asia-cup-2025-to-be-held-in-india

এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে বড় সিদ্ধান্ত নিলো মহাদেশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা এসিসি। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হলো ভারতকে। এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল টিম ইন্ডিয়া (Team India)। ১৯৮৪ থেকে ২০২৩-টুর্নামেন্টের মোট ১৬টি সংস্করণেই অংশ নিয়েছে তারা। এর মধ্যে জিতেছে ৮ বার। ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছে তারাই। আগামী বছর ঘরের মাঠে নিজেদের খেতাব রক্ষার সুযোগ পেতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এশিয়া কাপের (Asia Cup) সফলতম দল হলেও এর আগে মাত্র একবার টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ১৯৯০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জিতেছিলো ‘মেন ইন ব্লু’ই। দ্বিতীয় সুযোগেও ট্রফি দেশেই রাখতে চাইবে দল।

Read More: IND vs SL, 3rd T20i, Dream 11 Prediction in Bengali: ভারতের দাপট নাকি শ্রীলঙ্কার প্রত্যাঘাত? সিরিজের শেষ ম্যাচে ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জানুন এক ক্লিকে !!

টি-২০ ফর্ম্যাটে হবে খেলা-

Asia Cup | Image: Twitter
Asia Cup | Image: Twitter

১৯৮৪ সালে প্রথমবার আয়োজিত হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup)। এরপর থেকে টুর্নামেন্টের টানা ১২টি সংস্করণ হয়েছে ওয়ান ডে ফর্ম্যাটে। তবে ২০১৬ সাল থেকে নতুন সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এশিয়া কাপের একদম পরেই আইসিসি’র যে ‘হোয়াইট বল’ টুর্নামেন্ট থাকে, সেই ফর্ম্যাটেই টুর্নামেন্ট আয়োজন করে এসিসি। অংশগ্রহণকারী দলগুলিকে আইসিসি প্রতিযোগিতার প্রস্তুতির এক মঞ্চ তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। যেহেতু ২০২৬ সালে রয়েছে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), সেহেতু টি-২০ ফর্ম্যাটেই আয়োজিত হতে চলেছে ২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup)। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের আসরও বসার কথা ভারত ও শ্রীলঙ্কায়। তার আগে এশিয়া কাপ খেলে ভারতের পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে অংশগ্রহণকারী দেশগুলি।

পাকিস্তানের আসা নিয়ে থাকছে সংশয়-

Pakistan Cricket Team | Image: Getty Images
Pakistan Cricket Team | Image: Getty Images

২০২৫-এর এশিয়া কাপের (Asia Cup) ভেন্যু হিসেবে ভারতের নাম ঘোষণা হওয়ার পরেই আরও একবার ভারত-পাক ক্রিকেট কূটনীতির যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের মাটিতে বসার কথা ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। ভারত যে পড়শি দেশে যেতে রাজী নয়, তা স্পষ্ট করা হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে। ইতিমধ্যেই ‘প্রতিশোধ’ হিসেবে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আসার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না গেলে এশিয়া কাপের ক্ষেত্রেও পাক বোর্ড একই অবস্থান নিতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল। তারা ভারতে না আসার ব্যপারে চাপ বাড়াবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর। ২০২৩ সালেও এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ খেলা নিয়ে দুই দেশের মধ্যে চলেছিলো দড়ি টানাটানি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

২০২৭-এর টুর্নামেন্ট হবে বাংলাদেশে-

Bangladesh Cricket Team | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

একসাথে পরবর্তী দুটি এশিয়া কাপের (Asia Cup) আয়োজক দেশের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। ২০২৫-এর টুর্নামেন্টের আয়োজক হিসেবে যেমন দায়িত্ব পেয়েছে ভারত, তেমনই ২০২৭-এর টুর্নামেন্ট আয়োজনের ভার দেওয়া হয়েছে বাংলাদেশকে। ২০২৭ সালেই রয়েছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে রয়েছে মহারণ। সেই কথা মাথায় রেখেই ২০২৭-এর এশিয়া কাপ (Asia Cup 2027) হতে চলেছে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। ২০২৫ ও ২০২৭ সালের দুটি টুর্নামেন্টেই ১৩টি করে ম্যাচ থাকার কথা। এশিয়া কাপের পরবর্তী দুই সংস্করণের জন্যই ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ,আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ষষ্ঠ দল হিসেবে কারা যোগ্যতা অর্জন করবে তা বেছে নেওয়া হবে কোয়ালিফাইং টুর্নামেন্টের মাধ্যমে।

Also Read: ৬, ৬, ৬, ৬…অনবদ্য পৃথ্বী শ, ইংল্যান্ডের মাঠে প্রতিভার স্বাক্ষর রাখলেন ভারতীয় তরুণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *