asia-cup-2025-india-vs-sri-lanka-match-report

Asia Cup 2025: গত বছরের জুলাইতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে একটা সময় সুবিধাজনক অবস্থায় ছিলো শ্রীলঙ্কা। কিন্তু শেষ দুই ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব। ব্যাট নয় বরং বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স করে সেদিন ম্যাচ টাই করিয়েছিলেন তাঁরা। সুপার ওভারে শেষমেশ জেতে ‘মেন ইন ব্লু।’ আজ দুবাইয়ের বাইশ গজেও দেখা গেলো প্রায় একই ছবি। ভারতের তোলা ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে এগোচ্ছিলো লঙ্কানরা। জয়ের আশা জাগিয়েছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। কিন্তু মোক্ষম সময়ে ফের উইকেট তুলে নিয়ে লড়াইতে ফিরলো ভারত। ম্যাচ গড়ালো সুপার ওভারে। পাল্লেকেলেতে সেদিন এক ওভারের লড়াইতে এঁটে উঠতে পারে নি লঙ্কানরা, আজ এশিয়া কাপেও (Asia Cup 2025) বদলালো না ছবিটা। রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত টিম ইন্ডিয়ারই।

Read More: “পিটিয়ে ছাতু করে দিলো…” শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২ রান বানালো ভারত, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

ধুন্ধুমার ব্যাটিং পাথুম-কুশলের-

Pathum Nissanka | Asia Cup 2025 | Image: Getty Images
Pathum Nissanka | Asia Cup 2025 | Image: Getty Images

বল হাতে শুরুটা ভালোই করেছিলো টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। আরও একটা সহজ জয়ের দিকে এগোচ্ছে ‘মেন ইন ব্লু,’ কার্যত নিদান দিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এরপর দুবাইয়ের বাইশ গজে ঝড় তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। আজ জসপ্রীত বুমরাহ ছিলেন না প্রথম একাদশে। তাঁর বদলে আর্শদীপ সিং-কে একাদশে জায়গা দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। পাওয়ার-প্লে’তে লঙ্কান ব্যাটাররা নিশানা করেছিলেন তাঁকে। বিগত ম্যাচগুলিতে স্পিন বারবার সাফল্য এনে দিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। কিন্তু আজ পাথুম (Pathum Nissanka) বা কুশলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ দিশাহারা দেখালো বরুণ, অক্ষর এমনকি কুলদীপ যাদবকেও। ১৩৪ রান স্কোরবোর্ডে যোগ করেন দু’জনে। ৭০ বলের অপেক্ষার পর কুশলকে ফিরিয়ে ভারতকে স্বস্তি দেন বরুণ চক্রবর্তী।

পাথুমের প্রয়াসে জল ঢাললো মিডল অর্ডার-

Harshit Rana | Asia Cup 2025 | Image: Getty Images
Harshit Rana | Asia Cup 2025 | Image: Getty Images

৩২ বলে ১টি ছক্কা ও ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৮ করে সাজঘরে ফেরেন কুশল পেরেরা (Kusal Perera)। তিনি আউট হওয়ার পরেও আক্রমণ জারি রেখেছিলেন পাথুম নিশাঙ্কা। চলতি এশিয়া কাপের প্রথম শতরানটি এলো তাঁর ব্যাট থেকে। কিন্তু অপর প্রান্তে হতাশ করলেন চরিথ আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস’রা। যথাক্রমে ৫ ও ৩ রান করে সাজঘরে ফেরেন তাঁরা। শেষ ছয় বলে লঙ্কানদের প্রয়োজন ছিলো ১২ রান। হর্ষিত রাণা’র (Harshit Rana) হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। অতীতে আইপিএলে নাইট রাইডার্সের জার্সিতে শেষ ওভারে হেনরিখ ক্লাসেনকে রুখে দিয়েছিলেন দিল্লীর তরুণ। আজ মারমুখী নিশাঙ্কাকেও সাজঘরে ফেরালেন তিনিই। ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। দাসুন শানাকা মরিয়া প্রয়াস করলেও জয় এনে দিতে পারেন নি শ্রীলঙ্কাকে। ভারতের তোলা ২০২/৫-এর জবাবে শ্রীলঙ্কাও থামে ২০২/৫ তুলেই।

সুপার ওভারে বাজিমাত ভারতের-

IND vs SL | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs SL | Asia Cup 2025 | Image: Getty Images

পাল্লেকেলের সেই ম্যাচে সুপার ওভারে ২ উইকেটের বিনিময়ে ২ রান তুলেছিলো শ্রীলঙ্কা। জোড়া উইকেট তুলে ভারতের কাজটা সহজ করে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। আজ বোলিং-এর দায়িত্ব পেয়েছিলেন আর্শদীপ সিং। তিনিও মাত্র ২ রানেই রুখে দিলেন শ্রীলঙ্কাকে। ওভারের প্রথম বলেই আউট হন কুশল পেরেরা। দ্বিতীয় বলে কোনোক্রমে ১ রান নেন কামিন্দু মেন্ডিস। তৃতীয় ডেলিভারিতে কোনো রান হয় নি। এরপর আরও একটি ওয়াইড করেন আর্শদীপ (Arshdeep Singh)। চতুর্থ বলটিতে আম্পায়ার শানাকাকে আউট ঘোষণা করলেও রিভিউয়ের সাহায্যে রক্ষা পান তিনি। কিন্তু স্কোর এগিয়ে নিয়ে যেতে পারেন নি। ওভারের পঞ্চম বলটিতেই ধরা পড়েন জিতেশ শর্মা’র হাতে। গত বল পাল্লেকেলে্র সুপার ওভারে এক বলেই ম্যাচ শেষ করেছিলেন সূর্যকুমার। আজ দুবাইতেও এক বলের বেশী খরচ করলেন না ভারত অধিনায়ক। ২ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন তিনি।

Also Read: Asia Cup 2025 IND vs PAK Final: আতসকাঁচের নীচে সূর্যের ফর্ম, শিবমকে নিয়েও রয়েছে চিন্তা, ফাইনালের একাদশে চমক টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *