পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর অনিশ্চিত ছিলো এশিয়া কাপের (Asia Cup 2025) ভবিষ্যত। ক্রিকেটের বাইশ গজে ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে নামতে রাজী হবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু শেষমেশ রাজী হয়েছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। বাংলাদেশে আয়োজিত এসিসি’র বৈঠকে মিটেছে টুর্নামেন্ট সংক্রান্ত যাবতীয় জটিলতা। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আটদলীয় প্রতিযোগিতা। চলবে ২৮ সেপ্টেম্বর অবধি। ২৪ জুলাই গ্রুপ বিন্যাসও ঘোষণা করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান ও ওমানের সাথে টিম ইন্ডিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। স্কোয়াডে কারা সুযোগ পাবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দল ঘোষণা করতে পারে বিসিসিআই। নেতৃত্বে থাকছেন সূর্যকুমারই। সহ-অধিনায়কের পদ কে পাচ্ছেন তা নিয়ে রয়েছে কৌতূহল।
Read More: বাদ ঈশান কিষাণ, ফিরছেন রাহানে-পূজারা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় টেস্ট দল এলো প্রকাশ্যে !!
সহ-অধিনায়কত্ব নিয়ে থাকছে লড়াই-

গত জুন মাসের ২৫ তারিখ জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো সূর্যকুমার যাদবের। এশিয়া কাপের (Asia Cup 2025) আগে তিনি ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন অনুরাগীরা। কিন্তু মিলেছে স্বস্তির খবর। সঠিক পথেই এগোচ্ছে ‘মিস্টার ৩৬০’র রিহ্যাব। ইতিমধ্যে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন তিনি। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে তিনিই সামলাতে চলেছেন ভারতীয় দলের নেতৃত্ব। তবে এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যের ডেপুটি কে হবেন তা নিয়ে এখনও মেলে নি কোনো স্পষ্ট তথ্য। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর যে শুভমান গিল ও অক্ষর প্যাটেলের নাম রয়েছে বিসিসিআই কর্মকর্তাদের ভাবনায়। তাঁদের দু’জনের মধ্যে কাউকে করা হতে পারে সহ-অধিনায়ক।
গত বছরের জুলাইতে শ্রীলঙ্কা সফরে টি-২০ দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিলো শুভমান গিলে’র (Shubman Gill) নাম। কিন্তু এরপর আর কোনো টি-২০ সিরিজ খেলেন নি পাঞ্জাবের তরুণ। তাঁর অবর্তমানে সহ-অধিনায়কত্ব করেন অক্ষর প্যাটেল (Axar Patel)। আসন্ন টুর্নামেন্টে সহ-অধিনায়ক হওয়ার লড়াইতে কার ভাগ্যে শিকে ছিঁড়বে সেদিকে এখন নজর সকলের। ইতিমধ্যে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান (Shubman Gill)। তিন ফর্ম্যাটেই যে তাঁকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখছে বোর্ড, তা এই মুহূর্তে স্পষ্ট। ফলে এশিয়া কাপে সহ-অধিনায়ক হওয়ার ক্ষেত্রে শুভমানের পাল্লাই ভারী বলে মনে করছেন বিশেষজ্ঞমহলের একাংশ। আবার রয়েছে উলটো মত’ও। অক্ষরের (Axar Patel) অভিজ্ঞতা এশিয়া কাপে (Asia Cup 2025) কাজে আসবে ভারতের, বলছেন অনেকেই।
জসপ্রীত বুমরাহ খেলবেন? রয়েছে ধোঁয়াশা-

এশিয়া কাপে (Asia Cup 2025) খেলবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)? স্পষ্ট উত্তর নেই কারও কাছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ড সফরে কেবল তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন দেশের সেরা পেস অস্ত্র। কিন্তু তাও চোট এড়াতে পারেন নি তিনি। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন যে হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। ফলে ওভালে খেলানো যায় নি তাঁকে। এমনকি ম্যাচের মাঝপথেই রিলিজ করে দেওয়া হয় স্কোয়াড থেকে। সেপ্টেম্বরে এশিয়া কাপ শুরুর আগে তিনি ফিট হয়ে উঠবেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বুমরাহ যদি না খেলেন সেক্ষেত্রে ভারতীয় পেস বিভাগের ‘মুখ’ হয়ে উঠতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। সঙ্গী হিসেবে হার্দিক ও হর্ষিত রাণা’কে বেছে নিতে পারেন নির্বাচকেরা। ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকার সম্ভাবনা কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর।