IND vs AUS: এই ক্রিকেটারদের ‘প্রেশার কুকার’ বানিয়ে ফেলেছেন রোহিত, অতিষ্ট হয়ে নেবেন অবসর !! 1

প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট দল (Team India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্টে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে তাদের। ১২ বছর পর ঘরের মাঠে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকা ২-০ ফলে হারিয়ে গিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। শচীন তেন্ডুলকর তখন ছিলেন দলের অধিনায়ক। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের জমানা দেখেছে ভারতীয় দল। হোয়াইটওয়াশ হন নি কেউই। ২৪ বছর পর রোহিত শর্মা’র সময়কালে ফের ‘চুনকাম’-এর কলঙ্ক লাগলো টিম ইন্ডিয়ার (Team India) গায়ে। গোটা সিরিজ জুড়ে দিশাহারা লেগেছে স্বাগতিক দেশকে। রোহিত (Rohit Sharma) যতই সাংবাদিক সম্মেলনে পরাজয়কে ‘সমষ্টিগত ব্যর্থতা’ বলুন, পর্যালোচনা করলে দেখা যাবে যে দায় এড়াতে পারেন না তিনি নিজেও।

Read More: IPL 2025: নেতৃত্ব হাতছাড়া কোহলির, মরসুম শুরুর আগেই হৃদয় ভাঙছে RCB সমর্থকদের !!

কয়েকজনের উপর অতিমাত্রায় নির্ভর দল-

Team India | ক্রিকেট | Image: Getty Images
Team India | Image: Getty Images

দেশের মাঠে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই অধিনায়কত্ব করেছিলেন ১১টি টেস্ট সিরিজে। তারা হেরেছেন ৫টি করে টেস্ট ম্যাচ। পক্ষান্তরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি রোহিতের নেতৃত্বকালে পঞ্চম হোম সিরিজ ছিলো। তার মধ্যেই ঘরের মাঠে হারের সংখ্যার নিরিখে দুই পূর্বসূরিকে ছুঁয়ে ফেললেন হিটম্যান। এরমধ্যে শেষ তিনটি টেস্টে লাগাতার মিলেছে পরাজয়। সাম্প্রতিক কালে ক্রিকেটের মাঠে এই চূড়ান্ত ব্যর্থতার কাটাছেঁড়া করতে গিয়ে বিশেষজ্ঞদের অনেকেই মনে হয়েছে যে টিম গেম নয়, এই মুহূর্তে ‘মেন ইন ব্লু’ অনেকটাই নির্ভরশীল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) উপর। সেই অতিমাত্রায় অশ্বিন (Ravichandran Ashwin), জাদেজা বা বুমরাহ নির্ভরতাই কাল হয়েছে কিউইদের বিরুদ্ধে। তাঁরা ছন্দ হারিয়ে ফেলায় ডুবেছে দল।

পরিসংখ্যান ঘেঁটে দেখলেও বোঝা যাবে যে শেষ ১৮ বা ২৪ মাসে বারবার ব্যাটে-বলে অশ্বিন-জাদেজাকেই (Ravindra Jadeja) নামতে হয়েছে ত্রাতার ভূমিকায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে দেশকে উদ্ধার করেছেন দুই অলরাউন্ডার। এমনকি সম্প্রতি চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে ধুঁকতে থাকা ব্যাটিং-কে একপ্রকার উদ্ধারই করেন দু’জনে। শতরান করেন অশ্বিন, অর্ধশতক আসে জাদেজার ব্যাটে। নিউজিল্যান্ড সিরিজেও ভারতের হয়ে মুম্বই টেস্টে ১১ উইকেট নিয়েছেন জাদেজা। তাতেও শেষরক্ষা হয় নি। বুমরাহ’র (Jasprit Bumrah) ক্ষেত্রেও ব্যাপারটা খানিক একই। কেবল দেশে নয়, বিদেশেও ভারতীয় টেস্ট দলের প্রধান অস্ত্র ডান হাতি পেসার। ডারবান হোক বা বিশাখাপত্তনম, প্রতিপক্ষকে ব্যাকফুটে পাঠাতে বুমরাহ’র গতিই অস্ত্র রোহিতের।

নিরন্তর চাপে ভারতীয় ত্রয়ী-

Team India | ক্রিকেট | Image: Getty Images
Team India | Image: Getty Images

অশ্বিন, জাদেজা ও বুমরাহ-এই তিনজন ভালো পারফর্ম না করলে অধিকাংশ সময়েই ভারতীয় দলকে দেখা যায় চাপের মুখে পড়তে। সদ্যসমাপ্ত সিরিজের প্রথম দুটি টেস্টেই তাঁদের তিন জনের গুরুত্ব বুঝেছে ক্রিকেটমহল। এই নিরন্তর সমীক্ষার মুখে পড়ে বেশ সমস্যার মধ্যে তাঁরা। সবক’টি ম্যাচে প্রত্যাশার চাপ সামলাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) ত্রয়ীকে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী অস্ট্রেলিয়া সফরে অশ্বিন-জাদেজার মত সিনিয়রদের উপর নজরদারি চালানো হবে। ব্যর্থ হলেই বাদ পড়তে হতে পারে দল থেকে। কেরিয়ারের সায়াহ্নে এসে এই পরীক্ষার সম্মুখীন তাঁরা হতে চাইবেন কিনা তা নিয়ে সংশয়ে অনেকেই। এছাড়া রেডারে বুমরাহ’ও। পারথ্‌-এ রোহিতের অবর্তমানে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। যা বাড়তি বোঝা চাপাবে তাঁর কাঁধে। অনেকেই মনে করছেন যে এভাবে চললে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে লাল বল’কে বিদায় জানাতে পারেন তিনি।

Also Read: ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ জয় শাহের, সচিব পদে এন্ট্রি নিচ্ছেন তাঁরই এক ঘনিষ্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *