সূর্যকুমার যাদব-

টি-২০তে ভারতীয় ব্যাটিং বিভাগের প্রধান ভরসা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অধিনায়ক হিসেবে তাঁর চমকপ্রদ পরিসংখ্যান এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়াকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করেন অজিঙ্কা রাহানে। চোট সারিয়ে ফেরার পর সাফল্য পেতে মরিয়া থাকবেন মুম্বইয়ের তারকা, মনে করেন তিনি। রাহানে জানিয়েছেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা ওর (সূর্যকুমার) বিশেষ ভালো কাটে নি। কিন্তু আইপিএলে দারুণ ভাবে ফর্মে ফিরেছিলো। পাঁচটা অর্ধশতক করেছিলো। ভালো স্ট্রাইক রেট বজায় রেখে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলো। আমরা জানি সূর্য একজন বিধ্বংসী ব্যাটার। এই ফর্ম্যাটে ও দারুণ খেলেছে। অস্ত্রোপচারের পর কেমন ব্যাটিং করে তা দেখতে হবে।” “অধিনায়ক হিসেবে ও দুর্দান্ত। ও উদ্যমী অধিনায়ক। অতীতে দারুণ নেতৃত্ব দিয়েছে। তবে এশিয়া কাপে ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে,” মন্তব্য তাঁর।