Asia Cup 2025: ভারতীয় দল এশিয়া কাপ খেলবে কিনা তা নিয়েই একটা সময় ছিলো বড়সড় সংশয়। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর টুর্নামেন্ট বয়কট করবে বিসিসিআই, অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু কার্যত সবাইকে চমকে দিয়েই মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বোর্ড। এমনকি পাকিস্তানের সাথে একই গ্রুপে থাকার ব্যাপারেও সম্মতি জানিয়েছেন রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। ইতিমধ্যে টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। সূত্রের খবর যে অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে স্কোয়াড ঘোষণা করতে চলেছে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। তার আগে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি-কে প্রশ্ন করা হয়েছিলো সম্ভাব্য ভারতীয় (Team India) স্কোয়াড সম্পর্কে। ১৫ জন’কে বেছে নিয়েছে সে। স্ট্যান্ড-বাই হিসেবে রেখেছে আরও চার জন’কে।
Read More: Asia Cup 2025: এশিয়া কাপের আগে বড়ো চমক, আবারও একসঙ্গে গম্ভীর-ধোনি !!
তারকাখচিত স্কোয়াড ভারতের-

গত ২৫ জুন মিউনিখে তলপেটের ডান দিকে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। এশিয়া কাপের (Asia Cup 2025) আগে মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন অনুরাগীরা। কিন্তু মিলেছে স্বস্তির খবর। সঠিক পথেই এগোচ্ছে তাঁর রিহ্যাব। এনসিএ-তে ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন তিনি। এসিসি আয়োজিত টুর্নামেন্টে তাঁর হাতেই উঠতে চলেছে নেতৃত্বের ব্যাটন। গত কয়েক মাসে টি-২০তে নিয়মিত অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং-দের মত তারকারা। প্রত্যাশিত ভাবেই তাদের এশিয়া কাপের স্কোয়াডেও রেখেছে চ্যাটজিপিটি। চমকও রয়েছে স্কোয়াডে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়াল। গত বছরের জুলাইতে শ্রীলঙ্কা সিরিজের পর দেশের হয়ে টি-২০ খেলেন নি দু’জনেই। এক বছর পর তাঁদের ফেরানো হয় কিনা সেদিকে থাকবে নজর।
কোচ গম্ভীরের অলরাউন্ডারপ্রীতি এই মুহূর্তে সর্বজনবিদিত। সেদিকেও খেয়াল রেখেছে চ্যাটজিপিটি। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল রয়েছে এ আই-এর পছন্দের স্কোয়াডে। অক্ষর (Axar Patel) সহ-অধিনায়কত্ব পান কিনা তা নিয়েও কৌতূহল থাকবে ক্রিকেটজনতার। সূর্য’র ডেপুটি হওয়ার দৌড়ে থাকবেন শুভমান’ও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটির বেশী ম্যাচ খেলতে পারেন নি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন যে হাঁটুতে চোট রয়েছে তাঁর। এশিয়া কাপে (Asia Cup 2025) অংশ নেওয়া নিয়ে ছিলো সংশয়। চ্যাটজিপিটি কিন্তু দেশের সেরা পেস অস্ত্রকে রেখেছে স্কোয়াডে। এছাড়া পেস বিভাগে থাকছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও হর্ষিত রাণা। দুই ফ্রন্টলাইন স্পিনারে আস্থা রেখেছে এ আই। রেখেছে চায়নাম্যান কুলদীপ যাদব ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।
ChatGPT’র পছন্দের স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা।
চার স্ট্যান্ড-বাই’কে রাখলো AI-

১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি চার তারকাকে স্ট্যান্ড-বাই বা অতিরিক্ত হিসেবে রেখেছে চ্যাটজিপিটি। সেই তালিকায় রয়েছেন শিবম দুবে। মুম্বইয়ের দীর্ঘদেহী অলরাউন্ডার গত বছরের টি-২০ বিশ্বকাপ থেকেই নিয়মিত ভারতীয় দলের হয়ে খেলে এসেছেন। তাঁর সাম্প্রতিক ফর্মের গ্রাফ খানিক নীচের দিকে যাওয়ায় সম্ভবত মূল স্কোয়াডে জায়গা হয় নি তাঁর। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফি জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya) ও জিতেশ শর্মা। তাঁদের দু’জনকেও স্ট্যান্ড-বাই হিসেবে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়া অতিরিক্তের তালিকায় নাম রয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। হায়দ্রাবাদের পেসার সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন। সাদা বলের ক্রিকেটেও সুযোগ পেলে তিনি যে নিজেকে উজাড় করে দেবেন তা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই ক্রিকেটজনতার।
স্ট্যান্ড-বাই তালিকা-
শিবম দুবে, মহম্মদ সিরাজ, ক্রুণাল পাণ্ডিয়া, জিতেশ শর্মা।