"লজ্জা করো….” জসপ্রীত বুমরাহের বোলিং দেখে শাহীনকে চরম অপমান করলেন পাক অধিনায়ক বাবর !! 1

Shaheen Afridi: গতকাল দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে ভারতীয় দল তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়লাভ করল। ২০০৭ সালের পর ২০২৪ সালে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রায় খরা কাটলো। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উত্তীর্ণ হয়েছিল টিম ইন্ডিয়া। তবে শ্রীলংকার বিরুদ্ধে ভারতীয় দলকে পরাস্ত হয়ে বিশ্বকাপের স্বপ্ন চুরমার হয়েছিল। তবে এবার মেগা ফাইনালে ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে অন্যতম ভূমিকা গ্রহণ করলেন ভারতীয় দলের মুখ্য পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চলতি সময়ে বিশ্বের অন্যতম সেরা বললে কম হবে তিনি আপাতত চলতি সময়ের সেরা বোলার।

বিশ্বকাপের সেরা হলেন জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah, shaheen afridi
Jasprit Bumrah | Image: Getty Images

বেশ কয়েকদিন আগেই ভারতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হতে দেখা গিয়েছে। যেখানে ব্যাটিং সহায়ক উইকেটে বিশ্বের তাবর তাবর বোলারদের রান দিতে লক্ষ করা গিয়েছিল। তবে বাঁকি সব বোলারদের তুলনায় বুমরাহ ছিলেন সবথেকে ইকোনোমিকাল। গত আইপিএলে ১৩ ম্যাচ খেলেছিলেন তিনি এবং মাত্র ৬.৪৮ ইকোনোমিতে ২০ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে এবারের বিশ্বকাপের মঞ্চে সেরা হয়েছেন বুমরাহ। ৮ ম্যাচে তিনি ২টি মেডেন ওভার করেছেন এবং মাত্র ৪.১৮ ইকোনোমিতে ১৫ উইকেট পেয়েছেন বুমরাহ। পাওয়ার প্লে হোক কিংবা ডেথ ওভারে বোলিং হোক ভারতীয় দলের ব্রহ্মস্ত্র হলেন তিনি।

শাহীনকে তুলধনা করলেন বাবর

Shaheen afridi, nz vs pak
Shaheen Afridi | Image: Getty Images

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহ ১৬ তম ওভারে ৪ রান দেন এবং ১৮তম ওভারে ২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তার এই দুরন্ত বোলিংয়ের জন্যই টিম ইন্ডিয়া গতকাল বিশ্বকাপের বড় মঞ্চে কামব্যাক করতে সক্ষম হয়েছেন। তবে বুমরাহের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে বাবরের থেকেই মুখ ঝামটা শুনতে হলো শাহীনকে। মূলত সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যেখানে শাহীন (Shaheen Afridi) তার মোবাইলে ভিডিও দেখছেন এবং অন্যদিকে বাবর খান নামক এক ব্যাক্তি ফটো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “লজ্জা লাগছে তো ডেথ বোলিং দেখে ?

প্রসঙ্গত চলতি বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের ডেথ বোলিং ছিল জঘন্য, যে কারণেই কম শক্তিশালী আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদেরকে পরাস্ত হতে হয়েছিল। যদিও ভারত বিশ্বকাপ জেতায় এবং রোহিত-কোহলির অবসরের পর সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করে লিখেছেন, “উল্লেখযোগ্য T20I ক্যারিয়ারের স্মরণীয় সমাপ্তি, T20 বিশ্বকাপ জয়ের জন্য ভারতকে অভিনন্দন।

Read Also: Shaheen Afridi: শাহীনের বলে আউট রোহিত শর্মা, নিউ ইয়র্কে ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *