Asia Cup 2023: এশিয়া কাপের মঞ্চে আজ ক্রিকেটের এল-ক্লাসিকো। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান। চার বছর পর কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচে সম্মুখসমরে নেমেছে দুই পড়শি দেশ। স্বভাবতই উত্তেজনার পারদ চড়েছে সপ্তমে। এর সাথে এশিয়া কাপ আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট কূটনীতির লড়াই ঘি ঢেলেছে প্রতিদ্বন্দ্বীতার আগুনে। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। শুরুর ওভারগুলোয় রোহিত আর শুভমানের জুটি সামলে নিলেও বৃষ্টির বিরতি ভারতের গেমপ্ল্যান ওলটপালট করে দেয়। শাহীনের বলে প্রথমে আউট হন রোহিত, তারপর বোল্ড হন বিরাট কোহলিও। চার নম্বরে নেমে আশা জাগানোর প্রয়াস করেছিলেন শ্রেয়স আইয়ার। ব্যর্থ হলেন তিনিও।
পিঠের বালজিং ডিস্কের চোট সারিয়ে আজ মাঠে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। শাহীন শাহ আফ্রিদির দুরন্ত বোলিং-এ ভারতের টপ অর্ডারে ধ্বস নামায় দ্রুতই বাইশ গজে পা রাখতে হয়েছিলো তাঁকে। বাকিরা যখন পাক ফাস্ট বোলারদের গতি ও স্যুইং-এর সামনে জবুথবু, তখন সপ্রতিভ ব্যাটিং-এর প্রয়াস দেখা গিয়েছিলো শ্রেয়সের ব্যাটে। পালটা আঘাতের পন্থা বেছে নিয়েছিলেন তিনি। রোহিত, বিরাটদের ব্যর্থতার পর টিম ইন্ডিয়ার যাবতীয় আশা-আকাঙ্ক্ষা টিকে ছিলো শ্রেয়সের উপরেই। কিন্তু গতির আঘাত সইতে পারলেন না তিনিও। দশম ওভারের পঞ্চম বলটিতে তাঁকে ফিরিয়ে দেন হারিস রউফ। ১৪৭ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শর্ট বল করেছিলেন হারিস, তাকে পুল করতে গিয়ে সোজাসুজি মিড উইকেটে দাঁড়ানো ফখর জামানের হাতে মেরে বসেন তিনি। ৯ বলে ১৪ রান করে আউট হলেন শ্রেয়স। তৃতীয় উইকেট হারিয়ে বেকায়দায় ভারতীয় দল।