"আমি আমার জামাকাপড় খুলে...", খারাপ সময়ে শান মাসুদের পাশে দাঁড়ালেন আজম খান, করলেন অদ্ভুত মন্তব্য !! 1

Azam Khan: বর্তমানে বেশ চর্চায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ হারার পর ক্রিকেটের ময়দানে একাধিকবার ফ্লপ হচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে টিম পাকিস্তান, এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যাবধানে T20 সিরিজে পরাস্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই পরাজয়ের পর রিতিমতন চাপের মুখে রয়েছে পাকিস্তান। আর দলের টেস্ট পারফরমেন্সের পরে ক্যাপ্টেন শান মাসুদের (Shan Masood) উপর উঠেছিল প্রশ্ন। তবে তার পাশে দাঁড়িয়েছেন আজম খান (Azam Khan) এবং দিয়েছেন বেফাঁস বয়ান।

আরও পড়ুন | IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে বিরাটের বদলে দলে এন্ট্রি নিলেন এই ম্যাচ উইনার !!

শান মাসুদের পাশে দাঁড়ালেন আজম

Shan masood, azam khan
Shan Masood | Image: Getty Images

প্রসঙ্গত, বিশ্বকাপের পর তিন ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম (Babar Azam)। ফলে নতুন ক্যাপ্টেনের খোঁজ চালায় পাকিস্তান এবং পাকিস্তানের টেস্ট দলের বর্তমান অধিনায়ক শান মাসুদ (Shan Masood) তার চমৎকার প্রতিভা দেখিয়ে বিশ্বকাপের পর বাবর আজমের জায়গায় টেস্ট দলের অধিনায়ক হন। এবার শান মাসুদের খারাপ সময়ে তার পাশে দাঁড়ালেন উইকেট রক্ষক আজম খান। আজম খানের একটি বক্তব্য যা ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে।

একটি পডকাস্ট সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে আজম শান মাসুদের অনেক প্রশংসা করছেন। ভিডিওতে আজম খান বলেছেন, লিস্ট-এ- ক্রিকেটে এক বছরে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে। আজম ৩০ হাজার ক্রিকেট প্লেয়ারকে এই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিয়েছেন। মন্তব্য করে তিনি বলেছেন, “শান মাসুদের রেকর্ড এমন যে তার আশেপাশে কেউ নেই। আমি সেই সব খেলোয়াড়ের কথা বলছি যাদেরকে গ্রেট বলা হয়। তবে এ সময়ের মধ্যে কারো নাম নিতে রাজি নই আমি। ৩০ হাজার মানুষকে আমি চ্যালেঞ্জ করছি যদি কেউ তার রেকর্ড ভাঙতে পারে তাহলে আমি জামা প্যান্ট ছাড়াই দাঁড়িয়ে থাকবো।

অস্ট্রেলিয়ার মাটিতে শান সম্পুর্ন ফ্লপ

শান ২০১৩ সালে পাকিস্তানের হয়ে তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন, তারপর ২০১৯ সালে শারজাহতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন। শান ৩৩টি ম্যাচ খেলে ২৮.৬৭ গড়ে ১৭৭৮ রান করেছেন। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব করেন শান মাসুদ। তবে তিনি এই সিরিজটি একেবারেই খারাপ গিয়েছে মাসুদের জন্য। পাকিস্তান ৩-০ ব্যাবধানে পরাজিত হয়েছে। সিরিজেও ফ্লপ হয়েছেন মাসুদ। ৩০.১৭ গড়ে ১৮১ রান বানিয়েছেন মাসুদ।

আরও পড়ুন | Azam Khan: পিতার পদাঙ্ক অনুসরণ করলেন আজম খান, স্টাম্পের পিছনে দুর্দান্ত ডাইভ দিয়ে উদযাপনে মাতলেন বাবর আজমের সাথে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *