TOP 5: এগিয়ে আসছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আগামী ৯ তারিখ আফগানিস্তান বনাম হং কং ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ ভারত দৌড় শুরু করছে ১০ তারিখ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। এরপর ১৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি দুই দল। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে তাই রয়েছে বাড়তি উত্তেজনা। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে। কুড়ি-বিশের ফর্ম্যাটে আয়োজিত হচ্ছে এবারের এশিয়া কাপ। গত বছর বিশ্বকাপ জয়ের পর ভারতীয় টি-২০ স্কোয়াডে একঝাঁক রদবদল করেছে বিসিসিআই। ‘নিউ লুক’ ভারতকে সাফল্য এনে দেবেন কারা? প্রশ্নের উত্তরে পাঁচ জনের নাম জানিয়েছেন অজিঙ্কা রাহানে।
Read More: প্রকাশ্যে ভারতের এশিয়া কাপের একাদশ, প্রিয় ছাত্রকে বাদ দিয়েই ছক সাজাচ্ছেন কোচ গম্ভীর !!
অক্ষর প্যাটেল-

টি-২০ বিশ্বকাপ ফাইনালে অক্ষরের লড়াকু ইনিংস শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলো টিম ইন্ডিয়াকে। আসন্ন এশিয়া কাপেও (Asia Cup 2025) তিনি বড় ভূমিকা নেবেন বলে মনে করছেন অজিঙ্কা রাহানে। অক্ষর সম্পর্কে তাঁর মূল্যায়ন, “আমার মনে হয় ওকে নিয়ে যথেষ্ট আলোচনা হয় না। একজন খেলোয়াড় হিসেবে ও (অক্ষর) প্রচুর উন্নতি করেছে গত দুই-তিন বছরে। একজন ব্যাটার বা একজন বোলার হিসেবে যখনই সুযোগ পেয়েছে তখনই দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। ও পাওয়ার-প্লে’তে নতুন বলে কার্যকরী। মাঝের ওভারেও বোলিং করতে পারে। আবার প্রয়োজনে ডেথ ওভারেও বোলিং করতে পারে।” “অক্ষরের মত কেউ দলে থাকলে একজন অধিনায়ক সবসময়ই খুশি হন। ওর ফিল্ডিং দক্ষতা ভুলে গেলেও চলবে না। দুবাইতে হচ্ছে এশিয়া কাপ। সম্ভবত স্পিন সহায়ক উইকেট থাকবে। অক্ষরের দক্ষতা ও অভিজ্ঞতা দলের কাজে লাগবে,” সংযোজন তাঁর।