিনি ‘জুম’ কলের মাধ্যমে যোগ দেন ইন্টারভিউ’তে। রামন অবশ্য উপস্থিত হয়েছিলেন সশরীরেই। CAC সদস্যদের মধ্যে যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েক ছিলেন মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে। ধারাভাষ্যের কাজ থাকায় যেতে পারেন নি অশোক মালহোত্রা (Ashok Malhotra)। তিনিও ‘জুম’-এর মাধ্যমেও ভিডিও কলে যোগ দিয়েছিলেন সাক্ষাৎকারে। বোর্ড সূত্রে খবর মিলেছে যে অন্তত ৪০ মিনিট চলেছেন ইন্টারভিউ। বেশ কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে দুই প্রার্থীকেই।
এর আগে হেড কোচের দায়িত্ব সামলান নি গম্ভীর (Gautam Gambhir)। কেবল মেন্টর হিসেবে ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সে। নতুন ভূমিকার জন্য আবেদন করলেও ইন্টারভিউ’তে নাকি বেশ সাবলীলই ছিলেন তিনি। আগামীর জন্য কি কি ভাবনা রয়েছে তাঁর, তা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন তিনি। একই সাথে ক্রিকেটীয় বিষয়ে হস্তক্ষেপ না করা, ২০২৭-এর বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া, টেস্ট ক্রিকেটকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়ার মত মোট পাঁচটি শর্ত’ও তিনি রেখেছেন বোর্ডের কাছে। পিছিয়ে ছিলেন না ডব্লু ভি রামন’ও (WV Raman)। কোচিং-এ দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। ছিলেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে। বিভিন্ন রাজ্য দলের সাথেও যুক্ত ছিলেন নানা সময়। নিজের প্রস্তাবগুলি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন তিনিও। জানা গিয়েছে যে দু’জনের ভাবনাচিন্তাই মনে ধরেছে CAC সদস্যদের।
দেওয়া হতে পারে যৌথ দায়িত্ব-
গম্ভীর ও রামন, দু’জনেই যে পথনির্দেশিকা টিম ইন্ডিয়ার (Team India) জন্য তৈরি করেছেন, তা বেশ পছন্দ হয়েছে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য অশোক মালহোত্রা, সুলক্ষণা নায়েক ও যতীন পরাঞ্জাপের। তাঁদের দু’জনের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়া তাই বেশ কষ্টসাধ্য ব্যপার হয়ে উঠছে তাঁদের কাছে। গম্ভীরের (Gautam Gambhir) মগজাস্ত্রে মুগ্ধ হলেও রামনের (WV Raman) অভিজ্ঞতাকেও দূরে সরিয়ে রাখতে চাইছেন না তাঁরা। যার ফলে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। সংবাদমাধ্যম নিউজ-১৮’কে বোর্ডের অন্দরের এক সূত্র জানিয়েছে যে গম্ভীর (Gautam Gambhir) ও ডব্লু ভি রামন-দু’জনকেই জায়গা করে দেওয়া হতে পারে টিম ইন্ডিয়ার সাজঘরে। জানা গিয়েছে যে হেড কোচ হতে পারেন গম্ভীর। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হতে পারে রামন’কে। এছাড়া লাল বলের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি।
ঐ সূত্র নিউজ-১৮’কে জানিয়েছেন, “রামন এই নবীন তারকাদের বেড়ে উঠতে দেখেছেন, যখন তিনি অনুর্দ্ধ-১৯ ও ‘এ’ দলের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ছিলেন। টি-২০ বিশ্বকাপের পরে যে কুড়ি-বিশের ক্রিকেটে বিরাট রদবদল চলবে, যেটা আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে শুরু হবে ওডিআই ও টেস্টে’ও, সেখানে রামন সঠিক ব্যক্তি হতে পারেন যিনি তরুণ তুর্কিদের সেই বদলের সাথে মানিয়ে নিতে সাহায্য করবেন।” বর্তমানে টিম ইন্ডিয়ার ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রয়েছেন বিক্রম রাঠৌর। তবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েই দিয়েছেন যে তিনি নিজের সাপোর্ট স্টাফ নিজে বেছে নেবেন। যদি রামনের সাথে কাজ করতে কোনো অসুবিধা না থাকে তাঁর, তাহলে বর্ষীয়ান কোচ সহজেই জায়গা করে নেবেন ভারতীয় সাজঘরে। এর আগে ভারতের মহিলা দলের দায়িত্ব সামলেছেন তিনি। এবার সামলাতে পারেন পুরুষদের দায়িত্ব।
Also Read: T20 World Cup, IND vs AFG, Dream 11 Prediction: সুপার এইটের লড়াইতে মুখোমুখি ভারত-আফগানিস্তান, ফ্যান্টাসি ক্রিকেটের সুপারস্টারদের চিনে নিন এক ক্লিকে !!