asia-cup-rahane-on-indian-trump-cards

আর্শদীপ সিং-

Arshdeep Singh | Asia Cup | Image: Getty Images
Arshdeep Singh | Image: Getty Images

বাম হাতি পেসার আর্শদীপ সিংকেও (Arshdeep Singh) সম্ভাব্য ম্যাচ উইনারদের তালিকায় রাখছেন অজিঙ্কা রাহানে। এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁর সামনে রয়েছে কুড়ি-বিশের ফর্ম্যাটে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার হাতছানি। জ্বলে উঠবেন পাঞ্জাবের পেস তারকা, ধারণা প্রাক্তন টেস্ট সহ-অধিনায়কের। বলেছেন, “বুমরাহ’র সাথে আর্শদীপ কেমন বোলিং করে তা দেখতে আমি উদ্‌গ্রীব। আমরা সকলেই জানি ও কতটা দক্ষ। ওর সক্ষমতা কতটা। ও (আর্শদীপ) দুই দিকে স্যুইং করাতে পারে। পাশাপাশি নতুন বলে ইয়র্কার দিতে পারে, যা খুবই কার্যকরী একটা দক্ষতা। শুধুমাত্র বুমরাহ বা কোনো একজন বোলারের উপর আপনি নির্ভর করতে পারেন না। আর্শদীপ ঐ ইয়র্কারগুলো করতে পারে, স্ট্রেট ইয়র্কার, ওয়াইড ইয়র্কার। যেমনটা বলছিলাম, ও ব্যাটারকে বোকা বানাতে পারে। ওর স্লোয়ার বল করার সক্ষমতাও রয়েছে। আর রয়েছে উইকেট নেওয়ার দক্ষতা।”

Also Read: একই মঞ্চে থাকবে না ভারত-পাক, এশিয়া শুরুর আগেই বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *