আসন্ন আইপিএলের (IPL 2025) জন্য ব্লুপ্রিন্ট তৈরি বিসিসিআইয়ের (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএল নিয়ে রিতিমতন দুবিধায় ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএলে প্রতিটি ফ্রাঞ্চাইজি পাঁচজন করে ক্রিকেটারকে রিটেন করতে পারবে এবং তার মধ্যে তিনজন ভারতীয় এবং দুজন বিদেশি খেলোয়াড়কে রাখা যেতে পারে। তবে ফ্রাঞ্চাইজিদের চিন্তা আরও বাড়িয়ে দিলো বিসিসিআই (BCCI)। আসন্ন আইপিএলে (IPL 2025) সম্ভবত আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না।
ফ্রাঞ্চাইজি মালিকদের দাবি মেনে নিলো বিসিসিআই (BCCI)। প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজিই নূন্যতম ৫-৬ করে ক্রিকেটার ধরে রাখার পক্ষে সওয়াল তুলেছিল। আর তাদের কথা মতন বিসিসিআই চার জনের পরিবর্তে এবার পাঁচ জন খেলোয়াড়কে রিটেন করার সুযোগ দিয়েছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি এই নিয়মে বেশ খুশি হলেও, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজির রাইট টু ম্যাচ কার্ড ফিরিয়ে আনার আবদার মানলো না। জানা গিয়েছে, বিসিসিআই কতৃপক্ষ এই নিয়মটি আর ফিরিয়ে আনতে চাইছে না।
Read More: IPL 2025: শতরান করতেই কপাল খুললো ঋষভ পন্থের, দিল্লী দল দিলো খুশির খবর !!
পাঁচজন খেলোয়াড় রিটেন করার সবুজ সংকেত দিলো BCCI
পাঁচজন করে ক্রিকেটার রিটেন করার সবুজ সংকেত মিলতেই সকলের নজরে থাকবে মুম্বই, কলকাতা ও চেন্নাই। আইপিএল ইতিহাসের তিন সফল দলের কাছে ১৩টি শিরোপা রয়েছে। তবে রাইট টু ম্যাচ কার্ডের ব্যাবহার না হওয়ার কারণে রিতিমতন সমস্যায় পড়লো বেশ কিছু ফ্রাঞ্চাইজি। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, তারকা ক্রিকেটারদের নিয়ে ভর্তি, মুম্বই ইন্ডিয়ান্স দলে ক্যাপ্টেন্সি নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল গত মরশুমে। ভারতীয় দলের চার প্রমুখ ক্রিকেটার-রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব মুম্বই দলের অংশ। চার ভারতীয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না কোনো দল, এমনকি বিসিসিআই RTM কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতেই মুম্বইয়ের কাছে এই চার তারকা ক্রিকেটারদের মধ্যে চাইলেও কাউকে রিটেন করে রাখতে পারবে না।
তাছাড়া পাঁচ প্লেয়ার রিটেন করাতে কপাল পুরলো চেন্নাই দলেরও। দলের অভিজ্ঞ প্লেয়ার এমএস ধোনিকে (MS Dhoni) রিটেন করা নিয়ে সংশয়ে থাকবে CSK কতৃপক্ষ। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, চেন্নাই দলের বিসিসিআইয়ের থেকে আনক্যাপ প্লেয়ারদের রিটেন করার নিয়মটি আবার চালু করার অনুরোধ জানিয়েছিল। যদিও, সেই প্রসঙ্গে মাথা নারে নি বিসিসিআই। সমস্যায় পড়লো কলকাতা নাইট রাইডার্সও এবারের আইপিএলে সুনীল নারায়ণ, অন্দ্রে রাসেল, ফিলিপ সল্ট ও মিচেল স্টার্ক চার জনেই দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন।
RTM কার্ড ব্যবহার করতে পারবে না ফ্রাঞ্চাইজি
নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি চাইলেও কোন বিদেশি খেলোয়াড়কে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কিনতে পারবে না যার ফলে সমস্যার মুখে পড়তে পারে কলকাতা ফ্রাঞ্চাইজিও। তাছাড়া সূত্রের খবর অনুযায়ী, আসন্ন আইপিএলে (IPL 2025) সম্ভাব্য বাতিলের তালিকায় রয়েছেন দুই দলের অধিনায়ক। প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক – ফফ ডুপ্লেসিস এবং লখনৌ সুপার জায়ান্টস দলের অধিনায়ক লোকেশ রাহুলকে ছাড়তে পারে তাদের ফ্রাঞ্চাইজি।