Asia Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ভারতের সময়টা ভালো যাচ্ছে না। ২০১৩ সালের পর থেকে আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় জয় পায় নি টিম ইন্ডিয়া। বারবার ফাইনাল বা সেমিফাইনাল অবধি পৌঁছেও ফিরতে হয়েছে খালি হাতে। সাম্প্রতিক অতীতে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল ও ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো ভারত। কিন্তু যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হয় বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। ২০২৩ সালেও আইসিসি ট্রফি জয়ের সুযোগ এসে গিয়েছিলো ভারতীয় দলের সামনে। দ্বিতীয়বার ভারত জায়গা করে নিয়েছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়লো না তাদের। ইংল্যান্ডের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় জুটলো ২০৯ রানের ব্যবধানে।
লাগাতার ব্যর্থ হতে থাকা ভারতের সামনে পরবর্তী বড় চ্যালেঞ্জ ২০২৩-এর এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত এই প্রতিযোগিতাতে ২০১৮ সালে শেষবার জয় পেয়েছিলো ভারতীয় দল। অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে সেপ্টেম্বরের এশিয়া কাপকে ব্যবহার করতে চাইছে বিসিসিআই। যদিও এই প্রতিযোগিতা কোথায় আয়োজিত হবে তা নিয়ে চলছে জোর বিতর্ক। কূটনৈতিক বিবাদে জড়িয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান। তবুও এশিয়া কাপকে মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছে ভারতীয় বোর্ড। বড় প্রতিযোগিতায় বাজিমাত করতে দলের সাথে জুড়ে দেওয়া হতে পারে কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। বিশ্বকাপের স্কোয়াডে কারা জায়গা পাচ্ছেন তার ইঙ্গিত পাওয়া যেতে পারে এশিয়া কাপের ১৫ সদস্যের দল থেকে।
Read More: WTC Final: আউটের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের জের, ICC’র কড়া শাস্তির খাঁড়া নেমে এলো শুভমান গিলের উপরে !!
ধোনি জমানা ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেটে-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হতশ্রী হারের পর থেকেই প্রশ্নের মুখে দলের স্ট্র্যাটেজি নির্মাণ থেকে প্রথম একাদশ চয়ন। অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়েই ডুবতে হচ্ছে ভারতকে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মানসিকতার বদল দরকার দলের, জানাচ্ছেন অনেক ক্রিকেটবোদ্ধা। কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে জয়ের দিশা খুঁজে পেতে বিসিসিআই দলের সঙ্গে যুক্ত করতে পারে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছু দিন হলো। কিন্তু ক্রিকেট মস্তিষ্ক যে সজীব রয়েছে তা ধোনি বুঝিয়ে দিয়েছেন ২০২৩-এর আইপিএলে। তাঁর দুরন্ত অধিনায়কত্বের গুণে পঞ্চম ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস (CSK)। ধোনির মগজাস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে তাঁকে মেন্টর করা হতে পারে দলের। কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে মেন্টর ধোনির (MS Dhoni) রসায়ন এশিয়া কাপে দলের কাজে আসতে পারে। এর আগে ২০২১ টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ‘মেন্টর’ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ধোনি। সেইবার অবশ্য টিম ইন্ডিয়া বিশেষ সুবিধা করতে পারে নি প্রতিযোগিতায়।
এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে তা নিয়ে এখনও কাটে নি জট। আয়োজনের দায়িত্ব ছেড়ে পিছিয়ে আসতে রাজী নয় পাকিস্তান। অন্যদিকে ভারত জানিয়ে দিয়েছে এই প্রতিযোগিতা খেলতে তারা পাকিস্তানে পা দেবে না। চলছে দুই পক্ষের দড়ি টানাটানি। শেষমেশ পাক বোর্ডের তরফে এক হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে বাকি দলগুলির ম্যাচ আয়োজিত হোক পাকিস্তানে। কেবল ভারত নিজেদের ম্যাচগুলি খেলতে পারে কোনো নিরপেক্ষা ভেন্যুতে। ‘টিম ইন্ডিয়া’র ম্যাচগুলি আয়োজন করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে অধিনায়ক রোহিতের বড় পরীক্ষা-
দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেটের ট্রফি খরা দূর করতে অনেক আশা নিয়ে অধিনায়কত্বের ভার সঁপা হয়েছিলো রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে। সরানো হয়েছিলো বিরাট কোহলিকে (Virat Kohli)। এর আগে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে ২০১৬ সালের এশিয়া কাপ, ২০১৮ সালের নিদাহাস ট্রফি জিতেছিলেন রোহিত। কিন্তু পূর্ণ সময়ের নেতা হিসেবে তাঁর পরিসংখ্যান মোটের চমকপ্রদ নয়। ২০২২ সালে এশিয়া কাপে শেষ চার থেকে ছিটকে যায় ভারতীয় দল। সেই বছরেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মেলে ১০ উইকেটে হার। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মাথা তুলে দাঁড়াতে পারে নি ভারত। আসন্ন এশিয়া কাপ তাই অধিনায়ক রোহিতের (Rohit Sharma) কাছেও বলা যেতে পারে অ্যাসিড টেস্ট। বিশ্বকাপে মাঠে নামার আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাসকে সঙ্গী করতে চাইবেন তিনি। বিশ্ব ক্রিকেটের মেগা ইভেন্টের মহড়া হিসেবে এশিয়া কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে গোটা দলই।
দেখে নিন Asia Cup 2023-এ ভারতের সম্ভাব্য দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।