Asian Games 2022: ঠাসা ক্রীড়াসূচী রয়েছে ভারতীয় দলের সামনে। বর্তমানে টিম ইন্ডিয়া e রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এরপর রয়েছে এশিয়া কাপ, রয়েছে একদিনের বিশ্বকাপও। এতকিছুর সাথে ২০২৩ সালে যুক্ত হয়েছে এশিয়ান গেমস (Asian Games 2022)। ২০১০ থেকে এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও এতদিন দল পাঠাতো না বিসিসিআই। তবে বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকে ১৯তম এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের মেয়েরা রূপো জিতেছিলো। সেই সাফল্য বিসিসিআই-এর অবস্থান বদলের অন্যতম কারণ বলা হচ্ছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি শুরু হবে এশিয়ান গেমস। তবে তার প্রায় দুই মাস বাকি থাকতেই পুরুষ ও মহিলাদের দল ঘোষণা করে দিলো বোর্ড।
মেয়েদের ইভেন্টে এর আগে একাধিপত্য ছিলো পাকিস্তান। তবে এইবার সোনার অন্যতম দাবীদার হতে চলেছে ভারত। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ‘উইমেন ইন ব্লু’র প্রথম সারির দলই যাচ্ছে চীনের হাংঝৌতে। বাংলার রিচা ঘোষ (Richa Ghosh) এবং তিতাস সাধু রয়েছেন দলে। তবে বিশ্বকাপের কারণে পুরুষদের সেরা একাদশকে পাঠাতে পারছে না বোর্ড। বরং দ্বিতীয় সারির দল পাঠানো হচ্ছে এশিয়ান গেমসের জন্য। এক ঝাঁক তরুণ মুখ জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। অধিনায়ক বাছা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। দলে সামিল হয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং-রা। এশিয়ান গেমসের দলে তারুণ্যের সমাহার দেখে সমর্থকেরা খুশি হলেও দুই তারকার অনুপস্থিতি নজর এড়ায় নি তাঁদের। যোগ্য হলেও মূল দলে তাঁরা সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সমর্থকেরা।
Read More: হার্দিক পান্ডিয়ার জন্য শুরু হচ্ছে খারাপ সময়, MS ধোনির ছত্রছায়ায় বেড়ে উঠেছে তার ‘কাল’ !!
ভেঙ্কটেশ আইয়ার-

এই তালিকায় প্রথম নাম অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। তাঁকে মূল দলে রাখে নি বিসিসিআই। বরং মধ্যপ্রদেশের পেস বোলিং অলরাউন্ডারের জায়গা হয়েছে স্ট্যান্ড-বাইয়ের তালিকায়। এই বছর আইপিএলে বেশ কিছু ম্যাচ অনবদ্য ব্যাটিং করেছিলেন এই বাঁ-হাতি। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে শতরান করেন। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। টি-২০ ক্রিকেটে ভালো ফর্মে থাকলেও সুযোগ পান নি তিনি। ভেঙ্কটেশের (Venkatesh Iyer) মত ক্রিকেটার কি কারণে স্ট্যান্ড-বাই হিসেবে থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
২০২১ সালে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকেই (Venkatesh Iyer) দলে সুযোগ দিয়েছিলো বিসিসিআই। দেশের জার্সিতে ২টি একদিনের ম্যাচ এবং ৯টি টি-২০’র বেশী এগোয় নি তাঁর কেরিয়ার। একদিনের ম্যাচে তিনি সাকুল্যে ২৪ রান করেন, এছাড়া টি-২০তে তাঁর মোট রান ১৩৩। ভারতের হয়ে কুড়ি-বিশের খেলায় ৫টি উইকেটও রয়েছে তাঁর।
দীপক হুডা-
দীপক হুডাকেও (Deepak Hooda) মূল দলে রাখে নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং স্ট্যান্ড বাইয়ের তালিকায় ভেঙ্কটেশ আইয়ারের সাথে জায়গা হয়েছে তাঁরও। গত বছর মিডল অর্ডারে বেশ কিছু ম্যাচ ভারতের জার্সিতে খেলেছেন তিনি। ব্যাট হাতে যেমন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ শতরান করেছেন, তেমন বল হাতে নিউজিল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ উইকেট তুলেছেন তিনি। রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) এশিয়ান গেমসে পাচ্ছে না ভারতীয় দল। তাঁর পরিবর্ত হিসেবে শহবাজ আহমেদকে (Shahbaz Ahmed) দেখছে বিসিসিআই। কিন্তু পরিসংখ্যান খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বাংলার শাহবাজ নয়, স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দীপক হুডাই হতে পারতেন যোগ্যতম বিকল্প।
দীপক হুডা (Deepak Hooda) এখনও অবধি ভারতের হয়ে ১০টি একদিনের ম্যাচ এবং ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর রান সংখ্যা ১৫৩। এবং কুড়ি-বিশের খেলায় তিনি ৩৬৮ রান করেছেন। হুডা সাধারণত মিডল অর্ডারে খেললেও প্রয়োজনে ওপেনও করতে পারেন। তাঁর এই দক্ষতাকে কাজে লাগানো উচিৎ ছিলো ভারতের।
Asian Games-এর জন্য ঘোষিত দল-.

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)।
স্ট্যান্ড বাই- ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, যশ ঠাকুর, বি.সাই সুদর্শন, সাই কিশোর।