বর্তমানে ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছে। গ্রুপ স্টেজের ম্যাচের পর ভারতীয় দল সুপার এইটের প্রথম ম্যাচে জয়লাভ করেছে আফগানিস্তানের বিরুদ্ধে। ৪৭ রানের একটি বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করে সেমিফাইনালের জন্য টিকিট প্রায় কনফার্ম করে ফেলল ভারতীয় দল। আর মাত্র একটি ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। এই পরিস্থিতিতে ভারতীয় দলের সামনে বড় পরীক্ষা হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি, আগামী ২৪ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের টার্গেট থাকবে গত ২৩ অক্টোবর, ২০২৩’এই বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের বদলা নেওয়ার। চলতি মেগা ইভেন্ট জিতে আইসিসি ট্রফির খরা কাটানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় দল। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী ২৯ জুন। এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) টিম ইন্ডিয়ার আসন্ন সূচি প্রকাশ করেছে।
বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরেই ভারতীয় দল উড়ে যাবে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দল সাদা বলে সিরিজ খেলতে চলেছে। এরপর জুলাইয়ের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া।
Read More: Team India: গৌতম গম্ভীর নন, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে VVS লক্ষ্মণ নিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি !!
ভারতের সামনে রয়েছে ব্যাস্ত সময়সূচি
আর শ্রীলঙ্কা সফর শেষ হলে শুরু হবে দীর্ঘ ঘরোয়া মৌসুম। যার সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় দল (Team India) প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলবে রোহিত’রা (Rohit Sharma)। বছরের শেষে ভারতীয় দল অস্ট্রেলিয়ার উদ্যেশ্যে রওনা দেবে এবং নতুন বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই ম্যাচের সিরিজ খেলবে।
জিম্বাবুয়ে বনাম ভারত সময়সূচি-
৬ জুলাই, ১ম টি-টোয়েন্টি, হারারে
৭ জুলাই, ২য় টি-টোয়েন্টি, হারারে
১০ জুলাই, ৩য় টি-টোয়েন্টি, হারারে
১৩ জুলাই, ৪র্থ টি-টোয়েন্টি, হারারে
১৪ জুলাই, ৫ম টি-টোয়েন্টি, হারারে
ভারত বনাম বাংলাদেশ সময়সূচি-
১৯ – ২৩ সেপ্টেম্বর: ১ম টেস্ট, চেন্নাই
২৭ সেপ্টেম্বর – ১ অক্টোবর: ২য় টেস্ট, কানপুর
৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, ধর্মশালা
৯ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, দিল্লি
১২ অক্টোবর: ৩য় টি-টোয়েন্টি, হায়দ্রাবাদ
ভারত বনাম নিউজিল্যান্ডের সূচি-
১৬ – ২০ অক্টোবর: ১ম টেস্ট, বেঙ্গালুরু
২৪ – ২৮ অক্টোবর: ২য় টেস্ট, পুনে
০১ – ০৫ নভেম্বর: ৩য় টেস্ট, মুম্বাই
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সময়সূচি-
৮ নভেম্বর; ১ম টি-টোয়েন্টি, ডারবান
১০ নভেম্বর; ২য় টি-টোয়েন্টি,
১৩ নভেম্বর; ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ান
১৫ নভেম্বর; ৪র্থ টি-টোয়েন্টি, জোহানেসবার্গে
অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া সূচি-
২২-২৬ নভেম্বর: ১ম টেস্ট, পার্থ
০৬-১০ ডিসেম্বর: ২য় টেস্ট, এডিলেট
১৪-১৮ ডিসেম্বর: ৩য় টেস্ট, ব্রিসবেন
২৬-৩০ ডিসেম্বর: ৪র্থ টেস্ট, মেলবোর্ন
০৩-০৭ জানুয়ারি: ৫ম টেস্ট, সিডনি
ভারত বনাম ইংল্যান্ডের সূচি-
২২ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি, চেন্নাই
২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি, কলকাতা
২৮ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি, রাজকোট
৩১ জানুয়ারি: চতুর্থ টি-টোয়েন্টি পুনে
০২ ফেব্রুয়ারি: পঞ্চম টি-টোয়েন্টি, মুম্বাই
০৬ ফেব্রুয়ারি: ১ম ওডিআই, নাগপুর
০৯ ফেব্রুয়ারি: ২য় ওডিআই, কটক
১২ ফেব্রুয়ারি: তৃতীয় ওডিআই, আহমেদাবাদ
Venues of Indian home season 2024-25:
Chennai: 1 Test & 1 T20I
Mumbai: 1 Test + 1 T20I
Pune: 1 Test + 1 ODI
Kanpur: 1 Test
Dharamshala: 1 T20I
Delhi: 1 T20I
Hyderabad: 1 T20I
Benguluru: 1 Test
Kolkata: 1 T20I
Rajkot: 1 T20I
Nagpur: 1 T20I
Cuttack: 1 ODI
Ahmedabad: 1 ODI pic.twitter.com/qdynsnu7gx— Johns. (@CricCrazyJohns) June 20, 2024