"আপদ বিদায় হয়েছে, এবার আসবে ট্রফি", চেতন শর্মার অপসারণের খুশির হাওয়া ক্রিকেটফ্যানদের মধ্যে !! 1

ভারতীয় দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে অনেক দিন ধরেই সমর্থকদের মধ্যে দানা বাঁধছিলো ক্ষোভ। সেপ্টেম্বরে এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের কাছে হারতে হয়েছিলো। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপেও বদলালো না ছবি’টা। সেই সেমিফাইনালে গিয়েই মুখ থুবড়ে পড়তে হলো ভারত’কে। ইংল্যান্ডের ওপেনার জুটি জস বাটলার এবং অ্যালেক্স হেলসের দাপটে এক উইকেট’ও না খুইয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। ১০ উইকেটে এই লজ্জার হারের পর থেকেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। সকল সুযোগসুবিধা সত্ত্বেও এই ফলাফল কেনো? সেই প্রশ্নে ঘরে বাইরে সমালোচিত হচ্ছেন ক্রিকেটার’রা। টি-২০ বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে বারবার সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া, বারবার দলের নেতা পরিবর্তন, যোগ্য খেলোয়াড়দের সুযোগ না দেওয়ার মত একাধিক ইস্যুতে ফ্যানেদের কাছে ভিলেন হয়ে উঠেছিলেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা”ও। ধৈর্য্য রাখতে পারেনি ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’ও(BCCI)। গতকাল রাতে এক ট্যুইটবার্তায় প্রধান নির্বাচক চেতন শর্মা সহ (Chetan Sharma) গোটা নির্বাচক কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা। দলের খারাপ পারফর্ম্যান্সে খলনায়ক হয়ে ওঠা চেতনের অপসারণে উল্লাসে মেতেছে সমাজমাধ্যম।

অপসারিত চেতন, হাঁফ ছেড়ে বাঁচলো ট্যুইটারভার্স-

Chetan Sharma | image: Twitter
Chetan Sharma got sacked by BCCI after a series of poor performances by the Indian team.

২০২০ সালে নির্বাচক কমিটির মাথায় বসানো হয়েছিলো ১৯৮৭ সালের বিশ্বকাপে ভারতের হ্যাট্রিক হিরো চেতন’কে। এরপর ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হতশ্রী পারফর্ম্যান্সে এমনিই ব্যাকফুটে ছিলেন চেতন। অনেক কিছু নির্ভর করে ছিলো ২০২২ সালের দুটি বড় প্রতিযোগিতায় ভারত কিরকম প্রদর্শন করে তার ওপর। এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে ছিটকে যায় ‘মেন ইন ব্লু।’ টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই শোনা যাচ্ছিলো ভারতীয় দল চ্যাম্পিয়ন না হলে বড় রদবদল আসতে চলেছে বোর্ডের নির্বাচকমন্ডলী’তে। এরমধ্যে বোর্ডের সভাপতি পদে পরিবর্তন হওয়ায় এই গুঞ্জনের মাত্র বাড়ে আরও। বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের যাত্রা থেমে যাওয়ায় আর দেরী করে নি ভারতের ক্রিকেট বোর্ড। চেতন শর্মা’র নেতৃত্বাধীন কমিটির দ্বারা যে ট্রফিজয়ী দল তৈরি করা সম্ভব নয় তা বুঝেই গোটা কমিটি’কে একসাথে বরখাস্ত করেছে তারা। এমনিই দেশের ক্রিকেটজনতার কাছে এতদিন ভিলেন হয়ে উঠেছিলেন চেতন, তিনি ও তাঁর কমিটি সরতেই আগামীতে সাফল্যের আশায় খুশিতে মেতেছে ট্যুইটারজনতা। বিরাট কোহলি’কে নেতৃত্ব থেকে সরানোয় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন ‘কিং কোহলি’ ভক্তেরাও। ট্রল, মিমের বন্যায় চেতন’কে ভাসিয়েছেন তাঁরাও।

Read More: TOP 3: এই ৩ ক্রিকেটারকে আসন্ন IPL ‘মিনি’ নিলামে আগ্রহ দেখাবে না কোনো দল !!

দেখুন ট্যুইটচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *