টিম ইন্ডিয়ার (Team India) জন্য নতুন কোচের সন্ধানে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। ২০২১ সালের শেষের দিকে কোচের পদে বসেছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়েছিলো গত বছরের ওডিআই বিশ্বকাপের (ODI World Cup) পরেই। কিন্তু চলতি বছরের জুনে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) কথা মাথায় রেখে সাজঘরে বড়সড় পরিবর্তন চায় নি বোর্ড। সেই কারণেই নয়া কোচের খোঁজ না চালিয়ে নবীকরণ করা হয়েছিলো দ্রাবিড়ের (Rahul Dravid) চুক্তিই। তবে বিরাটদের ‘হেডস্যর’ হিসেবে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয় নি দ্রাবিড়ের সাথে। জুনের শেষেই দায়িত্ব থেকে সরছেন তিনি। কে বসবেন হটসিটে? আপাতত দেশের ক্রিকেটমহলে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই।
দিনকয়েক আগেই বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন যে নতুন কোচের সন্ধান শুরু করতে চলেছে ‘মেন ইন ব্লু।’ দ্রাবিড় যদি নিজের পদে বহাল থাকতে চান, তাহলে তাঁকেও নতুন করে আবেদন করতে হবে। শাহের কথামতই গত পরশু দিন রাত্রে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে BCCI। টিম ইন্ডিয়ার কোচের পদে ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করার অনুরোধ করা হয় তাতে। স্বল্প সময়ের জন্য নয়, বরং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে তাকিয়ে যে পরিকল্পনা সাজাচ্ছে BCCI, তা স্পষ্ট হয় বিজ্ঞপ্তিতে চোখ বোলালেই। ২০২৪ এর জুলাই মাস থেকে ২০২৭-এর ডিসেম্বর, অর্থাৎ সাড়ে তিন বছরের জন্য চুক্তি করা হবে বলে জানা গিয়েছে। শেহবাগ, গম্ভীরদের মত ভারতীয় প্রাক্তনীদের নাম ঘুরপাক খেলেও সংবাদমাধ্যম সূত্রে খবর এইবার বিদেশী কোচের দিকে ঝুঁকে বোর্ড।
Read More: RR vs PBKS, Match-65, Dream 11 Prediction in Bengali: চাপমুক্ত রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামছে পাঞ্জাব, ফ্যান্টাসি ক্রিকেট সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পান এক ক্লিকে!!
দুই কিংবদন্তি বিদেশীকে চাইছে BCCI-
২০১১ সালে ভারত যখন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2011) জিতেছিলো, তখন কোচের পদে ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। তিনি দায়িত্ব থেকে সরে যাওয়ার পর জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার (Duncan Fletcher) বসেন কোচের হটসিটে। তাঁর হাত ধরে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। ২০১৫ সালে ফ্লেচার সরে যাওয়ার পর থেকে আর কোনো বিদেশীকে নিযুক্ত করা হয় নি ভারতীয় দলের কোচ হিসেবে। বরং টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তনীদের উপরেই ভরসা রেখেছে বোর্ড।
২০১৪ থেকে ২০১৬ অবধি টিম ডায়রেক্টর হিসেবে ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। এরপর অন্তর্বর্তী দায়িত্ব পালন করেন সঞ্জয় বাঙ্গার। ২০১৬ থেকে ২০১৭ অবধি কোচ ছিলেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি সরে যাওয়ায় ফের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান বাঙ্গার (Sanjay Bangar)। এরপর ২০১৭ থেক ২০২১ অবধি দল সামলেছেন রবি শাস্ত্রী। তারপর টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় দেখা গিয়েছে দ্রাবিড়কে (Rahul Dravid)। দেশীয় কোচেদের হাত ধরে গত ১৫ বছরে একবারও আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় ট্রফি জেতে নি ভারত। সাফল্য এসেছে বিদেশী কোচদের সৌজন্যেই। এইবার কোচ বাছাই করতে বসে তাই সেই বিষয়টিকে মাথায় রাখছেন BCCI কর্মকর্তারা।
সূত্রের খবর পরিসংখ্যানের দিকে তাকিয়েই বিদেশী কোচের দিকে ঝুঁকছেন তাঁরা। ২৭ মে অবধি আবেদনের দিনক্ষণ ধার্য্য করা হয়েছে। তবে এখনও অবধি যা খবর তাতে বোর্ডের একটা অংশ কোচ হিসেবে চাইছে স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) অথবা রিকি পন্টিং-কে (Ricky Ponting)। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ফ্লেমিং দীর্ঘ সময় ধরে রয়েছেন আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (CSK) দায়িত্বে। রীতিমত সফল তিনি। পক্ষান্তরে দিল্লী ক্যাপিটালসের (DC) দায়িত্ব সামলাচ্ছেন পন্টিং। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটীয় মস্তিষ্ক পন্টিং-কে পেলে জাতীয় দলের লাভ হবে বলেই মনে করা হচ্ছে।
আবেদন করতে বাধা নেই পন্টিং-ফ্লেমিং-এর-
BCCI-এর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে আবেদনকারীদের জন্য যোগ্যতামান বেঁধে দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে দেশের হয়ে আবেদনকারীকে অন্তত ৩০টি টেস্ট বা ৫০টি একদিনের ম্যাচ খেলে থাকতে হবে। পন্টিং (Ricky Ponting) অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৬৮টি টেস্ট ও ৩৭৫টি একদিনের ম্যাচ। পক্ষান্তরে ফ্লেমিং-এর (Stephen Fleming) ঝুলিতে রয়েছে নিউজিল্যান্ড জার্সিতে ১১১টি টেস্ট ও ২৮০টি একদিনের ম্যাচ। এছাড়াও বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে আবেদনকারীর বয়স কোনো মূল্যেই ৬০ বছরের উপরে হলে চলবে না। এই কারণে রবি শাস্ত্রীর মত প্রাক্তনীরা আবেদন করার সুযোগ না পেলেও ফ্লেমিং বা পন্টিং-এর আবেদন করতে কোনো বাধা নেই। নিউজিল্যান্ড কিংবদন্তির বর্তমানে বয়স ৫১, অস্ট্রেলীয় প্রাক্তনীর বয়স ৪৯।
বোর্ডের তরফে স্পষ্ট করা হয়েছে যে আবেদনকারীকে কোনো টেস্ট খেলিয়ে দেশের কোচ হিসেবে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এছাড়াও অ্যাসোসিয়েট দেশের জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেট দল অথবা কোনো দেশের ‘এ’ দলের সাথে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কেউ চাইলেও আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে ২ নয়, অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। চেন্নাই সুপার কিংস দলের কোচ হিসেবে ২০০৯ থেকে রয়েছেন ফ্লেমিং (Stepher Fleming)। জোবার্গ সুপার কিংস বা টেক্সাস সুপার কিংসের হটসিটেও বসেছেন। অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হসেবে ২০১৪ থেকে ২০১৬ অবধি কাজ করেছেন পন্টিং (Ricky Ponting)। স্বল্প সময়ের জন্য ছিলেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ। ২০১৮ থেকে রয়েছেন দিল্লী ক্যাপিটালস কোচ হিসেবে। ফলে অভিজ্ঞতার নিরিখেও আবেদনে বাধা নেই তাঁদের।