হার্দিক পান্ডিয়া-

এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াডে রয়েছেন হার্দিক পান্ডিয়া Hardik Pandya)। সাদা বলের দুই ফর্ম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় উপরের দিকেই থাকবেন তিনি। নতুন বল হাতে পাওয়ার প্লে-তে বোলিং করতে পারেন তিনি। আবার ডেথ ওভারে উইকেট তোলার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিতে দেখা যায় হার্দিক’কে (hardik Pandya)। ব্যাট হাতেও ভারতীয় দলে তাঁর গুরুত্ব অপরিসীম। ছয়ে নেমে প্রায়শই ঝড় তোলেন বাইশ গজে। বড় টুর্নামেন্টে বরাবর নজরকাড়া পারফর্ম্যান্স করেন হার্দিক। এবার এশিয়া কাপেও (Asia Cup 2025) তাই তাঁকে নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। তাঁর উপর বাজি ধরছেন অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। তিনি জানিয়েছেন, “আমি চাই হার্দিক দলের হয়ে চার ওভার বোলিং করুক। ও যদি সেটা করতে পারে, যদি চার ওভার বোলিং করে তাহলে দলে দুর্দান্ত ভারসাম্য দেখা যাবে।”