asia-cup-rahane-on-indian-trump-cards

জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

গত বছর ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই সাফল্যের প্রায় ১৫ মাস পর ফের কুড়ি-বিশের ক্রিকেটে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। মহাদেশীয় মেগা টুর্নামেন্টেও ‘তুরুপের তাস’ হতে পারেন পেস তারকা, মনে করছেন রাহানে (Ajinkya Rahane)। জানিয়েছেন, “এশিয়া কাপে বুমরাহকে দেখতে মুখিয়ে আছি। এক বছর কোনো আন্তর্জাতিক টি-২০ খেলে নি ও। কিন্তু সংক্ষিপ্ত ফর্ম্যাটে ও ভালোই খেলছে। ছন্দে রয়েছে। ও যে কোনো সময় বোলিং করতে পারে। প্রভাব ফেলতে পারে। কঠিন পরিস্থিতিতে বোলিং করে ম্যাচ জেতাতে পারে আপনাকে। ওর দক্ষতা আমরা সবাই জানি। ও একজন ম্যাচ উইনার। যদি বুমরাহ কোনো উইকেট নাও নেয় তাহলেও ও রানের গতিরোধ করতে পারে। যার সুফল অন্যরা পাবে। বুমরাহ’র দলে থাকা একটা বাড়তি সুবিধা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *