আরসিবিকে প্লে-অফে পৌঁছাতে মোক্ষম চাল চাললো BCCI, দিল্লির বিরুদ্ধে ফাঁদলো এই ষড়যন্ত্র !! 1

প্রায় শেষের পথে চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মৌসুম (IPL 2024)। এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোন দল প্লে-অফের কোয়ালিফাই করেনি। পয়েন্ট তালিকার বিচারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থানে বহাল রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই প্লে-অফে পৌঁছানোর মস্ত বড় সুযোগ রয়েছে। পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের দলের কাছে রয়েছে ১৪ পয়েন্ট, তাদের পক্ষেও প্লে-অফের দরজা রীতিমতন খোলা। তবে বাঁকি দলগুলির কাছে প্লে-অফে পৌঁছানোর জন্য চালাতে হবে কঠিন লড়াই। ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস আইপিএল ২০২৪ এর দৌড় থেকে বেরিয়ে গিয়েছে।

ব্যাঙ্গালুরুকে বাঁচাতে BCCI করলো ষড়যন্ত্র

Rcb, ipl 2024
RCB | Image: Getty Images

আগামীকাল প্রথম খেলায় মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তাছাড়া, দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগামীকালের দ্বিতীয় ম্যাচের আগেই উঠে আসলো বড় আপডেট। আগামীকাল মহা ম্যাচে বিসিসিআই ব্যান করেছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দীর্ঘ ১৬ মাস পর ক্রিকেট জগতে পা রেখে ব্যান হতে হলো পন্থকে।

Read More: IPL 2024: “এবারই আমার শেষ…” রোহিতের মুম্বই ত্যাগ নিশ্চিত, হিটম্যানের গোপন কথোপকথন ফাঁস সোশ্যাল মিডিয়ায় !!

বিসিসিআই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রতি একটু সদয় হয়ে উঠেছে, দলকে প্লে-অফে পৌঁছে দেওয়ার জন্যই বড় চাল চেলেছে বলেই মত একাধিক ক্রিকেট প্রেমীদের। প্রসঙ্গত, দিল্লি তাদের শেষ ম্যাচটি ৭’মে মঙ্গলবার খেলেছে তবে আজকে প্রায় ৩দিন বাদে বিসিসিআই তার শাস্তি ঘোষণা করেছে। চলতি আইপিএলে পন্থ দিল্লির হয়ে সর্বাধিক ৪১৩ রান বানিয়েছেন এবং বিসিসিআইয়ের কারণেই ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে তাকে বাইরে থাকতে হবে।

ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ব্যান হলেন ঋষভ পন্থ

Rishabh pant, ipl 2024
Rishabh Pant | Image: Getty Images

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি দলের কাছে আগামী দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল তবে আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না পন্থ। চলতি আইপিএলে মোট তিনবার স্লো ওভার রেটের শিকার হয়েছেন পন্থ অর্থাৎ নির্দিষ্ট সময়ে ইনিংস শেষ করাতে ব্যার্থ হয়েছেন তিনি। দলের ক্যাপ্টেন হিসাবে সব দোষ তাকেই মাথা পেতে নিতে হবে। আইপিএলের নিয়ম অনুসারে, কোনো ক্যাপ্টেন যদি প্রথমবার স্লো ওভার রেট করেন তাহলে তাকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়, দ্বিতীয় বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয় ক্যাপ্টেনকে।

যদি ক্যাপ্টেন তৃতীয়বার এই ভুল করেন তাহলে ৩০ লক্ষ টাকার জরিমানা দিতে হয় তাকে পাশাপাশি এক ম্যাচের জন্য তাকে ব্যান হতে হবে। ঠিক এই ভুলটাই করে ফেললেন পন্থ, পন্থের পাশাপশি বাঁকি প্লেয়ারদের (ইমপ্যাক্ট প্লেয়ার সহ) ম্যাচ ফির ৫০% জরিমানা দিতে হয়। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে সঠিক সময়ে ম্যাচ শেষে করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। মোট ৩ বার ভুল করতেই বড় শাস্তির মুখে পড়তে হলো দিল্লির ক্যাপ্টেনকে।

Reqd Also: IPL 2024: “এটা অত্যন্ত লজ্জার বিষয়…” কে এল রাহুলের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি, তীব্র কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কাকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *