সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়, জয় শাহের ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। পরবর্তী কোচ কি গৌতম গম্ভীর (Gautam Gambhir)? এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন সকলে। খেলোয়াড় হিসেবে বাইশ গজের দুনিয়াকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে ডাগ-আউটে ফিরেছিলেন গম্ভীর। দুই মরসুম ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG)। দুবারই আইপিএলের (IPL) প্লে-অফে গিয়েছিলো লক্ষ্ণৌ। এরপর কলকাতা নাইট রাইডার্সে ফেরেন তিনি। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিকে মেন্টর হিসেবে প্রথম সুযোগেই উপহার দিয়েছেন ট্রফি। আইপিএলে তাঁর মগজাস্ত্রের প্রয়োগ দেখে গম্ভীরকেই (Gautam Gambhir) কোচ চাইছেন দেশের আবালবৃদ্ধবনিতা। এক খুদে ভক্তের প্রশ্নের উত্তরে গম্ভীর স্বয়ং জানিয়েছেন যে দেশের কোচ হতে আপত্তি নেই তাঁর। প্রায় মাসখানেক ধরে চলতে থাকা এই নাটকে সম্ভবত যবনিকা পড়ছে আজ।
Read More: Big Breaking: জন্টি রোডস হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ, BCCI করলো বড় ঘোষণা !!
মুম্বইতে সাক্ষাৎকার গম্ভীরের-
২৭ মে ভারতীয় সময় সন্ধ্যে ৬টা অবধি কোচের পদে আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছিলো বিসিসিআই। বোর্ড সূত্রে খবর মিলেছে যে প্রায় ৩০০০ আবেদন জমা পড়েছিলো। এর মধ্যে ভুয়ো আবেদনপত্র বেছে নিয়ে সেগুলিকে বাদ দিতে বেশ খানিকটা সময় লেগেছে। তারপর নেওয়া হয়েছে সাক্ষাৎকারের সিদ্ধান্ত। সংবাদমাধ্যম জানাচ্ছে যে আজ মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে রয়েছে নিয়োগের ইন্টারভিউ। সেখানে অশোক মালহোত্র (Ashok Malhotra), যতীন পরাঞ্জাপে (Jatin Paranjape) ও সুলক্ষণা নায়েকের (Sulakshana Naik) ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি বেছে নিতে চলেছে টিম ইন্ডিয়ার (Team India) পরবর্তী হেডস্যর’কে। হেভিওয়েটদের মধ্যে আবেদন করেছেন একমাত্র গম্ভীরই। পন্টিং, ল্যাঙ্গারের মত অস্ট্রেলীয় তারকা কোচ দায়িত্ব নিতে রাজী হন নি। যদিও জয় শাহ জানিয়েছিলেন যে বিসিসিআই কোনো বিদেশীর কাছেই প্রস্তাব নিয়ে যায় নি।
গম্ভীর (Gautam Gambhir) যে আজই কোচ হিসেবে নির্বাচিত হবেন তা এক প্রকার নিশ্চিত। সরকারী ঘোষণাও আসতে পারে দ্রুত। তিনি দলের সাথে যোগ দেবেন আগামী মাসের শুরুতেই। ৬ জুলাই থেকে জিম্বাবুয়ের (ZIM) মাঠে রয়েছে টি-২০ সিরিজ। কোচ হিসেবে সেটাই গম্ভীরের প্রথম দায়িত্ব হতে চলেছে। তারপর জুলাই মাসের ২৭ তারিখ থেকে শ্রীলঙ্কার (SL) বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে ভারতের। সেখানেও হটসিটে থাকবেন তিনিই। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর এই দুই সিরিজেই সম্ভবত কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের মত সিনিয়র তারকারা খেলবেন না। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা তরুণ তুর্কিদের সামলানো দিয়েই হতে চলেছে গম্ভীরের (Gautam Gambhir)। নবীন প্রতিভাদের নিয়ে কাজ করা পছন্দ তাঁর, সুতরাং মানিয়ে নিতে সম্ভবত বিশেষ সমস্যা হবে না।
বেছে নেওয়া হবে নির্বাচক’ও-
কোচ বেছে নেওয়ার পাশাপাশি আজ মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) বেছে নিতে পারে নয়া নির্বাচককেও। ২০২৩-এর জানুয়ারিতে নতুন নির্বাচকমণ্ডলী বেছে নেওয়া হয়েছিলো। তখন মুখ্য নির্বাচকের পদে বহাল রাখা হয়েছিলো চেতন শর্মা’কে (Chetan Sharma)। এছাড়া জায়গা পেয়েছিলেন পূর্বাঞ্চলের শিবসুন্দর দাস (Shiv Sundar Das), সেন্ট্রাল জোনের সুব্রত ব্যানার্জি (Subroto Banerjee), সাউথ জোনের এস শরথ (S Sharath) এবং পশ্চিমাঞ্চলের সলীল আঙ্কোলা (Salil Ankola)। পরবর্তীতে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের স্টিং অপারেশনের ক্যামেরার সামনে বিতর্কিত মন্তব্য করে বোর্ডের অস্বস্তি বাড়িয়েছিলেন চেতন শর্মা। ফলে সরে যেতে হয় তাঁকে।
দীর্ঘদিন মুখ্য নির্বাচকের পদ খালি ছিলো। অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলেছিলেন শিবসুন্দর দাস। পরে ২০২৩-এর মাঝামাঝি সময় নিয়োগ করা হয় অজিত আগরকারকে (Ajit Agarkar)। তিনি পশ্চিমাঞ্চলের ক্রিকেটার ছিলেন। ফলে নির্বাচক কমিটিতে দুইজন সদস্য পশ্চিমাঞ্চলের হয়ে পড়ে, শূন্য থেকে যায় নর্থ জোনের পদ’টি। অবশেষে ভারসাম্য ফেরাতে উদ্যোগী হয়েছে বোর্ড। জানা গিয়েছে যে পদ ছেড়ে সরে দাঁড়াচ্ছেন সলীল আঙ্কোলা (Salil Ankola)। তাঁর বদলে নির্বাচক কমিটিতে যাঁকে নেওয়া হবে তিনি সম্ভবত হতে চলেছেন নর্থ জোন থেকেই। মাঝে বীরেন্দ্র শেহবাগের নাম ভাসছিলো ক্রিকেটমহলে। কিন্তু সূত্রের খবর যে আবেদন করেন নি তিনি।
Also Read: ভারতের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং করেছেন পাক ক্রিকেটাররা? বিস্ফোরক তথ্য দিলেন ইমাদ ওয়াসিম !!