azam-khan-brilliant-diving-grab

উইকেটরক্ষক হিসেবে পাক ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন মইন খান। টেস্ট ও ওডিআই, দুই ফর্ম্যাটেই লম্বা সময় দেশের হয়ে খেলেছেন তিনি। তাঁর পুত্র আজম খান’ও (Azam Khan) বর্তমানে হাঁটছেন পিতার পদাঙ্ক অনুসরণ করেই। ২৫ বছর বয়স আজমের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সিপিএল হোক বা খোদ পাকিস্তানের পিএসএল টুর্নামেন্ট-সেরা পারফর্মারদের তালিকায় গত কয়েক মরসুম ধরে রয়েছে আজমের নাম। বাবা মইনের (Moin Khan) মত পুত্র আজম’ও উইকেটরক্ষক। দস্তানা হাতে তাঁর দক্ষতাও ইতিমধ্যে নজর কেড়েছে বিশেষজ্ঞদের।

Read More: নিরাপত্তা লঙ্ঘন করে বিরাটকে ছুঁতে মাঠের মধ্যেই প্রবেশ করলেন এক ভক্ত, নিমেষে ভাইরাল ভিডিও !!

কেরিয়ারে এখনও অবধি ১৪০টি টি-২০ ম্যাচে ২৪.৮৯ গড়ে ২৭৮৮ রান করে ফেলেছেন আজম খান
(Azam Khan)। ১টি শতরান ও ১৪টি অর্ধশতক’ও রয়েছে তাঁর। ৫২ ক্যাচ ও ১৪টি স্টাম্পিং করতেও দেখা গিয়েছে আজম’কে। তাঁর প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কারও। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে সেই প্রতিভা এখনও সম্পূর্ণ রূপে মেলে ধরতে পারেন নি তিনি। ২০২১ সালে পাকিস্তানের জাতীয় টি-২০ দলের হয়ে অভিষেক হয়েছিলো তাঁর। এখনও অবধি কেবল ৭টি টি-২০ ম্যাচই খেলার সুযোগ হয়েছে তাঁর। উল্লেখযোগ্য কোনো পারফর্ম্যান্স করে উঠতে পারেন নি। ৬ ইনিংসে ৩.৮০ গড়ে মাত্র ১৯ রান করতে পেরেছেন তিনি।

রান না পেলেও নতুন অধিনায়ক শাহীন আফ্রিদির আমলে আজমের (Azam Khan) উপর আস্থা দেখাচ্ছে দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মিত খেলানো হচ্ছে তাঁকে।ব্যাট হাতে রানের মুখ না দেখলেও উইকেটরক্ষকের দস্তানা হাতে দলের আস্থার মর্যাদা দিলেন আজম (Azam Khan)। তাঁর চেহারা খানিক স্থূলকায়। সেই কারণে বহু কটাক্ষ’ও ক্রিকেট কেরিয়ারে শুনতে হয়েছে তাঁকে। তবে চেহারা যে ফিটনেসে প্রভাব ফেলে নি তা স্টাম্পের পিছনে প্রমাণ করে দিলেন আজম।

হ্যামিল্টনের মাঠে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় টি-২০ চলছিলো তখন। কিউই ইনিংসের ১৯তম ওভারে বোলিং করছিলেন হ্যারিস রউফ। ব্যাট হাতে ছিলেন ঈশ সোধি। একটি বল লেগ সাইডে সোধির ব্যাটের নাগাল এড়িয়ে পৌঁছে গিয়েছিলো স্টাম্পের পিছনে। ওয়াইডের সঙ্গে বাই চার হওয়ারও সম্ভাবনা ছিলো। দুর্দান্ত ক্ষিপ্রতায় শরীর ছুঁড়ে দিয়ে বল তালুবন্দী করেন আজম খান (Azam Khan)। তাঁর দুর্দান্ত উইকেটরক্ষন বিশ্বাস করতে পারছিলেন না সতীর্থরাও। অভিভূত বাবর আজম ছুটে এসে প্রায় ঝাঁপিয়ে পড়েন তাঁর উপরে। মইন পুত্রের মুখেও তখন হাজার ওয়াটের হাসি।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: বিবাহ বিচ্ছেদ হয়ে গেল সানিয়া-শোয়েবের, সোশ্যাল মিডিয়া টেনিস তারকা দিলেন বড় প্রমাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *