কোহলির অমতেই ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর, কিংবদন্তি পেলেন না সম্মান !! 1

বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পরিবর্তে টিম ইন্ডিয়ার নতুন হেডস্যর হয়ে উঠেছেন কিংবদন্তি ব্যাটসম্যান গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে গম্ভীরকে ভারতীয় দলের কোচ করতে কোনোরকম শলাপরামর্শ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ভারতীয় দলে প্রধান কোচ নিয়োগে কোনরকম মতামত নেওয়া হয়নি বিরাট কোহলির (Virat Kohli) থেকে। দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচ খেলার পরেও বিরাটকে যোগ্য সম্মান দিলো না এমনকি জানা গিয়েছে বিসিসিআই (BCCI) জানতে চেয়েছিল হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) কাছে।

বিরাটের অজান্তেই ভারতীয় দলের কোচ হলেন গম্ভীর

Virat Kohli, gambhir
Virat Kohli | Image: Getty Images

ভারতীয় দলের সদস্য হলেও বিরাট ও গম্ভীর দুই কিংবদন্তি ক্রিকেট মাঠে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ২০২৩ সালে দুই কিংবদন্তিকে মেজাজ হারাতে লক্ষ করা গিয়েছিল। তবে এবারের আইপিএলে দুই কিংবদন্তির মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে। কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর রূপে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) এবছর দেখা গিয়েছে। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দুই দিল্লি বাসীর মধ্যে ‘বন্ধুত্ব’-এর সূত্রপাত দেখা যায়। এমনকি ইডেনে দ্বিতীয় লেগের খেলায় দুই কিংবদন্তিকে বেশ লম্বা সময় ধরে আড্ডা দিতে দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে সম্পর্কের বরফ যে গলেছে, তা তাদের আচরণই স্পষ্ট করে দিয়েছে।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাচ্ছে ভারত, BCCI-এর জেদের ফল ভুগতে হচ্ছে দল’কে !!

বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ায় একাধিক পরিবর্তন লক্ষ করা গিয়েছে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতন প্লেয়ারদের অবসর নেওয়ার পর এটা স্পষ্ট যে বোর্ডের নতুন লক্ষ পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ প্লেয়ারদের নিয়েই এগোবেন গুরু গম্ভীর। কিন্তু কিংবদন্তি গৌতম গম্ভীরকে কোচ করার আগে বিরাট কোহলির অভিজ্ঞ ব্যাক্তির পরামর্শ নেওয়া হয়নি তা না হওয়ার সম্ভাবনা বেশি, আবার জানা গিয়েছে যে, যে কয়জন ক্রিকেটাররা গম্ভীরের কোচ হওয়ার বিষয়টি জানতেন তাদের মধ্যে একজন হলেন ভারতীয় দলের হবু ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।

এক সূত্র জানিয়েছেন, “বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে নিয়ে কথা বলার জন্য প্রচুর সময় আছে। কিন্তু বিসিসিআই বড় ছবিটা দেখতে চায়। ভবিষ্যতে প্রচুর নতুন তারকা উঠে আসবেন, তাদের জন্য বোর্ড সবকিছু করতে রাজি।” প্রসঙ্গত, আগামী শ্রীলঙ্কা সফরেই গৌতম গম্ভীরের কার্যকাল শুরু হতে চলেছে। যদিও, এই সিরিজে বিসিসিআই রোহিত-বিরাটকে বিশ্রাম দেবে বলে জানা গিয়েছে। গুরু গম্ভীরের অধীনে হার্দিক পান্ডিয়া বা কেএল রাহুলের হাত ধরেই নতুন অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

Read Also: দেশের উন্নতির স্বার্থে বড় পদক্ষেপ নিলেন Gautam Gambhir, এই মহারথীদের দিলেন সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *